| ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

জেসন রয়ের সেঞ্চুরির সামনে ম্লান ফাখর জামানের ঝড়

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ০৯ ০০:০০:১৮
জেসন রয়ের সেঞ্চুরির সামনে ম্লান ফাখর জামানের ঝড়

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ইংল্যান্ডের মারকুটে ব্যাটার জেসন রয় খেলেন অনবদ্য শতরানের ইনিংস। স্টেডিয়াম জুড়ে যেন চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছিলেন দুই দলের ব্যাটাররা। এক হাই স্কোরিং থ্রিলারের সাক্ষী থাকল পাকিস্তান সুপার লিগের সোমবার রাতের ম্যাচ।

প্রথমে ব্যাট করতে নামে লাহোর। ওপেনার ফাখর জামান দলের হয়ে দুর্দান্ত সূচনা করেন। ৪৫ বলে ৭০ রানের একটি মারকুটে ইনিংস উপহার দেন তিনি। ইনিংসটি সাজানো ছিল ৩টি চার এবং ৩টি ছক্কায়। আবদুল্লা শফিক করেন ২৭ বলে ৩২ রান। লোয়ার অর্ডারে হ্যারি ব্রুকের ব্যাট হাতে ঝড় পুরো ম্যাচের রঙ বদলে দিয়েছিল। ১৭ বলে ৪১ রানের একটি অপরাজিত ইনিংস খেলে তিনি ২০ ওভারে দলের রান পৌঁছে দেন ৫ উইকেটের বিনিময়ে ২০৪-এ।

ডেভিড ওয়াইজ মাত্র ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। ১৩টি ছক্কার মার মারেন লাহোরের ব্যাটারেরা। কোয়েটার হয়ে গুলাম মুদাস্সার দুটি উইকেট নেন। জয়ের জন্য ২০৫ রান তাড়া করতে নেমে খুনে মেজাজে ব্যাটিং শুরু করেন ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়। চোখের পলক ফেলতে না ফেলতেই সেঞ্চুরি পূরণ করে ফেলেন এই তারকা।

মাত্র ৫৭ বলে ১১৬ রান করেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ৮টি ছক্কায়। ডেভিড ওয়াইজের বলে যখন হ্যারিস রউফকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন ততক্ষণে দলের জয় কার্যত সুনিশ্চিত করে ফেলেছেন। তাকে ব্যাট হাতে যোগ্য সঙ্গত দেন জেমস ভিন্স।

তিনি ৩৮ বলে ৪৯ রানের একটি অপরাজিত ইনিংস উপহার দেন। ফলে ৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় গ্ল্যাডিয়েটর্সের। উল্লেখ্য, গত রোববার কোয়েটা দলে যোগ দিয়েছেন জেসন রয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলার পরেই পিএসএলে যোগ দেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, জাতীয় দলের ...

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

মিয়ানমারে গত মাসেই নারী ফুটবলে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ—প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা ...

Scroll to top

রে
Close button