| ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

নিলামে অবিশ্বাস্য কলকাতা : শেষ ঘণ্টায় ঝড় তুলে আইপিএল নিলামে বাজিমাৎ করলো কলকাতা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ১৩ ২২:৪২:১৩
নিলামে অবিশ্বাস্য কলকাতা : শেষ ঘণ্টায় ঝড় তুলে আইপিএল নিলামে বাজিমাৎ করলো কলকাতা

কিন্তু সব কিছু বদলে গেল নিলামের শেষ দিন শেষ ঘণ্টায়। পরপর ইংল্যান্ডের দুই মারকুটে ক্রিকেটার স্যাম বিলিংস এবং অ্যালেক্স হেলসকে তুলে নিল তারা। জোরে বোলিংয়ে টিম সাউদি এবং উমেশ যাদবকে তুলে নেওয়া হল দ্রুত। আফগান স্পিনার মহম্মদ নবিকে আগের দু’বার কেউ কেনেনি। শেষ বেলায় তাঁকে নিয়ে নিল কলকাতা। ফলে দিনের শেষে এটা বলতে বাধা নেই, কলকাতা যথেষ্ট ভারসাম্যযুক্ত দল তৈরি করেছে।

রবিবার কলকাতা প্রথম দিকে তুলে নেয় অজিঙ্ক রহাণেকে। বেঙ্কটেশ আয়ারের সঙ্গে ওপেন করতে পারেন এমন কাউকে দরকার ছিল। শুভমন গিল যে কাজটা করতেন, সেটা রহাণে অনায়াসে করতে পারবেন। মাঝের দিকে নীতীশ, শ্রেয়স, রাসেল, বাবা ইন্দ্রজিৎ থাকছেন। চামিকা করুণারত্নের মতো অলরাউন্ডার নায়ক হতে পারেন যে কোনও ম্যাচে। ফলে, কলকাতা নিয়ে অবশ্যয়ই আশাবাদী হওয়া যায়।

আন্দ্রে রাসেল (অলরাউন্ডার): তাঁকে রিটেন করেছে কেকেআর। পাচ্ছেন ১২ কোটি টাকা।

বেঙ্কটেশ আইয়ার (অলরাউন্ডার): রিটেন করেছে কেকেআর। পাচ্ছেন আট কোটি টাকা।

বরুণ চক্রবর্তী (বোলার): রিটেন করেছে নাইট শিবির। পাচ্ছেন আট কোটি টাকা।

সূনীল নারিন (বোলার): ক্যারিবিয়ান তারকাকে রেখে দিয়েছে কেকেআর। পাচ্ছেন ছ'কোটি টাকা।

প্যাট কামিন্স (অলরাউন্ডার): ৭.২৫ কোটি টাকায় কিনেছে কেকেআর। (ফাইল ছবি, সৌজন্য আইপিএল)

শ্রেয়স আইয়ার (ব্যাটার): ১২.২৫ কোটি টাকায় নেওয়া হয়েছে।

নীতিশ রানা (ব্যাটার): আট কোটি টাকায় কেকেআর নিয়েছে।

শিবম মাভি (বোলার): ৭.২৫ কোটি টাকায় মাভিকে দলে ফিরিয়েছে নাইট ব্রিগেড।

শেলডন জ্যাকসন (ব্যাটার, উইকেটকিপার): ২০ লাখ টাকায় দলে নিয়েছে কেকেআর।

অজিঙ্কা রাহানে (ব্যাটার): এক কোটি টাকায় নিয়েছে কেকেআর।

রিঙ্কু সিং (ব্যাটার): ৫৫ লাখ টাকায় নিয়েছে কলকাতায়।

অনুকূল রায় (ব্যাটিং অলরাউন্ডার, স্পিন বোলিং): ২০ লাখ টাকায় নিয়েছে কেকেআর।

রাশিখ দার (বোলার): ২০ লাখ টাকায় নিয়েছে কলকাতা।

বাবা অপরাজিত (ব্যাটার, উইকেটকিপার): ২০ লাখ টাকায় নিয়েছে কেকেআর।

চামিকা করুণারত্নে (বোলার): ৫০ লাখ টাকায় নিয়েছে কেকেআর।

অভিজিৎ তোমর (ব্যাটার): ৪০ লাখ টাকায় নিল কেকেআর।

অশোক শর্মা (বোলার): ৫৫ লাখ টাকায় নিয়েছে কেকেআর।

স্যাম বিলিংস (ব্যাটার ও উইকেটকিপার): দু'কোটি টাকায় নিয়েছে কেকেআর।

অ্যালেক্স হেলস (ব্যাটার): ১.৫ কোটি টাকায় নিয়েছে কলকাতা।

টিম সাউদি (বোলার): ১.৫ কোটি টাকায় নিয়েছে কেকেআর।

মহম্মদ নবি (অলরাউন্ডার, স্পিন বোলিং): এক কোটি টাকায় নিয়েছে কেকেআর।

উমেশ যাদব (পেসার): দু'কোটি টাকায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আমন খান (ব্যাটার, বলও করতে পারেন): ২০ লাখ টাকায় মুম্বইকে নিয়েছে কেকেআর।

ক্রিকেট

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের পেছনের কারণ অবশেষে জানালেন পরিচালক আসিফ ...

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

২০২৫ সালের Top End T20 সিরিজ আরও বড় আকারে ফিরছে, যেখানে মোট ১১টি দল অংশগ্রহণ ...

ফুটবল

বেতন কমিয়েও পিএসজিতে থাকতে চাওয়ায় অপমান! আইনি ব্যবস্থার হুমকি

বেতন কমিয়েও পিএসজিতে থাকতে চাওয়ায় অপমান! আইনি ব্যবস্থার হুমকি

নিজস্ব প্রতিবেদক: ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে থাকতে নিজের বেতন কমানোর প্রস্তাব দিয়েছিলেন দলের ...

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

জার্মান ফুটবলের অন্যতম শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের তরুণ মিডফিল্ডার পল ওয়ান্নারের ভবিষ্যত এখনো অনিশ্চিত অবস্থায় ...

Scroll to top

রে
Close button