বাংলাদেশের ঐতিহাসিক জয়ে যা বললেন বিশ্ব তারকারা

বে ওভালে মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনা করল মুমিনুল বাহিনী। নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টেস্টে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে টাইগাররা। নিজেদের মাটিতে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডকে হারানো চারটে খানে কথা নয়। গত সাড়ে চার বছর ধরে ঘরের মাঠে ১৭ ম্যাচের একটিতেও হারেনি নিউজিল্যান্ড।
আর উপমহাদেশের কোনো দলের বিপক্ষে তাদের সবশেষ পরাজয়টি ছিল পাকিস্তানের বিপক্ষে প্রায় এক যুগ আগে। গত ২০ বছরে তিন ফরম্যাট মিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে মোট ৩২ ম্যাচ খেলেও কোনো জয় ছিল না বাংলাদেশের। সেই জয়ই ধরা দিল নতুন বছরের শুরুতেই।
তাই টেস্ট অধিনায়ক মুমিনুলও মনে করছেন, ‘এটিই বাংলাদেশের ক্রিকেটের এখন পর্যন্ত শ্রেষ্ঠ অর্জন’। নিউজিল্যান্ডের মাটিতে কিউই বধের পর বাংলাদেশকে টুপিখোলা অভিনন্দন জানিয়েছে ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
বাংলাদেশের জয়ের পর এক টুইটবার্তায় ‘অভিবাদন ইমোজি’ ব্যবহার করে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন লিখেছেন, ‘ব্রিলিয়ান্ট বাংলাদেশ’। অপর এক টুইট বার্তায় আইরিশ তারকা নেইল ও ব্রায়েন লিখেছেন, ‘আমি খুবই খুশি বাংলাদেশি মানুষদের জন্য।
সেখানে খেলোয়াড় হিসেবে সফরে গিয়েছি এবং একাধিকবার বিপিএলে কাজ করেছি। দেশটির ক্রিকেট প্রেমীদের জন্য এটি খুব বড় একটি মুহূর্ত। ভালো খেলেছেন টাইগাররা। এটা অসাধারণ!’ বাংলাদেশ অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কিংবদন্তী ব্যাটসম্যান ভিভিএস লক্ষনও।
তিনি লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ, মাউন্ট মঙ্গানুইয়েতে ইতিহাস তৈরি করার জন্য। ৮ উইকেটের ব্যবধানে টেস্ট জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে তাদের প্রথম জয় অনুপ্রেরণামূলক ও অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত, এই জয় অনেকদিন লালিত থাকবে।’
বাংলাদেশের জয়ে টুপিখোলা অভিনন্দন জানিয়েছন ভারতীয় সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। বাংলাদেশের এই জয়ে মুগ্ধ হয়েছেন কিউই পেসার মিচেল ম্যাকলাঘানও। দুজনই টুইটবার্তায় বাংলাদেশের প্রশংসা করেছেন। বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিংও।
তিনি বলেন, ‘ব্ল্যাকক্যাপদের এই টেস্ট ম্যাচকে হালকাভাবে নেওয়ার যে কোনো আলোচনাই অর্থহীন। বাংলাদেশ একটি ভালো টস জিতেছে এবং দূর্দা্ন্ত টেস্ট ম্যাচ খেলেছে। ইতিহাস তৈরি করার জন্য অভিনন্দন টাইগারদের এবং দলের কর্মকর্তাদের।’
বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিকও, ‘সাবাশ টাইগাররা, বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে জয় অসাধারণ প্রচেষ্টার ফল। এছাড়াও আশা করি, তারা বুঝতে পারবে ভালো উইকেটে খেললে তারা কী অর্জন করতে পারে যা ব্যাটার এবং বোলার উভয়কেই সাহায্য করে’- লিখেছেন তিনি।
ভারতীয় আরেক সাবেক তারকা ইরফান পাঠান লিখেছেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে জয় যেকোনো সফররত দলের জন্য কঠিন। মঙ্গানুইয়ের অর্জনের জন্য বাংলাদেশকে অভিনন্দন।’ এছাড়াও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড, দিমুথ করুনারাত্নে সহ আরও অনেকে।
- সিগারেটের বাংলা অর্থ কী, অনেকেই জানেন না এই সহজ উত্তর
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- শিক্ষা বোর্ডের নতুন সিদ্ধান্ত : নতুন করে ভর্তির আশা জাগছে হাজারো শিক্ষার্থীর
- দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- আজ ২৭/৭/২০২৫ তারিখ, জেনেনিন আজকের ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- সমালোচনার মুখে এনসিপি নেতা, ফেসবুক পোস্ট ডিলিট করে চাইলেন ক্ষমা
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের কমিটি স্থগিত ঘোষণা
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৭ জুলাই ২০২৫)
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া