| ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

জয়-এবাদতকে নিয়ে দল ঘোষণার কারন জানালেন প্রধান নির্বাচক নান্নু

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ১৪ ২১:৩০:২৬
জয়-এবাদতকে নিয়ে দল ঘোষণার কারন জানালেন প্রধান নির্বাচক নান্নু

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টি-টোয়েন্টি সংস্করণে অনবদ্য ব্যাটিংয়ের পর জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) নিজের ব্যাটিং নৈপূণ্য দেখিয়েছিলেন জয়। এরপরই সাদা পোশাকের দলে ডাকা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে। যদিও অভিষেকটা রাঙাতে পারেননি ডানহাতি এই ব্যাটার।

পাকিস্তানের বিপক্ষে ভালো করতে না পারলেও নিউজিল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন জয়। এরপর ইনজুরির কারণে দ্বিতীয় ইনিংসে এবং সিরিজের শেষ টেস্টে খেলা হয়নি তার। ইনজুরি কাটিয়ে বিপিএল দিয়ে মাঠে ফেরেন জয়।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শুরু থেকেই পারফর্ম করছেন ডানহাতি এই ব্যাটার। মাত্র একটি হাফ সেঞ্চুরি করলেও দুটি চল্লিশোর্ধ রানের ইনিংস খেলেছেন। বিপিএলে ৯ ম্যাচে ২২৬ রান করা জয়কে এবার ৫০ ওভারের ক্রিকেটের দলে রাখা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। যদিও জয়কে দলে রাখার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে ডানহাতি এই ব্যাটারের আত্মবিশ্বাসী ব্যাটিংকে সামনে দাঁড় করিয়েছেন প্রধান নির্বাচক।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘জয় নিউজিল্যান্ড সিরিজে দারুণ একটি ইনিংস খেলেছে টেস্টে। আমরা ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটেও ওর কাছ থেকে ভালো কিছু আশা করি। আগামী দিনে ওর থেকে আরও ভালো সার্ভিস পাবো।’

তিনি আরও বলেন, ‘ও (জয়) যে স্টাইলে ব্যাটিং করে….আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী…আমাদের মিডল অর্ডারে, যখন যেখানে টিম ম্যানেজমেন্ট মনে করে…আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী ও যে স্টাইলে ব্যাটিং করে…অনেক নির্ভরযোগ্য ও আত্মবিশ্বাসী হয়ে ব্যাটিং করে। যদি এভাবেই আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করে তাহলে অনেক দিন দেশকে সার্ভিস দিতে পারে।’

এদিকে ২০১৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হলেও ১২টির বেশি ম্যাচ খেলতে পারেননি এবাদত। গত কয়েক বছরে এবাদতকে টেস্ট বোলার হিসেবে বিবেচনা করা হলেও আফগানিস্তান সিরিজের ওয়ানডে দলে নেয়া হয়েছে ডানহাতি এই পেসারকে। যদিও ঘরোয়াতে রঙিন পোশাকে আহামরী কোনো পারফর্ম করতে পারেননি। তবে বিপিএলে দারুণ লাইন লেন্থ মেনে বোলিং করে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।

বাংলাদেশের প্রধান নির্বাচক বলেন, ‘এবাদত আমাদের টেস্ট বোলার, ওকে আমরা ওয়ানডে ফরম্যাটের জন্য চিন্তা ভাবনা করতেছি। সার্বিকভাবে ও যেভাবে কাজ করতেছে আমাদের পেস বোলিং ইউনিটের সাথে ওরা যথেষ্ট খুশি, আমরাও ওর উপর যথেষ্ট খুশি ওর পারফরম্যান্সে। সংক্ষিপ্ত ফরম্যাটে আমরা দেখছি ওর নিয়ন্ত্রণ সাদা বলের ক্রিকেটে যথেষ্ট ভালো। এ জন্য ওকে বিবেচনা করা।’

ক্রিকেট

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের পেছনের কারণ অবশেষে জানালেন পরিচালক আসিফ ...

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

২০২৫ সালের Top End T20 সিরিজ আরও বড় আকারে ফিরছে, যেখানে মোট ১১টি দল অংশগ্রহণ ...

ফুটবল

বেতন কমিয়েও পিএসজিতে থাকতে চাওয়ায় অপমান! আইনি ব্যবস্থার হুমকি

বেতন কমিয়েও পিএসজিতে থাকতে চাওয়ায় অপমান! আইনি ব্যবস্থার হুমকি

নিজস্ব প্রতিবেদক: ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে থাকতে নিজের বেতন কমানোর প্রস্তাব দিয়েছিলেন দলের ...

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

জার্মান ফুটবলের অন্যতম শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের তরুণ মিডফিল্ডার পল ওয়ান্নারের ভবিষ্যত এখনো অনিশ্চিত অবস্থায় ...

Scroll to top

রে
Close button