| ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

বিপিএলে নতুন ক্রিকেটারের আগমন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ১০ ১৮:১৭:৩০
বিপিএলে নতুন ক্রিকেটারের আগমন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর ব্যাপারটি যেন নির্বাচকদের কপালে চিন্তার ভাজ ফেলে দিয়েছে। প্রতিষ্ঠিত দের মধ্যে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান অবিশ্বাস্য ফর্মে থাকলেও এছাড়া তেমন কেউ নিজেকে মেলে ধরতে পারেনি। তবে একটি মজার ব্যাপার হলো প্রতিষ্ঠিত ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে না পারলেও, কিছু তরুণ ক্রিকেটাররা নিজেদের পারফর্মেন্স এর মাধ্যমে নির্বাচকদের নজর ঠিকই কেড়ে নিতে পেরেছেন।

তাদের মধ্যে অন্যতম হলো মৃত্যুঞ্জয় চৌধুরী। এবারের বিপিএলের আগে দৃশ্যপটের বাইরে ছিলেন এ তরুণ। কিন্তু এবারের বিপিএলের পারফরমেন্সের পর এখন তাকে জাতীয় দলের জন্য ও বিবেচনা করা হচ্ছে। বিপিএলে প্রথম তিনটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি মৃত্যুঞ্জয়। তবে অভিষেকেই বাজিমাত করেন এই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী পেস বোলার। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে নতুন রেকর্ড গড়েন এই পেসার। এছাড়াও বরিশালের বিপক্ষে মাত্র ২ ওভার বল করে চারটি উইকেট শিকার করেন মৃত্যুঞ্জয়। ঢাকার বিপক্ষে চট্টগ্রামের মাস্ট উইন ম্যাচেও শেষ ওভারে 9 রান ডিফেন্ড করে দলকে জেতান মৃত্যুঞ্জয়।

এছাড়া আরেক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও রানের মধ্যে রয়েছেন। সিলেটের বিপক্ষে গতকালের ম্যাচে ৫০ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন এই ব্যাটসম্যান। এই হাফ সেঞ্চুরি ছাড়াও এবারের বিপিএলে আরো দুটি চল্লিশোর্ধ ইনিংস রয়েছে জয়ের।নাহিদুল ইসলাম,ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ এ স্পিন বোলিং অলরাউন্ডার। বয়সটাও ৩০ এর ঘরে। জাতীয় দল থেকে শুরু করে মিডিয়া সবার কাছে পরিচিত নাম হলেও কখনো জাতীয় দলের বিবেচনায় থাকেন না। তবে এবার যেন নিজেকে নতুন করে চেনাচ্ছেন এ স্পিন বোলিং অলরাউন্ডার।

বিপিএলের ফরচুন বরিশালের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন নাহিদুল। এছাড়া প্রায় প্রতি ম্যাচেই দলের হয়ে বোলিং ওপেন করছেন নাহিদুল এবং বেশ কয়েকবারই বিপক্ষ ব্যাটসম্যানদের বিপদে ফেলছেন এ স্পিনার। বয়স কোনো বাধা নয় এ বিশ্বাস নিশ্চয়ই করেন নাহিদুল। তাইতো এবারের বিপিএলে নিজেকে নতুন করে চেনাচ্ছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। এছাড়াও শফিকুর ইসলাম তানভির ইসলাম সহ আরো কিছু প্রতিভাবান ক্রিকেটারের খোঁজ এবারের বিপিএলে পাওয়া গিয়েছে। যারা ভবিষ্যতে বাংলাদেশ দলের হয় অবদান রাখতে পারবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, জাতীয় দলের ...

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

মিয়ানমারে গত মাসেই নারী ফুটবলে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ—প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা ...

ফুটবল

ব্যালন ডি’অরের সেরা ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ

ব্যালন ডি’অরের সেরা ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অরের সেরা ৩০ খেলোয়াড়ের তালিকায় টানা তৃতীয়বারের মতো জায়গা হয়নি ফুটবলের মহাতারকা ...

আর্জেন্টাইন ফুটবলে উজ্জ্বল সময়

আর্জেন্টাইন ফুটবলে উজ্জ্বল সময়

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকা থেকে প্রথম দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট কাটায় বিশ্ব চ্যাম্পিয়ন ...

Scroll to top

রে
Close button