| ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামের মালিকপক্ষ ও মিরাজকে নিয়ে যা বলছে : বিসিবি

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ০১ ০৯:২৬:২৬
চট্টগ্রামের মালিকপক্ষ ও মিরাজকে নিয়ে যা বলছে : বিসিবি

চট্টগ্রাম ম্যানেজমেন্ট বিনা নোটিশে ৩ ঘণ্টা আগে মিরাজকে সরিয়ে নাইম ইসলামকে অধিনায়ক করেছে। হতাশ ও ক্ষুব্ধ মিরাজের অভিযোগের তীর চট্টগ্রাম সিইও ইয়াসির আলমের ওপর।

বিষয়টা কি বিসিবির দূর্নীতি দমন সংস্থার নজরে আছে? এমন প্রশ্নের জবাবে ইসমাইল হায়দার মল্লিক জানালেন, শুধু বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটই না, বিষয়টা আইসিসির নজরদারিতেও আছে।

মল্লিকের কথা, শুধু বিসিবি অ্যান্টি করাপশন না, আইসিসিও করছে। প্রতি ম্যাচ তারা (আইসিসি দুর্নীতি দমন ইউনিট) ফলো করছে। প্রতি দলের সঙ্গে আমাদের একজন করে লোক আছে। আমরা শুধু এই ব্যাপার না। সব বিষয়কে গুরুত্বের সঙ্গে নেই। এটা যেহেতু নেগেটিভভাবে প্রচার হয়েছে এটা নিয়ে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবো।’

ঘটনার পর বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব নিজে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলেছেন। তা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই ঘটনার পর নিজে মালিকপক্ষকে ফোন করে বলেছি যেন এটা সলভ করেন। প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে। মিরাজ একজন জাতীয় ক্রিকেটার, তাকে নেতৃত্ব থেকে সরানোর একটা প্রসেস আছে। আবার কোচ বলছেন তিনি নেতৃত্ব বদলের ব্যাপারে কিছু জানেন না। এখন যেটা হয়েছে যে, দল যখন ঢাকায় আসবে আমরা প্রপার একটা হেয়ারিং করবো। জুমেও করতে পারতাম; কিন্তু না আমরা সামনাসামনি মিরাজের কথাও শুনবো এবং মালিকপক্ষের কথাও শুনবো। তবে মিরাজের উচিত ছিল এভাবে বায়োবাবল না ভাঙ্গা।

প্রত্যেককে দায়িত্বপূর্ণ হওয়ার দরকার।’

মল্লিক যোগ করেন, ঘটনার তদন্ত ও শুনানির পর যদি চট্টগ্রামের মালিক পক্ষ দোষী হয়, তাহলে আগামীতে তাদের মালিকানা নাও থাকতে পারে। তবে পুরো বিষয়টার সুষ্ঠু ও যথাযথ তদন্ত করার পরিস্কার আভাস মল্লিকের কন্ঠে।

ঘটনাটি কী মনোমালিন্য না সন্দেহজনক? এ প্রশ্নের জবাবে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিবের ব্যাখ্যা, ‘এখনও এমন কিছু আমাদের কাছে আসেনি। ওদের প্রেস কনফারেন্সে দু’জনই বলেছে এটা মনমালিন্য ও যোগাযোগের অভাব।’

আর নেতৃত্বের ভার ফ্র্যাঞ্চাইজি দেয়, বদলের সিদ্ধান্তও তারা নেয়। এখানে বিপিএল গভর্নিং কাউন্সিল কিছু করতে পারে না। তবে মিরাজের বিষয়টা আরো ভালোভাবে নিতে পারত মালিকপক্ষ।

চট্টগ্রাম সিইও ইয়াসির আলমের ব্যাপারে মন্তব্য করতে বলা হলে বিপিএল গভর্নিং কমিটি সদস্য সচিবের কথা, তার (ইয়াসির আলমের) ব্যাপারে না শুধু, আমাদের প্রতিটি দলের সঙ্গেই তো লোক আছে। আমরা আগে হিয়ারিং করবো, এরপর দেখবো। কিন্তু নির্দিষ্ট কোন লোককে ধরে আমরা কিছু করতে চাই না। এখন মিরাজের প্রতি যদি সম্মানহানির কিছু হয় তবে সেটা আমরা কথা বলে জানব।

কারো দোষ পেলে কী করবেন? মল্লিকের জবাব, ‘শাস্তি অবশ্যই হবে। কিন্তু প্রথমে দেখব যে শুধু ভুল বোঝাবুছি না অন্য কিছু। এরপর সে অনুযায়ী ব্যবস্থা।’

আবার মিথ্যে তথ্য দেয়া হলে কী করবেন? মল্লিকের জবাব, ‘সবকিছুই আমরা দেখবো। এটা তো হতে পারে না। তাদের নিজস্ব কারণ থাকতে পারে। কিন্তু সম্মান রেখে তো করতে হবে। এমন না হলে অবশ্যই প্রশ্ন চলে আসে।’

ক্রিকেট

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাইম শেখের আগ্রাসী শুরু, আফিফ ও সোহানের দারুণ জুটি এবং মাহফুজুর রহমান রাব্বির ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো

Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলিয়ান সিরি-এ ফুটবলে ঘরের মাঠ মারাকানায় ১৮তম রাউন্ডে গ্রেমিওকে ১-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্সে। ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button