চট্টগ্রামের মালিকপক্ষ ও মিরাজকে নিয়ে যা বলছে : বিসিবি

চট্টগ্রাম ম্যানেজমেন্ট বিনা নোটিশে ৩ ঘণ্টা আগে মিরাজকে সরিয়ে নাইম ইসলামকে অধিনায়ক করেছে। হতাশ ও ক্ষুব্ধ মিরাজের অভিযোগের তীর চট্টগ্রাম সিইও ইয়াসির আলমের ওপর।
বিষয়টা কি বিসিবির দূর্নীতি দমন সংস্থার নজরে আছে? এমন প্রশ্নের জবাবে ইসমাইল হায়দার মল্লিক জানালেন, শুধু বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটই না, বিষয়টা আইসিসির নজরদারিতেও আছে।
মল্লিকের কথা, শুধু বিসিবি অ্যান্টি করাপশন না, আইসিসিও করছে। প্রতি ম্যাচ তারা (আইসিসি দুর্নীতি দমন ইউনিট) ফলো করছে। প্রতি দলের সঙ্গে আমাদের একজন করে লোক আছে। আমরা শুধু এই ব্যাপার না। সব বিষয়কে গুরুত্বের সঙ্গে নেই। এটা যেহেতু নেগেটিভভাবে প্রচার হয়েছে এটা নিয়ে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবো।’
ঘটনার পর বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব নিজে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলেছেন। তা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই ঘটনার পর নিজে মালিকপক্ষকে ফোন করে বলেছি যেন এটা সলভ করেন। প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে। মিরাজ একজন জাতীয় ক্রিকেটার, তাকে নেতৃত্ব থেকে সরানোর একটা প্রসেস আছে। আবার কোচ বলছেন তিনি নেতৃত্ব বদলের ব্যাপারে কিছু জানেন না। এখন যেটা হয়েছে যে, দল যখন ঢাকায় আসবে আমরা প্রপার একটা হেয়ারিং করবো। জুমেও করতে পারতাম; কিন্তু না আমরা সামনাসামনি মিরাজের কথাও শুনবো এবং মালিকপক্ষের কথাও শুনবো। তবে মিরাজের উচিত ছিল এভাবে বায়োবাবল না ভাঙ্গা।
প্রত্যেককে দায়িত্বপূর্ণ হওয়ার দরকার।’
মল্লিক যোগ করেন, ঘটনার তদন্ত ও শুনানির পর যদি চট্টগ্রামের মালিক পক্ষ দোষী হয়, তাহলে আগামীতে তাদের মালিকানা নাও থাকতে পারে। তবে পুরো বিষয়টার সুষ্ঠু ও যথাযথ তদন্ত করার পরিস্কার আভাস মল্লিকের কন্ঠে।
ঘটনাটি কী মনোমালিন্য না সন্দেহজনক? এ প্রশ্নের জবাবে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিবের ব্যাখ্যা, ‘এখনও এমন কিছু আমাদের কাছে আসেনি। ওদের প্রেস কনফারেন্সে দু’জনই বলেছে এটা মনমালিন্য ও যোগাযোগের অভাব।’
আর নেতৃত্বের ভার ফ্র্যাঞ্চাইজি দেয়, বদলের সিদ্ধান্তও তারা নেয়। এখানে বিপিএল গভর্নিং কাউন্সিল কিছু করতে পারে না। তবে মিরাজের বিষয়টা আরো ভালোভাবে নিতে পারত মালিকপক্ষ।
চট্টগ্রাম সিইও ইয়াসির আলমের ব্যাপারে মন্তব্য করতে বলা হলে বিপিএল গভর্নিং কমিটি সদস্য সচিবের কথা, তার (ইয়াসির আলমের) ব্যাপারে না শুধু, আমাদের প্রতিটি দলের সঙ্গেই তো লোক আছে। আমরা আগে হিয়ারিং করবো, এরপর দেখবো। কিন্তু নির্দিষ্ট কোন লোককে ধরে আমরা কিছু করতে চাই না। এখন মিরাজের প্রতি যদি সম্মানহানির কিছু হয় তবে সেটা আমরা কথা বলে জানব।
কারো দোষ পেলে কী করবেন? মল্লিকের জবাব, ‘শাস্তি অবশ্যই হবে। কিন্তু প্রথমে দেখব যে শুধু ভুল বোঝাবুছি না অন্য কিছু। এরপর সে অনুযায়ী ব্যবস্থা।’
আবার মিথ্যে তথ্য দেয়া হলে কী করবেন? মল্লিকের জবাব, ‘সবকিছুই আমরা দেখবো। এটা তো হতে পারে না। তাদের নিজস্ব কারণ থাকতে পারে। কিন্তু সম্মান রেখে তো করতে হবে। এমন না হলে অবশ্যই প্রশ্ন চলে আসে।’
- স্কুলে ছুটি : আসছে নতুন ঘোষণা
- চরম দু:সংবাদ : বন্ধ হলো ভিসা
- হতবাক ক্রিকেট বিশ্ব : এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড
- না খেলেই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ
- চরম দু:সংবাদ : শাহজালাল বিমানবন্দরের বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
- নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, ঘোষণা হবে বিকেল ৩টায়
- ঘরে ঘরে জ্বর নিয়ে দু:শ্চিন্তা :ডেঙ্গু না টাইফয়েড, বাঁচতে করণীয় কী জানুন এখনই
- আজকের সৌদি রিয়ালের রেট কত, জেনিন কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- রাজধানীতে ভয়াবহ আগুন : আতঙ্কে ব্যবসায়ী ও পথচারীরা
- ওমানে একটি ভুলে শেষ তিন প্রবাসীর জীবন! পুলিশের হস্তক্ষেপে চাঞ্চল্য
- বিমানের মধ্যেই সহযাত্রীকে থাপ্পড়, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- ব্যর্থ বিসিবি, এশিয়া কাপে বড় সুযোগ হারাল বাংলাদেশ
- বিদেশে ১০০ নয়, ৫০০ ডলার নেন, কিন্তু দেশের ২% উপকার হয় তো নেন" তামিমের খোলামেলা মন্তব্য
- আমিরাত,ও ভারতসহ ৪০ দেশের নাগরিকের জন্য ভিসা ফি মওকুফ