| ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

এবারের বিপিএল থেকে এই ক্রিকেটারকে আবিস্কার করতে পেরেছে বিসিবি

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ১২ ০৯:১৬:৫২
এবারের বিপিএল থেকে এই ক্রিকেটারকে আবিস্কার করতে পেরেছে বিসিবি

প্রথম পাঁচ ম্যাচে সুযোগ পাননি ময়মনসিংহের এ ২৩ বছর বয়সী তরুণ। পঞ্চম ম্যাচে নিজের অভিষেকে করেন মাত্র ১ রান। পরের ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। পরে দলের সপ্তম ও নিজের দ্বিতীয় ম্যাচ থেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন মুনিম। যা দেখে তাকে বিপিএলের বড় আবিষ্কার হিসেবে আখ্যা দিয়েছেন সাকিব আল হাসান।

শুক্রবার মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচে বরিশালের সামনে লক্ষ্য ছিল মাত্র ১২৯ রান। কিন্তু ক্রিস গেইল পারছিলেন না মেরে খেলতে। তার ধীর ব্যাটিংয়ের কারণে দলকে চাপে পড়তে দেননি মুনিম। গেইল যেখানে ১১ বলে করেছেন ৭ রান, সেখানে মুনিমের ব্যাট থেকে এলো ২৫ বলে ৩৭ রান।

আজকের ইনিংসে ৩টি করে চার ও ছয় মেরেছেন এ ডানহাতি ওপেনার। আগের দুই ম্যাচেও পাওয়ার প্লে কাজে লাগিয়ে চার-ছয়ের বৃষ্টি বইয়েছিলেন মুনিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ২৫ বলে ৪৫ করার দিন হাঁকান ৪টি চার ও ৩টি ছক্কা।

এরপর বিপিএল ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটির দিন সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৬ চার ও ৩ ছয়ের মারে করেন ২৮ বলে ৫১ রান। সবমিলিয়ে এখন পর্যন্ত চলতি আসরে ৪ ম্যাচে ১৩৪ রান করেছেন মুনিম, মাত্র ৮০ বল খেলে। তার স্ট্রাইকরেট ১৬৭.৫০!

তাই তো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও মনে করছেন, ভালো ভবিষ্যত রয়েছে মুনিমের। বাংলাদেশ ক্রিকেটে যেমন প্রতিভা প্রয়োজন ছিল, মুনিম তেমনই একজন বলে আখ্যা দিয়েছেন সাকিব। মুনিমকে বিপিএলের বড় পাওয়া হিসেবেও বলেছেন বরিশাল অধিনায়ক।

ঢাকার বিপক্ষে জয়ের পর সাকিব বলেন, ‘বাংলাদেশের যেমন প্রতিভা প্রয়োজন ছিল, সে (মুনিম) তেমনই একজন। বলের ক্লিন স্ট্রাইকার, দারুণ টাইমিং করে, সাহসী ক্রিকেটার। এখন নিশ্চিত করতে হবে তার যেনো ঠিকঠাক যত্ন নেওয়া হয়। নিশ্চিতভাবেই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।’

অবশ্য এবারের বিপিএলের আগে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন মুনিম। সেবার আবাহনীর হয়ে ১৩ ম্যাচ খেলে দুই ফিফটির সাহায্যে করেছিলেন ৩৫৫ রান, স্ট্রাইকরেট ছিল ১৪৩.১৪!

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, জাতীয় দলের ...

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

মিয়ানমারে গত মাসেই নারী ফুটবলে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ—প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা ...

ফুটবল

ব্যালন ডি’অরের সেরা ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ

ব্যালন ডি’অরের সেরা ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অরের সেরা ৩০ খেলোয়াড়ের তালিকায় টানা তৃতীয়বারের মতো জায়গা হয়নি ফুটবলের মহাতারকা ...

আর্জেন্টাইন ফুটবলে উজ্জ্বল সময়

আর্জেন্টাইন ফুটবলে উজ্জ্বল সময়

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকা থেকে প্রথম দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট কাটায় বিশ্ব চ্যাম্পিয়ন ...

Scroll to top

রে
Close button