| ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

আইপিএল নিলাম : অবশেষে বিক্রি হলো করুণারত্নে,পেলো একেবারে কম দাম

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ১৩ ১৮:৩৯:৩৪
আইপিএল নিলাম : অবশেষে বিক্রি হলো করুণারত্নে,পেলো একেবারে কম দাম

গতকাল নিলামে তারকা ক্রিকেটাররা বিক্রি হলেও অবিক্রিত থেকেছেন সাকিব আল হাসান, আদিল রশীদ, ইমরান তাহির,মুজিব উর রহমান, উমেশ যাদব, মোহাম্মদ নবির মত বিশ্বসেরা ক্রিকেটাররা।

যদিও নিলামে দল পেয়েছে ভারতের অনুর্ধ ১৯ দলের বেশ কিছু ক্রিকেটার। এবারের নিলামের সর্বশেষ তথ্য অনুযায়ী তারকা ক্রিকেটাররা না পারলেও চমক দেখাতে পেরেছে কিছু অজানা ক্রিকেটার। এদিকে আজ রবিবার দুপুর ১২টায় শুরু হয়েছে আইপিএল মেগা নিলামের ২য় দিনের নিলামের কার্যক্রম।

প্রতিবছরই আইপিএল নিলাম কোনো-না-কোনোভাবে সারা বিশ্ব ক্রিকেটকে নতুনভাবে চমকে দেয়। হোক সেটা কোন তরুণকে অতিরিক্ত দাম দিয়ে কেনা কিংবা প্রতিষ্ঠিত কোন তারকাকে কিনতে কোন ফ্র্যাঞ্চাইজির আগ্রহ প্রকাশ না করা। এবারও এ প্রথার ব্যাতিক্রম হয়নি। ভারতের অনেক তরুণ ক্রিকেটার চড়া মূল্যে এবারের আইপিএলে দল পেয়েছেন আবার অপরদিকে বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত কিছু ক্রিকেটার দলই পাননাই। আইপিএলের আবেশ খান কিংবা প্রসিদ্ধ কৃষ্ণার ১০ কোটি রুপিতে বিক্রি হওয়া। পাশাপাশি দেবদূত পার্টিক্যাল,নিতিশ রানা সবারই দাম উঠেছে সাত কোটি রুপির উপরে। কিন্তু বিগত আইপিএল সহ বিশ্ব ক্রিকেটের অনেক আসর মাতানো ক্রিকেটারদেরই এবারের আসরে অসহায় দেখা গিয়েছে।

ডেভিড মালান অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ডেভিড মালান অবিক্রিত থাকেন। বিশ্বের অন্যতম সেরা টি-২০ ব্যাটসম্যানকে প্রথম রাউন্ডে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি।

চেতেশ্বর পূজারা অবিক্রিত৫০ লক্ষ টাকা বেস প্রাইসের চেতেশ্বর পূজারা অবিক্রিত থাকেন। গতবার চেন্নাই সুপার কিংস দলে নিলেও একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি পূজারার। এবার প্রথম রাউন্ডে তাঁর জন্য দর হাঁকেনি কোনও দল।

অ্যারন ফিঞ্চ অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের অ্যারন ফিঞ্চ অবিক্রিত থাকেন। গতবারের আইপিএল নিলামেও অবিক্রিত ছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন।

সৌরভ তিওয়ারি অবিক্রিত৫০ লক্ষ টাকা বেস প্রাইসের সৌরভ তিওয়ারি অবিক্রিত থাকেন। মুম্বই ইন্ডিয়ান্স সৌরভের জন্য দর হাঁকেনি।

ইয়ন মর্গ্যান অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইয়ন মর্গ্যানের জন্য কোনও দল দর হাঁকেনি। প্রাক্তন নাইট অধিনায়ক অবিক্রিত থাকেন। কেকেআর পুরনো নাইটদের দলে ফেরাতে আগ্রহী হলেও দীনেশ কার্তিকের মতো মর্গ্যানের জন্যও তারা দর হাঁকেনি। সুতরাং, গতবারের রানার্স দলের ক্যাপ্টেন এবার অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।

মার্নাস ল্যাবুশান অবিক্রিত১ কোটি টাকা বেস প্রাইসের মার্নাস ল্যাবুশান অবিক্রিত থাকেন। টেস্টের অন্যতম সেরা ব্যাটসম্যান আপাতত আইপিএলে দল পেলেন না।

জেমস নিশাম অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের জেমস নিশাম প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন। কিউয়ি তারকাকে পরের দিকে কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ক্রিস জর্ডন অবিক্রিত২ কোটি টাকা বেস প্রাইসের ক্রিস জর্ডন প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলে বেড়ানো অভিজ্ঞ ব্রিটিশ তারকাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি।

ইশান্ত শর্মা অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইশান্ত শর্মা অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে। টিম ইন্ডিয়ার তারকা পেসার এবার আইপিএলে দল নাও পেতে পারেন, এমন আশঙ্কা করা হচ্ছিল। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হতেপারে।

লুঙ্গি এলগিদি অবিক্রিত:

৫০ লক্ষ টাকা বেস প্রাইসের লুঙ্গি এনগিদির জন্য কেউ দর হাঁকেনি। তিনি প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন।

ডেভিড মিলার অবিক্রিত:

১ কোটি টাকার বেস প্রাইসের ডেভিড মিলারের জন্য কোনও দল দর হাঁকেনি। প্রথম দিনে প্রথম ক্রিকেটার হিসেবে অবিক্রিত থাকেন প্রোটিয়া তারকা।

স্টিভ স্মিথ অবিক্রিত:

২ কোটি টাকার বেস প্রাইসের স্টিভ স্মিথ অবিক্রিত থাকেন প্রথম দিনে। অজি তারকা অপ্রত্যাশিতভাবেই উপেক্ষিত থাকেন প্রথম দিনের নিলামে। যদিও পরে তিনি পুনরায় ফিরতে পারেন নিলামে।

সাকিব আল হাসান অবিক্রিত:

২ কোটি টাকা বেস প্রাইসের শাকিব আল হাসান অবিক্রিত থাকেন প্রথম দিনে। বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডারকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি কোনও দল।

আদিল রশিদ অবিক্রিত:

২ কোটি টাকা বেস প্রাইসের আদিল রশিদ অবিক্রিত। ব্রিটিশ স্পিনারের জন্য আগ্রহ দেখায়নি কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি।

মহম্মদ নবি অবিক্রিত:

কোটি টাকার বেস প্রাইসের মহম্মদ নবির জন্য দর হাঁকেনি কোনও দল। তিনি প্রথম দিনে অবিক্রিত থাকেন। উল্লেখ্য, নবি এই মুহূর্তে আইসিসি এক নম্বর টি-২০ অল-রাউন্ডার।

সন্দীপ লামিছানে অবিক্রিত:

৪০ লক্ষ টাকা বেস প্রাইসের সন্দীপ লামিছানের জন্য প্রথম দিনে কেউ দর হাঁকেনি। নেপালের স্পিনার অবিক্রিত থাকেন।

ইমরান তাহির অবিক্রিত:

২ কোটি টাকে বেস প্রাইসের ইমরান তাহির অবিক্রিত। নিলামের সব থেকে বয়স্ক ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাই।

মুজিব উর রহমান অবিক্রিত:

২ কোটি টাকা বেস প্রাইসের মুজিব উর রহমান অবিক্রিত। আফগানিস্তানের তারকা স্পিনারকে প্রথম দিনে দলে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।

বিরাট সিং অবিক্রিত :২০ লক্ষ টাকা বেস প্রাইসের বিরাট সিং অবিক্রিত থাকেন।

দ্রুত নিলামে উঠবে ১০৬ জনের নাম :১০৬ জন ক্রিকেটারের নাম উঠবে এক্সেলেরেটেড অকশনে। ১০টি ফ্র্যাঞ্চাইজি যাঁদের দলে নিতে আগ্রহ দেখায়, তাঁদের জমা দেওয়া তালিকা অনুযায়ী পরের রাউন্ডের ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে।

ডেভন কনওয়ে চেন্নাইয়ে:১ কোটি টাকা বেস প্রাইসের ডেভন কনওয়ের জন্য দর হাঁকে সিএসকে। তারা বেস প্রাইসেই দলে নেয় কিউয়ি তারকাকে।

ফিন অ্যালেন আরসিবিত :৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ফিন অ্যালেনের জন্য দর হাঁকে আরসিবি ও রাজস্থান। শেষমেশ ৮০ লক্ষ টাকায় আরসিবি দলে নেয় ফিন অ্যালেনকে।

রোভম্যান পাওয়েল দিল্লিতে:৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের রোভম্যান পাওয়েলের জন্য দর হাঁকে লখনউ, দিল্লি ও চেন্নাই। শেষমেশ পাওয়েলকে ২ কোটি ৮০ লক্ষ টাকায় পাওয়েলকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

জোফ্রা আর্চার মুম্বইয়ে :২ কোটি টাকা বেস প্রাইসের জোফ্রা আর্চারের জন্য দর হাঁকে রাজস্থান, মুম্বই ও হায়দরাবাদ। শেষমেশ ৮ কেটি টাকায় আর্চারকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

মিচেল স্যান্টনার চেন্নাইয়ে১ কোটি টাকা বেস প্রাইসের মিচেল স্যান্টনারের জন্য দর হাঁকে হায়দরাবাদ ও চেন্নাই। শেষমেশ ১ কোটি ৯০ লক্ষ টাকায় স্যান্টনারকে দলে নেয় সিএসকে।

ড্যানিয়েল স্যামস মুম্বইয়ে:১ কোটি টাকা বেস প্রাইসের ড্যানিয়েল স্যামসের জন্য দর হাঁকে লখনউ ও মুম্বই। শেষ পর্যন্ত ২ কোটি ৬০ লক্ষ টাকায় স্যামসকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

শেরফান রাদারফোর্ড আরসিবিতে১ কোটি টাকা বেস প্রাইসের শেরফান রাদারফোর্ডকে বেস প্রাইসেই দলে নেয় আরসিবি।

ডোয়েন প্রিটোরিয়াস চেন্নাইয়ে;৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ডোয়েন প্রিটোরিয়াসের জন্য দর হাঁকে সিএসকে। বেস প্রাইসেই প্রিটোরিয়াস যোগ দেন চেন্নাইয়ে।

জর্জ গার্টন অবিক্রিত:৫০ লক্ষ টাকা বেস প্রাইসের জর্জ গার্টন অবিক্রিত।

ঋষি ধাওয়ান পঞ্জাবে : ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ঋষি ধাওয়ানের জন্য দর হাঁকে হায়দরাবাদ ও পঞ্জাব। শেষমেশ ৫৫ লক্ষ টাকায় ঋষি ধাওয়ানকে দলে নেয় পঞ্জাব কিংস।

চরিথ আসালঙ্কা অবিক্রিত :৫০ লক্ষ টাকা বেস প্রাইসের চরিথ আসালঙ্কা অবিক্রিত।

জেসন বেহরেনডর্ফ আরসিবিতে:৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের জেসন বেহরেনডর্ফকে বেস প্রাইসে দলে নেয় আরসিবি।

টিম ডেভিড মুম্বইয়ে:৪০ লক্ষ টাকা বেস প্রাইসের টিম ডেভিডের জন্য লড়াই চালায় দিল্লি, কলকাতা, পঞ্জাব, রাজস্থান, লখনউ ও মুম্বই। শেষমেশ মুম্বই ইন্ডিয়ান্স ৮ কোটি ২৫ লক্ষ টাকায় টিম ডেভিডকে দলে নেয়।

যুবরাজ চূড়াসামা অবিক্রিত:২০ লক্ষ টাকা বেস প্রাইসের যুবরাজ চূড়াসামা অবিক্রিত।

রোমারিও শেফার্ড হায়দরাবাদে:৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের রোমারিও শেফার্ডের জন্য দর হাঁকে লখনউ, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ ও রাজস্থান। শেষে ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় শেফার্ডকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

ভানুকা রাজাপক্ষে অবিক্রিত:৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ভানুকা রাজাপক্ষে অবিক্রিত।

মার্টিন গাপ্তিল অবিক্রিত:৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের মার্টিন গাপ্তিল অবিক্রিত।

বেনি হাওয়েল অবিক্রিত:৪০ লক্ষ টাকা বেস প্রাইসের বেনি হাওয়েল অবিক্রিত।

করুণারত্নে কলকাতায়:৫০ লক্ষে শ্রীলঙ্কার চামিকা করুণারত্নেকে কিনল কলকাতা।

সৌরভ দুবে হায়দরাবাদে:২০ লক্ষ টাকার বেস প্রাইসে সৌরভ দুবেকে দলে নেয় হায়দরাবাদ।বিশ্ব ক্রিকেট মাতানো এসব তারকা ক্রিকেটাররা প্রথম দিন শেষে অবিক্রিতই থেকে যান। আজকের দিনে কি তাদের ভাগ্য পরিবর্তন হবে নাকি এসব তারকা ছাড়াই অনুষ্ঠিত হবে এবারের আইপিএল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক ; আজ সোমবার খেলাধুলার ভক্তরা একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন। ভোর থেকে ...

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের সর্বশেষ আসরে শুধু খেলা নয়, ছিল ফিক্সিংয়ের ছায়া—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ...

ফুটবল

ওকাম্পোসের জোড়া গোলে জয় পেল মোন্তেরেই

ওকাম্পোসের জোড়া গোলে জয় পেল মোন্তেরেই

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর লিগা এমএক্স অ্যাপারচুরা ২০২৫–এর পঞ্চম রাউন্ডে দারুণ জয় পেয়েছে মোন্তেরেই রেয়াদোস। ঘরের ...

নেইমারকে সান্ত্বনা দিলেন দিনিজ, চোখ ভিজলো ফুটবল বিশ্বের

নেইমারকে সান্ত্বনা দিলেন দিনিজ, চোখ ভিজলো ফুটবল বিশ্বের

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের সবচেয়ে বড় হার মেনে নিতে পারলেন না নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারকে ৬-০ গোলে ...

Scroll to top

রে
Close button