আইপিএল নিলাম: অবশেষে দল পেলো অ্যালেক্স হেলস,ম্যাথিউ ওয়েড, এভিন লুইস,জেনেনিন মূল্য ও দলের নাম

গতকাল নিলামে তারকা ক্রিকেটাররা বিক্রি হলেও অবিক্রিত থেকেছেন সাকিব আল হাসান, আদিল রশীদ, ইমরান তাহির,মুজিব উর রহমান, উমেশ যাদব, মোহাম্মদ নবির মত বিশ্বসেরা ক্রিকেটাররা।
যদিও নিলামে দল পেয়েছে ভারতের অনুর্ধ ১৯ দলের বেশ কিছু ক্রিকেটার। এবারের নিলামের সর্বশেষ তথ্য অনুযায়ী তারকা ক্রিকেটাররা না পারলেও চমক দেখাতে পেরেছে কিছু অজানা ক্রিকেটার। এদিকে আজ রবিবার দুপুর ১২টায় শুরু হয়েছে আইপিএল মেগা নিলামের ২য় দিনের নিলামের কার্যক্রম।
এভিন লুইসকে দলে নেয় লখনউ২ কোটি টাকার বেস প্রাইসে এভিন লুইসকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
অ্যালেক্স হেলসকে দলে নেয় কেকেআর১ কোটি ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে অ্যালেক্স হেলসকে দলে নেয় কেকেআর।
ম্যাথিউ ওয়েডকে দলে নেয় গুজরাট২ কোটি টাকা বেস প্রাইসের ম্যাথিউ ওয়েডকে দলে নিতে আগ্রহ দেখায় গুজরাট ও পঞ্জাব। শেষমেশ ওয়েডকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয় গুজরাট টাইটানস।
কায়েস আহমেদ অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের কায়েস আহমেদ অবিক্রিত।
লুঙ্গি এনগিদিকে দলে নিল দিল্লি
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের লুঙ্গি এনগিদিকে দলে নিতে দর হাঁকে দিল্লি। তারা বেস প্রাইসেই দলে নেয় এনগিদিকে।
শেল্ডন কটরেল অবিক্রিত
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের শেল্ডন কটরেল অবিক্রিত।
জিমি নিশাম অবিক্রিত
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের জিমি নিশাম অবিক্রিত।
ক্রিস জর্ডনকে দলে নেয় চেন্নাই
২ কোটি টাকা বেস প্রাইসের ক্রিস জর্ডনের জন্য দর হাঁকে আরসিবি ও চেন্নাই। শেষে জর্ডনকে ৩ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নেয় চেন্নাই।
বিষ্ণু বিনোদকে দলে নেয় হায়দরাবাদ
২০ লক্ষ টাকা বেস প্রাইসের বিষ্ণু বিনোদের জন্য দর হাঁকে মুম্বই ও হায়দরাবাদ। বিষ্ণুকে ৫০ লক্ষ টাকায় দলে নেয় হায়দরাবাদ।
এন জগদীশানকে দলে নিল চেন্নাই
২০ লক্ষ টাকার বেস প্রাইসে এন জগদীশানকে দলে নিল চেন্নাই।
আনমোলপ্রীত সিংকে দলে নিল মুম্বই
২০ লক্ষ টাকার বেস প্রাইসে আনমোলপ্রীত সিংকে দলে নিল মুম্বই।
হরি নিশান্তকে দলে নিল চেন্নাই
২০ লক্ষ টাকার বেস প্রাইসে হরি নিশান্তকে দলে নিল চেন্নাই।
উমেশ যাদব অবিক্রিত
২ কোটি টাকা বেস প্রাইসের উমেশ যাদব অবিক্রিত।
ঋদ্ধিমান সাহাকে দলে নেয় গুজরাট
১ কোটি টাকা বেস প্রাইসের ঋদ্ধিমান সাহাকে দলে নিতে দর হাঁকে চেন্নাই ও গুজরাট। শেষমেশ ঋদ্ধিকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলে নেয় গুজরাট টাইটানস।
স্যাম বিলিংস কলকাতায়
২ কোটি টাকা বেস প্রাইসের স্যাম বিলিংসের জন্য দর হাঁকে কেকেআর। বেস প্রাইসেই তাঁকে দলে নেয় কলকাতা।
শাকিব আল হাসান অবিক্রিত
২ কোটি টাকা বেস প্রাইসের শাকিব আল হাসান দ্বিতীয় দিনেও অবিক্রিত।
ডেভিড মিলারকে দলে নেয় গুজরাট
১ কোটি টাকা বেস প্রাইসের ডেভিড মিলারের জন্য দর হাঁকে রাজস্থান ও গুজরাট। শেষে মিলারকে ৩ কোটি টাকায় দলে নেয় গুজরাট।
অরুনয় সিং রাজস্থানে
২০ লক্ষ টাকার বেস প্রাইসে অরুনয় সিংকে দলে নেয় রাজস্থান।
আশুতোষ শর্মা অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের আশুতোষ শর্মা অবিক্রিত।
অশোক শর্মা কলকাতায়
২০ লক্ষ টাকা বেস প্রাইসের অশোক শর্মাকে দলে নিতে দর হাঁকে রাজস্থান ও কলকাতা। শেষে অশোককে ৫৫ লক্ষ টাকায় দলে নেয় কেকেআর।
অংশ প্যাটেল পঞ্জাবে
২০ লক্ষ টাকার বেস প্রাইসে অংশ প্যাটেলকে দলে নেয় পঞ্জাব।
মহম্মদ আরশদ মুম্বইয়ে
২০ লক্ষ টাকার বেস প্রাইসে মহম্মদ আরশদকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
ললিত যাদব অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের ললিত যাদব অবিক্রিত।
সৌরভ দুবে হায়দরাবাদে
২০ লক্ষ টাকার বেস প্রাইসে সৌরভ দুবেকে দলে নেয় হায়দরাবাদ।
বলতেজ ঢান্ধা পঞ্জাবে
২০ লক্ষ টাকার বেস প্রাইসে বলতেজ ঢান্ধাকে দলে নেয় পঞ্জাব।
করণ শর্মা লখনউয়ে
২০ লক্ষ টাকার বেস প্রাইসে করণ শর্মাকে দলে নেয় লখনউ।
অনিত আলি অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের অনিত আলি অবিক্রিত।
কাইল মায়ের্স লখনউয়ে
৫০ লক্ষ টাকার বেস প্রাইসে কাইল মায়ের্সকে দলে নেয় লখনউ।
শশাঙ্ক সিং হায়দরাবাদে
২০ লক্ষ টাকার বেস প্রাইসে শশাঙ্ক সিংকে দলে নেয় হায়দরাবাদ।
ঋত্ত্বিক শোকীন অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের ঋত্ত্বিক শোকীন অবিক্রিত।
নিনাদ অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের নিনাদ অবিক্রিত।
ঋত্ত্বিক চট্টোপাধ্যায় পঞ্জাবে
২০ লক্ষ টাকা বেস প্রাইসে ঋত্ত্বিক চট্টোপাধ্যায়কে দলে নেয় পঞ্জাব।
প্রথম সিং কলকাতায়
২০ লক্ষ টাকা বেস প্রাইসে প্রথম সিংকে দলে নেয় কেকেআর।
মুকেশ কুমার অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের মুকেশ কুমার অবিক্রিত।
কৌশল তাম্বে অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের কৌশল তাম্বে অবিক্রিত।
প্রদীপ সাঙ্গওয়ান গুজরাটে
২০ লক্ষ টাকা বেস প্রাইসে প্রদীপ সাঙ্গওয়ানকে দলে নেয় গুজরাট।
অভিজিত তোমর কলকাতায়
২০ লক্ষ টাকা বেস প্রাইসের অভিজিত তোমরকে দলে নিতে দর হাঁকে কলকাতা ও রাজস্থান। শেষে তোমরকে ৪০ লক্ষ টাকায় দলে নেয় কেকেআর।
আর সামর্থ হায়দরাবাদে
২০ লক্ষ টাকা বেস প্রাইসে আর সামর্থকে দলে নেয় হায়দরাবাদ।
ব্লেসিং মুজারাবানি অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ব্লেসিং মুজারাবানি অবিক্রিত।
ডেভিড উইলি অবিক্রিত
২ কোটি টাকা বেস প্রাইসের ডেভিড উইলি অবিক্রিত।
চামিকা করুণারত্নে কলকাতায়
৫০ লক্ষ টাকা বেস প্রাইসে চামিকা করুণারত্নেকে দলে নেয় কেকেআর।
সুশান্ত মিশ্র অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের সুশান্ত মিশ্র অবিক্রিত।
বি আর শরথ অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের বি আর শরথ অবিক্রিত।
কেনার লুইস অবিক্রিত
৪০ লক্ষ টাকা বেস প্রাইসের কেনার লুইস অবিক্রিত।
বাবা ইন্দ্রজিত কলকাতায়
২০ লক্ষ টাকা বেস প্রাইসে বাবা ইন্দ্রজিতকে দলে নেয় কেকেআর।
ডেভিড ওয়াইজ অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসে ডেভিড ওয়াইজ অবিক্রিত।
অতীত শেঠ অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের অতীত শেঠ অবিক্রিত।
ধ্রুব প্যাটেল অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের ধ্রুব প্যাটেল অবিক্রিত।
শামস মুলানি অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের শামস মুলানি অবিক্রিত।
সৌরভ কুমার অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের সৌরভ কুমার অবিক্রিত।
হেডেন কের অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের হেডেন কের অবিক্রিত।
বেনি হাওয়েল অবিক্রিত
৪০ লক্ষ টাকা বেস প্রাইসের বেনি হাওয়েল অবিক্রিত।
অন্নেশ্বর গৌতম আরসিবিতে
২০ লক্ষ টাকা বেস প্রাইসে অন্নেশ্বর গৌতমকে দলে নেয় আরসিবি।
আয়ূষ বাদোনি লখনউয়ে
২০ লক্ষ টাকা বেস প্রাইসে আয়ূষ বাদোনিকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
লরি ইভান্স অবিক্রিত
৪০ লক্ষ টাকা বেস প্রাইসের লরি ইভান্স অবিক্রিত।
রাহুল বুদ্ধি অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের রাহুল বুদ্ধি অবিক্রিত।
কেন রিচার্ডসন অবিক্রিত
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের কেন রিচার্ডসন অবিক্রিত।
রিলি মেরেডিথ মুম্বইয়ে
১ কোটি টাকা বেস প্রাইসের রিলি মেরেডিথের জন্য দর হাঁকে মুম্বই ইন্ডিয়ান্স। বেস প্রাইসেই তাঁকে দলে মেয় মুম্বই।
ধাওয়াল কুলকার্নি অবিক্রিত
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের ধাওয়াল কুলকার্নি অবিক্রিত।
আলজারি জোসেফ গুজরাটে
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের আলজারি জোসেফের জন্য দর হাঁকে মুম্বই, দিল্লি, পঞ্জাব ও গুজরাট। শেষমেশ জোসেফকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয় গুজরাট টাইটানস।
সিয়ান অ্যাবট হায়দরাবাদে
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের সিয়ান অ্যাবটের জন্য দর হাঁকে হায়দরাবাদ, দিল্লি ও পঞ্জাব। শেষে অ্যাবটকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয় হায়দরাবাদ।
পবন নেগি অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের পবন নেগি অবিক্রিত।
বেন কাটিং অবিক্রিত
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের বেন কাটিং অবিক্রিত।
রোস্টন চেস অবিক্রিত
১ কোটি টাকা বেস প্রাইসের রোস্টন চেস অবিক্রিত।
ভানুকা রাজাপক্ষে অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ভানুকা রাজাপক্ষে অবিক্রিত।
মার্টিন গাপ্তিল অবিক্রিত
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের মার্টিন গাপ্তিল অবিক্রিত।
মিধুন সুদেশান অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের মিধুন সুদেশান অবিক্রিত।
প্রশান্ত সোলাঙ্কি চেন্নাইয়ে
২০ লক্ষ টাকা বেস প্রাইসের প্রশান্ত সোলাঙ্কির জন্য দর হাঁকে সিএসকে ও রাজস্থান। ১ কোটি ২০ লক্ষ টাকায় প্রশান্তকে দলে নেয় চেন্নাই।
যুবরাজ চূড়াসামা অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের যুবরাজ চূড়াসামা অবিক্রিত।
তেজস বরোকা অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের তেজস বরোকা অবিক্রিত।
মায়াঙ্ক যাদব অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের মায়াঙ্ক যাদব অবিক্রিত।
চামা মিলিন্দ আরসিবিতে
২০ লক্ষ টাকা বেস প্রাইসের চামা মিলিন্দকে দলে নিতে দর হাঁকে সানরাইজার্স হায়দরাবাদ ও আরসিবি। শেষে ২৫ লক্ষ টাকায় তাঁকে দলে নেয় আরসিবি।
মহসিন খান লখনউয়ে
২০ লক্ষ টাকা বেস প্রাইসে মহসিন খানকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
পঙ্কজ জসওয়াল অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের পঙ্কজ জসওয়াল অবিক্রিত।
বেন ডারশিস অবিক্রিত
৩০ লক্ষ টাকা বেস প্রাইসের বেন ডারশিস অবিক্রিত।
রসিক দার কল
২০ লক্ষ টাকা বেস প্রাইসে রসিক দারকে দলে নেয় কেকেআর।
মুকেশ চৌধরী চেন্নাইয়ে
২০ লক্ষ টাকা বেস প্রাইসের মুকেশ চৌধরীকে বেস প্রাইসেই দলে নেয় চেন্নাই।
বৈভব আরোরা পঞ্জাবে
২০ লক্ষ টাকা বেস প্রাইসের বৈভব আরোরার জন্য দর হাঁকে কেকেআর ও পঞ্জাব। শেষে বৈভব আরোরাকে ২ কোটি টাকায় দলে নেয় পঞ্জাব।
আরিয়ান জুয়েল অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের আরিয়ান জুয়েল অবিক্রিত।
ধ্রুব জুরেল অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের ধ্রুব জুরেল অবিক্রিত।
প্রশান্ত চোপড়া অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের প্রশান্ত চোপড়া অবিক্রিত।
অথর্ব টাইডে অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের অথর্ব টাইডে অবিক্রিত।
বি সাই সুদর্শন অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের বি সাই সুদর্শন অবিক্রিত।
রমনদীপ সিং অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের রমনদীপ সিং অবিক্রিত।
সূয়স প্রভুদেশাই আরসিবিতে
২০ লক্ষ টাকা বেস প্রাইসের সূয়স প্রভুদেশাইকে দলে নিতে দর হাঁকে আরসিবি ও দিল্লি। শেষে আরিসিবি ৩০ লক্ষ টাকায় তাঁকে দলে নেয়।
প্রেরক মানকড় পঞ্জাবে
২০ লক্ষ টাকা বেস প্রাইসের প্রেরক মানকড়ের জন্য দর হাঁকে পঞ্জাব। বেস প্রাইসেই তাঁকে দলে নেয় পঞ্জাব।
প্রবীণ দুবে দিল্লিতে
২০ লক্ষা টাকা বেস প্রাইসের প্রবীণ দুবেকে দলে নিতে আগ্রহ দেখায় দিল্লি ও আরসিবি। শেষ পর্যন্ত দিল্লি ৫০ লক্ষ টাকায় দলে নেয় প্রবীণ দুবেকে।
টিম ডেভিড মুম্বইয়ে
৪০ লক্ষা টাকা বেস প্রাইসের টিম ডেভিডের জন্য লড়াই চালায় দিল্লি, কলকাতা, পঞ্জাব, রাজস্থান, লখনউ ও মুম্বই। শেষমেশ মুম্বই ইন্ডিয়ান্স ৮ কোটি ২৫ লক্ষ টাকায় টিম ডেভিডকে দলে নেয়।
অথর্ব আঙ্কোলেকর অবিক্রিত
২০ লক্ষা টাকা বেস প্রাইসের অথর্ব আঙ্কোলেকর অবিক্রিত।
অপূর্ব ওয়াংখাড়ে অবিক্রিত
২০ লক্ষা টাকা বেস প্রাইসের অপূর্ব ওয়াংখাড়ে অবিক্রিত।
শুভ্রাংশু সেনাপতি চেন্নাইয়ে
২০ লক্ষা টাকা বেস প্রাইসের শুভ্রাংশু সেনাপতিকে বেস প্রাইসে দলে নেয় সিএসকে।
সমীর রিজভি
২০ লক্ষা টাকা বেস প্রাইসের সমীর রিজভি অবিক্রিত।
টম কোহলার ক্যাডমোর অবিক্রিত
৪০ লক্ষ টাকা বেস প্রাইসের টম কোহলার ক্যাডমোর অবিক্রিত।
তন্ময় আগরওয়াল অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের তন্ময় আগরওয়াল অবিক্রিত।
সন্দীপ ওয়ারিয়র অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের সন্দীপ ওয়ারিয়র অবিক্রিত।
অ্যান্ড্রু টাই
১ কোটি টাকার টাই অবিক্রিত।
রিস টপলি অবিক্রিত
অ্যাডাম মিলিন
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের অ্যাডাম মিলিন জন্য দর হাঁকে চেন্নাই ও পঞ্জাব। চেন্নাই ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলে নেয় মিলসকে।
টাইমাল মিলস মুম্বইয়ে
১ কোটি টাকা বেস প্রাইসের টাইমাল মিলসকে দলে নিতে দর হাঁকে মুম্বই ও হায়দরাবাদ। ১ কোটি ৫০ লক্ষ টাকায় মুম্বই দলে নেয় মিলসকে।
ওবেদ ম্যাককয় রাজস্থানে
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের ওবেদ ম্যাককয়কে বেস প্রাইসে দলে নেয় রাজস্থান রয়্যালস।
সিদ্ধার্থ কউল অবিক্রিত
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের সিদ্ধার্থ কউল অবিক্রিত।
ফজলহক ফারুকি অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ফজলহক ফারুকি অবিক্রিত।
ন্যাথন এলিস অবিক্রিত
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের ন্যাথন এলিস অবিক্রিত।
জেসন বেহরেনডর্ফ আরসিবিতে
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের জেসন বেহরেনডর্ফকে বেস প্রাইসে দলে নেয় আরসিবি।
গ্লেন ফিলিপস অবিক্রিত
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের গ্লেন ফিলিপস অবিক্রিত।
বেন ম্যাকডারমট অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের বেন ম্যাকডারমট অবিক্রিত।
রহমানুল্লাহ গুরবাজ অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের রহমানুল্লাহ গুরবাজ অবিক্রিত।
রোমারিও শেফার্ড হায়দরাবাদে
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের রোমারিও শেফার্ডের জন্য দর হাঁকে লখনউ, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ ও রাজস্থান। শেষে ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় শেফার্ডকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
মিচেল স্যান্টনার চেন্নাইয়ে
১ কোটি টাকা বেস প্রাইসের মিচেল স্যান্টনারের জন্য দর হাঁকে হায়দরাবাদ ও চেন্নাই। শেষমেশ ১ কোটি ৯০ লক্ষ টাকায় স্যান্টনারকে দলে নেয় সিএসকে।
ড্যানিয়েল স্যামস মুম্বইয়ে
১ কোটি টাকা বেস প্রাইসের ড্যানিয়েল স্যামসের জন্য দর হাঁকে লখনউ ও মুম্বই। শেষ পর্যন্ত ২ কোটি ৬০ লক্ষ টাকায় স্যামসকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
শেরফান রাদারফোর্ড আরসিবিতে
১ কোটি টাকা বেস প্রাইসের শেরফান রাদারফোর্ডকে বেস প্রাইসেই দলে নেয় আরসিবি।
ডোয়েন প্রিটোরিয়াস চেন্নাইয়ে
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ডোয়েন প্রিটোরিয়াসের জন্য দর হাঁকে সিএসকে। বেস প্রাইসেই প্রিটোরিয়াস যোগ দেন চেন্নাইয়ে।
জর্জ গার্টন অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের জর্জ গার্টন অবিক্রিত।
ঋষি ধাওয়ান পঞ্জাবে
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ঋষি ধাওয়ানের জন্য দর হাঁকে হায়দরাবাদ ও পঞ্জাব। শেষমেশ ৫৫ লক্ষ টাকায় ঋষি ধাওয়ানকে দলে নেয় পঞ্জাব কিংস।
চরিথ আসালঙ্কা
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের চরিথ আসালঙ্কা অবিক্রিত।
জোফ্রা আর্চার মুম্বইয়ে
২ কোটি টাকা বেস প্রাইসের জোফ্রা আর্চারের জন্য দর হাঁকে রাজস্থান, মুম্বই ও হায়দরাবাদ। শেষমেশ ৮ কেটি টাকায় আর্চারকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
রাসি ভ্যান ডার দাসেন অবিক্রিত
১ কোটি টাকা বেস প্রাইসের রাসি ভ্যান ডার দাসেন অবিক্রিত।
রোভম্যান পাওয়েল দিল্লিতে
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের রোভম্যান পাওয়েলের জন্য দর হাঁকে লখনউ, দিল্লি ও চেন্নাই। শেষমেশ পাওয়েলকে ২ কোটি ৮০ লক্ষ টাকায় পাওয়েলকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
করুণ নায়ার অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের করুণ নায়ার অবিক্রিত।
এভিন লুইস অবিক্রিত
২ কোটি টাকা বেস প্রাইসের এভিন লুইস অবিক্রিত।
অ্যালেক্স হেলস অবিক্রিত
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের অ্যালেক্স হেলস অবিক্রিত।
ডেভন কনওয়ে চেন্নাইয়ে
১ কোটি টাকা বেস প্রাইসের ডেভন কনওয়ের জন্য দর হাঁকে সিএসকে। তারা বেস প্রাইসেই দলে নেয় কিউয়ি তারকাকে।
ফিন অ্যালেন আরসিবিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ফিন অ্যালেনের জন্য দর হাঁকে আরসিবি ও রাজস্থান। শেষমেশ ৮০ লক্ষ টাকায় আরসিবি দলে নেয় ফিন অ্যালেনকে।
দ্রুত নিলামে উঠবে ১০৬ জনের নাম
১০৬ জন ক্রিকেটারের নাম উঠবে এক্সেলেরেটেড অকশনে। ১০টি ফ্র্যাঞ্চাইজি যাঁদের দলে নিতে আগ্রহ দেখায়, তাঁদের জমা দেওয়া তালিকা অনুযায়ী পরের রাউন্ডের ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে।
আকাশ সিং অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের আকাশ সিং অবিক্রিত।
কুলদীপ সিং অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের কুলদীপ সিং অবিক্রিত।
মুজতবা ইউসুফ অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের মুজতবা ইউসুফের জন্য দর হাঁকেনি কেউ। তিনি অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
সমরজিত সিংকে দলে নেয় সিএসকে
২০ লক্ষ টাকা বেস প্রাইসের সমরজিত সিংয়ের জন্য দর হাঁকে সিএসকে। শেষমেশ বেস প্রাইসেই চেন্নাই সুপার কিংস দলে নেয় তাঁকে।
যশ দয়ালকে দলে নেয় গুজরাট টাইটানস
২০ লক্ষ টাকা বেস প্রাইসের যশ দয়ালের জন্য লড়াই চালায় কেকেআর ও আরসিবি। লড়াইয়ে যোগ দেয় গুজরাট টাইটানস। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লক্ষ টাকায় যশ দয়ালকে দলে নেয় গুজরাট টাইটানস।
আর্জান নাগওয়াসওয়ালা অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের আর্জান নাগওয়াসওয়ালা অবিক্রিত।
যশ ঠাকুর অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের যশ ঠাকুর অবিক্রিত।
বাসু বৎস অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের বাসু বত্স অবিক্রিত।
রাজবর্ধন হাঙ্গার্গেকরকে দলে নেয় সিএসকে
৩০ লক্ষ টাকা বেস প্রাইসের রাজবর্ধন হাঙ্গার্গেকরের জন্য দর হাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। পরে চেন্নাই সুপার কিংস লড়াইয়ে যোদ দেয়। শেষমেশ ১ কোটি ৫০ লক্ষ টাকায় রাজবর্ধনকে দলে নেয় সিএসকে।
রাজ বাওয়াকে দলে নেয় পঞ্জাব কিংস
২০ লক্ষ টাকা বেস প্রাইসের রাজ বাওয়াকে দলে নিতে আগ্রহ দেখায় সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস। পরে লড়াইয়ে যোগ দেয় মুম্বই ইন্ডিয়ান্স। শেষমেশ ২ কোটি টাকায় যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটারকে দলে নেয় পঞ্জাব কিংস।
সঞ্জয় যাদবকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স
২০ লক্ষ টাকা বেস প্রাইসের সঞ্জয় যাদবের জন্য দর হাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস। শেষমেশ মুম্বই ইন্ডিয়ান্স ৫০ লক্ষ টাকায় দলে নেয় সঞ্জয়কে।
ভিকি ওস্তওয়াল অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের ভিকি ওস্তওয়ালের জন্য কেউ দর হাঁকেনি। যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের তারকা ক্রিকেটার অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
দর্শন নালকান্ডেকে দলে নেয় গুজরাট টাইটানস
২০ লক্ষ টাকা বেস প্রাইসের দর্শন নালকান্ডের জন্য দর হাঁকে গুজরাট টাইটানস। তাঁকে বেস প্রাইসেই দলে নেয় গুজরাট।
অনুকুল রায়কে দলে নেয় কেকেআর
২০ লক্ষ টাকা বেস প্রাইসের অনুকুলের জন্য দর হাঁকে কেকেআর। শেষ পর্যন্ত বেস প্রাইসেই কলকাতা দলে নেয় তাঁকে।
মহিপাল লোমরোরকে দলে নেয় ব্যাঙ্গালোর
৪০ লক্ষ টাকা বেস প্রাইসের মহিপাল লোমরোরের জন্য দর হাঁকে রাজস্থান রয়্যালস ও আরসিবি। শেষ পর্যন্ত মহিপালকে ৯৫ লক্ষ টাকায় দলে নেয় ব্যাঙ্গালোর।
তিলক বর্মাকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স
২০ লক্ষ টাকা বেস প্রাইসের তিলক বর্মার জন্য দর হাঁকে রাজস্থান ও হায়দরাবাদ। শেষে লড়াইয়ে যোগ দেয় সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত তিলককে ১ কোটি ৭০ লক্ষ টাকায় দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
যশ ধুলকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস
২০ লক্ষ টাকা বেস প্রাইসের যশ ধুলের জন্য দর হাঁকে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস। শেষমেশ যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেনকে ৫০ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি।
রিপল প্যাটেলকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস
২০ লক্ষ টাকা বেস প্রাইসের রিপল প্যাটেলের জন্য দর হাঁকে দিল্লি। বেস প্রাইসেই রিপলকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
ললিত যাদবকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস
২০ লক্ষ টাকা বেস প্রাইসের ললিত যাদবের জন্য দর হাঁকে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। শেষেমেশ ললিতকে ৬৫ লক্ষ টাকায় ললিতকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
রিকি ভুই অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের রিকি ভুই অবিক্রিত থাকেন।
মনন ভোরাকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস
২০ লক্ষ টাকা বেস প্রাইসের মনন ভোরার জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস। বেস প্রাইসেই মননকে দলে নেয় লখনউ।
রিঙ্কু সিংকে ঘরে ফেরায় কেকেআর
২০ লক্ষ টাকা বেস প্রাইসের রিঙ্কু সিংয়ের জন্য দর হাঁকে লখনউ ও কলকাতা। শেষমেশ ৫৫ লক্ষ টাকায় রিঙ্কুকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স।
হিমাংশু রানা অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের হিমাংশু রানা অবিক্রিত।
হরনূর সিং অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের হরনূর সিং অবিক্রিত থাকেন।
সচিন বাবি অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের সচিন বাবি অবিক্রিত থাকেন।
হিম্মত সিং অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের হিম্মত সিং অবিক্রিত থাকেন।
বিরাট সিং অবিক্রিত
২০ লক্ষ টাকা বেস প্রাইসের বিরাট সিং অবিক্রিত থাকেন।
পীযূষ চাওলা অবিক্রিত
১ কোটি টাকা বেস প্রাইসের পীযূষ চাওলার জন্য দর হাঁকেনি কোনও দল। তিনি অবিক্রিত থাকেন।
ইশ সোধি অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইশ সোধি অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
মহিশ থিকসানাকে দলে নেয় সিএসকে
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের মহিশ থিকসানার জন্য দর হাঁকে সিএসকে ও কেকেআর। শেষমেশ ৭০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংস দলে নেয় শ্রীলঙ্কার থিকসানাকে।
শাহবাজ নদিমকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের শাহবাজ নদিমের জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস। তারা বেস প্রাইসেই দলে নেয় নদিমকে।
কাইস আহমেদ অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের কাইস আহমেদ অবিক্রিত।
তাবরাইজ শামসি অবিক্রিত
১ কোটি টাকা বেস প্রাইসের তাবরাইজ শামসি অবিক্রিত।
মায়াঙ্ক মার্কান্ডেকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের মায়াঙ্ক মার্কান্ডের জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। শেষেমশ ৬৫ লক্ষ টাকায় মার্কান্ডেকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
ন্যাথন কুল্টার-নাইল অবিক্রিত
২ কোটি টাকা বেস প্রাইসের ন্যাথন কুল্টার-নাইল প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন।
জয়দেব উনাদকাটকে দলে নেয় মুম্বই
লক্ষ টাকা বেস প্রাইসের জয়দেব উনাদকাটের জন্য দর হাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। শেষমেশ মুম্বই ইন্ডিয়ান্স ১ কোটি ৩০ লক্ষ টাকায় দলে নেয় উনাদকাটকে।
শেল্ডন কটরেল অবিক্রিত
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের শেল্ডন কটরেল অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
নভদীপ সাইনিকে দলে নেয় রাজস্থান রয়্যালস
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের নভদীপ সাইনির জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। লড়াইয়ে নাম লেখায় রাজস্থান রয়্যালস। শেষমেশ মুম্বইয়ের সঙ্গে লড়া ২ কোটি ৬০ লক্ষ টাকায় নভদীপকে দলে নেয় রাজস্থান রয়্যালস।
সন্দীপ শর্মাকে দলে নেয় পঞ্জাব কিংস
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের সন্দীপ শর্মার জন্য একা দর হাঁকে পঞ্জাব কিংস। বেস প্রাইসেই তাঁকে দলে নেয় পঞ্জাব।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের লুঙ্গি এনগিদির জন্য কেউ দর হাঁকেনি। তিনি প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের দুষ্মন্ত চামিরার জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস ও আরসিবি। শেষ পর্যন্ত ব্যাঙ্গালোরকে টপকে চামিরাকে ২ কোটি টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের খলিল আহমেদের জন্য দর হাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। শেষমেশ ৫ কোটি ২৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস দলে নেয় খলিলকে।
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইশান্ত শর্মা অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে। টিম ইন্ডিয়ার তারকা পেসার এবার আইপিএলে দল নাও পেতে পারেন, এমন আশঙ্কা করা হচ্ছিল। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হতেপারে।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের কৃষ্ণাপ্পা গৌতমের জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স। পরে রিংয়ে টুপি ছুঁড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত ৯০ লক্ষ টাকায় কৃষ্ণাপ্পা গৌতমকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের শিবম দুবের জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ৪ কোটি টাকায় সিএসকে দলে নেয় শিবম দুবেকে।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের মারকো জানসেনের জন্য দর হাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। শেষমেশ ৪ কোটি ২০ লক্ষ টাকায় প্রোটিয়া তারকাকে দলে নেয় হায়দরাবাদ।
১ কোটি টাকা বেস প্রাইসের ওডিন স্মিথের জন্য দর হাঁকে পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস। পরে লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। দীর্ঘ টানাপোড়েন শেষে ওডিন স্মিথকে ৬ কোটি টাকায় দলে নেয় পঞ্জাব কিংস।
২ কোটি টাকা বেস প্রাইসের ক্রিস জর্ডন প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন। ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের জয়ন্ত যাদবের জন্য দর হাঁকে গুজরাট টাইটানস। লড়াইয়ে যোগ দেয় সিএসকে। শেষমেশ ১ কোটি ৪০ লক্ষ টাকায় গুজরাট দলে নেয় বিজয় শঙ্করকে।
১ কোটি টাকা বেস প্রাইসের জয়ন্ত যাদবকে দলে নিতে আগ্রহ দেখায় লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট। শেষমেশ ১ কোটি ৭০ লক্ষ টাকায় গুজরাট টাইটানস দলে নেয় জয়ন্তকে। ১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের জেমস নিশাম প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন।
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের ডমিনিক ড্রেকসের জন্য দর হাঁকে গুজরাট ও আরসিবি। শেষমেশ ১ কোটি ১০ লক্ষ টাকায় ড্রেকসকে দলে নেয় গুজরাট টাইটানস।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের চেতেশ্বর পূজারা অবিক্রিত থাকেন। গতবার চেন্নাই সুপার কিংস দলে নিলেও একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি পূজারার। এবার প্রথম রাউন্ডে তাঁর জন্য দর হাঁকেনি কোনও দল।
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের অ্যারন ফিঞ্চ অবিক্রিত থাকেন। গতবারের আইপিএল নিলামেও অবিক্রিত ছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের সৌরভ তিওয়ারি অবিক্রিত থাকেন। মুম্বই ইন্ডিয়ান্স সৌরভের জন্য দর হাঁকেনি।
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইয়ন মর্গ্যানের জন্য কোনও দল দর হাঁকেনি। প্রাক্তন নাইট অধিনায়ক অবিক্রিত থাকেন। কেকেআর পুরনো নাইটদের দলে ফেরাতে আগ্রহী হলেও দীনেশ কার্তিকের মতো মর্গ্যানের জন্যও তারা দর হাঁকেনি। সুতরাং, গতবারের রানার্স দলের ক্যাপ্টেন এবার অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
১ কোটি টাকা বেস প্রাইসের মার্নাস ল্যাবুশান অবিক্রিত থাকেন। টেস্টের অন্যতম সেরা ব্যাটসম্যান আপাতত আইপিএলে দল পেলেন না।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের মনদীপ সিংয়ের জন্য দর হাঁকে লখনউ ও দিল্লি। শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসকে টেক্কা দিয়ে ১ কোটি ১০ লক্ষ টাকায় মনদীপকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ডেভিড মালান অবিক্রিত থাকেন।
১ কোটি টাকা বেস প্রাইসের অজিঙ্কা রাহানের জন্য দর হাঁকে একমাত্র কেকেআর। কলকাতা বেস প্রাইসেই দলে নেয় রাহানেকে।
এডমিডিস সুস্থ রয়েছেন। তিনি বিশ্রামে থাকায় দ্বিতীয় দিনের নিলাম পরিচালনা করছেন চরু। নিলাম শুরুর আগে এডমিডিস ছোট্ট বার্তায় সকলকে নিজের স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিয়েছেন।
প্রথম দিনের অবিক্রিত ক্রিকেটার:
ঋদ্ধিমান সাহা, সুরেশ রায়না, স্টিভ স্মিথ, অমিত মিশ্র, উমেশ যাদব, অ্যাডাম জাম্পা, আদিল রশিদ, মুজিব উর রহমান, ডেভিড মিলার, ইমরান তাহির, স্যাম বিলিংসরা অবিক্রিত থাকেন প্রথম দিনে।
আজ নিলামে উঠবে যেসব বিদেশী ক্রিকেটার:
এভিন লুইস, জেমস ভিনস, অ্যারন ফিঞ্চ, ইয়ন মর্গ্যান, ডেভিড মালান, অ্যালেক্স হেলস, ক্রিস লিন, মার্নাস ল্যাবুশান, রাসি ভ্যান ডার দাসেন, এডেন মার্করাম, কলিন মুনরো, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ওডিন স্মিথ, ড্যানিয়েল স্যামস, মিচেল স্যান্টনার, ডারিল মিচেল, ডেভিড ওয়াইজ, নারকো জানসেন, আকিল হোসেন, ডেভন কনওয়েদের দেখা যাবে দ্বিতীয় দিনের নিলামে।
আজ নিলামে উঠবে যেসব ভারতীয় ক্রিকেটার: অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, সৌরভ তিওয়ারি, এস শ্রীসন্ত, মনোজ তিওয়ারি, শিবম দুবে, বিজয় শঙ্কর, ঋষি ধাওয়ান, করুণ নায়ার, চেতন সাকারিয়া, হনুমা বিহারী, পারভেজ রসুল, মহিপাল লোমরোর, মুরলি বিজয়দের নিলামে তোলা হবে দ্বিতীয় দিনে।
- হিরো আলমের ‘জানাজা’ আগামীকাল ৫ টায়
- হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- বাংলাদেশকে নতুন নিষেধাজ্ঞা দিলো ভারত
- মালয়েশিয়ার ৮ হাজার প্রবাসীর জন্য সুখবর,থাকছে নতুন সুযোগ ও সুবিধা
- ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ লাইভ স্কোর এবং ম্যাচ পর্যালোচনা
- হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ
- ২৫ লক্ষ টাকার বাটন ফোন: প্রযুক্তি নয়, আভিজাত্যই যার মূল আকর্ষণ
- ২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়
- স্বর্ণের দাম কমলো প্রতি ভরিতে ১,৫৭৪ টাকা, জেনেনিন আজকের স্বর্ণ-রুপার দাম
- ৩৪ বছর পর এমন রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
- আইপিএল ২০২৬ : যে দলের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ
- বারবার বমি হচ্ছে, হতে পারে এটি ‘সাইক্লিক ভমিটিং সিনড্রোম’ রোগের লক্ষণ
- অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন