| ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

বিপিএলের কঠিন সমীকরনের শেষ দিন আজ,প্লে অফের দৌড়ে এগিয়ে

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ১২ ১০:২২:০৩
বিপিএলের কঠিন সমীকরনের শেষ দিন আজ,প্লে অফের দৌড়ে এগিয়ে

সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল গ্রুপ পর্বে তার দশটি ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বরিশাল। সাকিবরা, ২ ম্যাচ হাতে রেখেই প্লে অফ নিশ্চিত করেছিলেন, প্লে অফে একটি কোয়ালিফায়ার খেলবেন।

অন্যদিকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের প্লে অফ নিশ্চিত করেছে বেশ আগেই। দেশি-বিদেশি তারকাদের নিয়ে গঠন করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স রয়েছে দুর্দান্ত ছন্দে। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেললেও ১৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুই নম্বরে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা মাঠে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে। এই ম্যাচে হারলেও তারা থাকবে পয়েন্ট টেবিলের দুই নম্বরেই। ফলে তারা কোয়ালিফায়ার পর্বে মুখোমুখি হবে ফরচুন বরিশালের বিপক্ষে।

প্লে অফের দুই দল আগেই নিশ্চিত হয়ে গেলেও এখনও বাকি দুই দল। তবে এই দুই দল আসলে কারা হচ্ছে? গ্রুপ পর্বে ৯ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পাওয়া সিলেট ছিটকে গেছে বেশ আগেই। ফলে তারা থাকছে হিসেবের বাইরেই।

তবে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা মিনিস্টার ঢাকা গ্রুপ পর্বে নিজেদের দশ ম্যাচে অর্জন করেছে মাত্র ৮ পয়েন্ট। তাদের হাতে আর কোনো ম্যাচ নেই। ঢাকা ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকলেও খুলনা টাইগার্সের রয়েছে সমান ৮ পয়েন্ট। যদি নিজেদের শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে জয় পায় খুলনা তাহলে ঢাকাকে পেছনে ফেলে তারা টিকিট কাটবে প্লে অফের।

অন্যদিকে আরেক দল চট্টগ্রাম চেলেঞ্জার্স নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে সিলেট সানরাইজার্সের। যদি সিলেটের বিপক্ষে তারা জয় পায় তাহলে তারাও চলে যাবে প্লে অফে।

রয়েছে বিকল্প হিসেবও। যদি খুলনা এবং চট্টগ্রাম দুই দলই হারে তাহলে মিনিস্টার ঢাকার প্লে অফ নিশ্চিত হবে। সেই সাথে চট্টগ্রাম ও খুলনার মধ্য থেকে যে দল রানরেটে এগিয়ে থাকবে তারাই চলে যাবে প্লে অফে। অথবা খুলনা ও চট্টগ্রামের মধ্যে যেকোনো একদল যদি জয় পায় থলে ওই জয়ী দলের সাথে প্লে অফ নিশ্চিত হবে মিনিস্টার ঢাকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, জাতীয় দলের ...

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

মিয়ানমারে গত মাসেই নারী ফুটবলে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ—প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা ...

Scroll to top

রে
Close button