২০২৩ বিশ্বকাপের দল নিয়ে অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন: তামিম

এখনও ওয়ানডে না খেলা ইয়াসির আলী চৌধুরী ও নাসুম আহমেদ আবার ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন। ওয়ানডে স্কোয়াডে প্রথম ডাক পেলেন এবাদত হোসেন চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।
গতকাল দিনের অনেকটা সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাটিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলে ধারাভাষ্য দিয়েছেন, প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আড্ডা মেরেছেন। তিনি এসেছিলেন মূলত এই ওয়ানডে দল নিয়ে নির্বাচক ও বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করতে। সে কাজের ফাঁকেই প্রেসবক্সে ঢুঁ মারেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, এ সিরিজ দিয়েই ২০২৩ বিশ্বকাপের দল ঘোছানো শুরু করেছেন তামিম। গতকাল নির্বাচক ও বিসিবি কর্তাদের সঙ্গে তার বৈঠকে সে ইঙ্গিত ছিল।
জিম্বাবুয়ে সফরের ১৭ জনের ওয়ানডে স্কোয়াড থেকে পারিবারিক কারণে সরে গিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই দল থেকে গতকাল ঘোষিত ১৫ জনের স্কোয়াডে জায়গা পাননি সাতজন। নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন বাদ পড়েছেন। সাইফউদ্দিন নেই চোটের কারণে।
নাঈমের বাদ পড়ার পেছনে অনেকেই বিপিএলে তার বাজে ফর্মকে দায়ী করেছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও তেমনই ইঙ্গিত করলেন, ‘লম্বা সময় ফর্মে না থাকলে মানসিকভাবে হতাশা চলে আসে। এটা কাটানোর জন্য তাকে (নাঈম) সময় দেওয়া প্রয়োজন। আশা করছি দ্রুতই সে ফিরবে।’ তবে মোসাদ্দেক-মিঠুনদের বাদ পড়া নিয়ে কোনো আলোচনাই হয়নি বলে জানান মিনহাজুল।
এবাদত ও মাহমুদুল হাসান প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন টেস্টের পারফরম্যান্স দিয়ে। তাদের নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এবাদত আমাদের টেস্ট বোলার, ওকে আমরা ওয়ানডের জন্যও বিবেচনা করছি। আমাদের পেস বোলিং ইউনিটের সঙ্গে সে যেভাবে কাজ করছে তাতে ওরা উচ্ছ্বসিত।
- হিরো আলমের ‘জানাজা’ আগামীকাল ৫ টায়
- হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
- পদত্যাগ সময় ঘোষণা করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- মালয়েশিয়ার ৮ হাজার প্রবাসীর জন্য সুখবর,থাকছে নতুন সুযোগ ও সুবিধা
- ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ লাইভ স্কোর এবং ম্যাচ পর্যালোচনা
- হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ
- এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা, জানালেন : অর্থ উপদেষ্টা
- ২৫ লক্ষ টাকার বাটন ফোন: প্রযুক্তি নয়, আভিজাত্যই যার মূল আকর্ষণ
- ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু
- ২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়
- ৩৪ বছর পর এমন রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
- ব্রেভিসের ব্যাটে ছক্কার বৃষ্টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ঝড় তুলল দ:আফ্রিকা
- আজ আকাশে উল্কাবৃষ্টি হবে: বাংলাদেশ থেকে দেখার সেরা সময় ও স্থান
- অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন