| ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

আইপিএল নিলাম : অবিশ্বাস্য মূল্যে দল পেলো ভুবনেশ্বর কুমার, সবাইকে চমকে বিশাল মূল্য পেলো শার্দুল ঠাকুর

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ১২ ১৯:০৫:০১
আইপিএল নিলাম : অবিশ্বাস্য মূল্যে দল পেলো ভুবনেশ্বর কুমার, সবাইকে চমকে বিশাল মূল্য পেলো শার্দুল ঠাকুর

শিমরন হেটমায়ের : ১ কোটি ৫০ লক্ষ টাকার বেস প্রাইসের শিমরন হেতমায়েরের জন্য শুরুতে দল হাঁকে রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালস লড়াইয়ে যোগ দেয়। শেষ পর্যন্ত ৮ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে ক্যারিবিয়ান তারকাকে দলে নেয় রাজস্থান রয়্যালস।

রবীন উথাপ্পা : ২ কোটি টাকার বেস প্রাইসে রবীন উথাপ্পার জন্য দর হাঁকে চেন্নাই সুপার কিংস। সিএসকে বেস প্রাইসেই দলে ফেরায় উথাপ্পাকে।

জেসন রয়২ কোটি টাকার বেস প্রাইসে জেসন রয়ের জন্য গুজরাট টাইটানস একা দর হাঁকে। তারা বেস প্রাইসেই ব্রিটিশ তারককে দলে নেয়।

দেবদূত পাডিক্কাল : ২ কোটি টাকার বেস প্রাইসের দেবদূত পাডিক্কালের জন্য লড়াই চালায় আরসিবিস। রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্সও লড়াইয়ে যোগ দেয়। শেষ ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় পাডিক্কালকে দলে নেয় রাজস্থান রয়্যালস।

সাকিব আল হাসান : ২ কোটি টাকার বেস প্রাইসের সাকিব আল হাসান বিক্রি হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম আসরে।

নীতিশ রানাকে দলে ফেরায় কেকেআর : ১ কোটি টাকার বেস প্রাইসের নীতিশ রানার জন্য লড়াই শুরু করে কেকেআর। লড়াইয়ে যোগ দেয় মুম্বই ইন্ডিয়ান্স। পরে লখনউ সুপার জায়ান্টস যোগ দেয় লড়াইয়ে। ৮ কোটি টাকায় নীতিশ রানাকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স।

ডোয়েন ব্র্যাভোকে দলে ফেরায় সিএসকে :২ কোটি টাকার বেস প্রাইসে ডোয়েন ব্র্যাভোর জন্য লড়াই শুরু করে সিএসকে। লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। ৪ কোটি ৪০ লক্ষ টাকায় সিএসকে ফেরায় ব্র্যাভোকে।

জেসন হোল্ডারকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস : ১ কোটি ৫০ লক্ষ টাকার বেস প্রাইসের জেসন হোল্ডারের জন্য লড়াই শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স। লড়াই চালায় চেন্নাই সুপার কিংস। পরে রাজস্থান রয়্যালস যোগ দেয় লড়াইয়ে। মাথা গলিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টসও। শেষ পর্যন্ত ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় লখনউ দলে নেয় হোল্ডারকে।

হার্ষাল প্যাটেল : ২ কোটি টাকা বেস প্রাইসের হার্ষাল প্যাটেলের জন্য লড়াই চালায় আরসিবি ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পযর্ন্ত ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় হার্ষালকে দলে ফেরায় আরসিবি।

ওয়াশিংটন সুন্দরকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ওয়াশিংটন সুন্দরের জন্য শুরুতে দর হাঁকে গুজরাত টাইটানস। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। একেবারে শেষ মুহূর্তে সানরাইজার্স লড়াইয়ে নামে। রিংয়ে টুপি ছুঁড়ে দেয় লখনউ সুপার জায়ান্টস। শেষমেশ ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় হাদরাবাদ দলে নেয় ওয়াশিংটনকে।

ক্রুণাল পান্ডিয়া২ কোটি টাকার বেস প্রাইসের ক্রুণাল পান্ডিয়াকে দলে নিতে দর হাঁকে পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস লড়াইয়ে নামে পরে। প্রত্যাশা মতোই লড়াইয়ে যোগ দেয় হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটানস। শেষ পর্যন্ত ৮ কোটি ২৫ লক্ষ টাকায় লখনউ দলে নেয় ক্রুণাল পান্ডিয়াকে।

আম্বাতি রায়াড়ু : ২ কোটি টাকা বেস প্রাইসের রায়াড়ুকে দলে ফেরাতে দর হাঁকে চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালস চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। সানরাইজার্স হায়দরাবাদ দর হাঁকে পরে। চেন্নাই শেষমেশ ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে ফেরায় আম্বাতিকে।

ইশান কিষাণ : ২ কোটি টাকার বেস প্রাইসের ইশান কিষানের জন্য দর হাঁকে মুম্বই। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস। গুজরাত টুপি ছুঁড়ে দেয় গুজরাট টাইটানস। এই প্রথম কোনও ক্রিকেটারের জন্য নিলামে ১০ কোটি টাকার বেশি দর হাঁকে মুম্বই। সানরাইজার্স হায়দরাবাদ শেষ মুহূর্তে দর হাঁকে। শেষ পর্যন্ত ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় মুম্বই দলে নেয় ইশানকে। আইপিএল নিলামের ইতিহাসে ভারতের সব থেকে দামি উইকেটকিপারের পরিণত হন ইশান

জনি বেয়ারস্টোকে দলে নেয় পঞ্জাব কিংস :১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের জনি বেয়ারস্টোর জন্য দর হাঁকে দিল্লি ও পঞ্জাব। লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। বেয়ারস্টোকে শেষমেশ ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নেয় পঞ্জাব কিংস।

দীনেশ কার্তিককে দলে নিল আরসিবি : ২ কোটি টাকার বেস প্রাইসের দীনেশ কার্তিকের জন্য প্রথমে দর হাঁকে আরসিবি। সিএসকে আগ্রহ দেখায় কার্তিকের জন্য। কার্তিককে শেষমেশ ৫ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেয় ব্যাঙ্গালোর।

নিকোলাস পুরান : ১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের পুরানের জন্য দর হাঁকে হায়দরাবাদ ও চেন্নাই। পরে লড়াইয়ে যোগ দেয় কেকেআর। শেষমেশ পুরানকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নেয় হায়দরাবাদ।

টি নটরাজনকে দলে ফেরায় সানরাইজার্স হায়দ : ১ কোটি টাকা বেস প্রাইসের নটরাজনের জন্য দর হাঁকে সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাট লড়াইয়ে নামে পরে। তবে ৪ কোটি টাকায় হায়দরাবাদ দলে ফেরায় নটরাজনকে।

শার্দুল ঠাকুর :২ কোটি টাকা বেস প্রাইসের শার্দুলের জন্য দর হাঁকে পঞ্জাব ও গুজরাট। লড়াইয়ে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় শার্দুল ঠাকুরকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

ভুবনেশ্বর কুমারকে দলে ফেরায় হায়দরাবাদ:২ কোটি টাকা বেস প্রাইসের ভুবনেশ্বর কুমারকে দলে নিতে দর হাঁকে রাজস্থান রয়্যালস। মুম্বই ও লখনউ লড়াইয়ে যোগ যোগ দেয়। ভুবিকে শেষ পর্যন্ত ৪ কোটি ২০ লক্ষ টাকায় দলে ফেরায় সানরাইজার্স হায়দরাবাদ।

মুস্তাফিজুর রহমান২ কোটি টাকা বেস প্রাইসের মুস্তাফিজুর রহমানকে দলে নিতে দলে নিতে আগ্রহ দেখায় একমাত্র দিল্লি ক্যাপিটালস। তারা বেস প্রাইসেই দলে নেয় বাংলাদেশের তারকা পেসারকে।

ক্রিকেট

নেদারল্যান্ডের বিপক্ষে টি–20 সিরিজে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

নেদারল্যান্ডের বিপক্ষে টি–20 সিরিজে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে ...

বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের তালিকা প্রকাশ: বিপিএল কত নম্বরে

বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের তালিকা প্রকাশ: বিপিএল কত নম্বরে

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ক্রিকেটের জনপ্রিয়তা ও বিনিয়োগের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের গুরুত্ব দিন দিন ...

ফুটবল

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সফার মার্কেটে জমজমাট লড়াই শুরু হয়ে গেছে ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে। এবার ...

মূল পর্বে যেতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

মূল পর্বে যেতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ...

Scroll to top

রে
Close button