জয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যা বললেন কিউই পেসার ওয়াগনার

মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৭৫ রান তুলেছে বাংলাদেশ। টাইগারদের টপ অর্ডার ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের সামনে যে লড়াইটা করেছেন, সেটা এককথায় অনবদ্য। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত ও জয়ের ব্যাটিং বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া দেশের ক্রিকেটকে দেখাচ্ছে আশা।
বাংলাদেশের এমন লড়াই দেখে অবাক নিউজিল্যান্ডের বোলাররা। যা তাদের শরীরী ভাষাতেই বোঝা যাচ্ছিল। বাংলাদেশের দুই ব্যাটসম্যান সুযোগ দিচ্ছেন না, দাঁতে দাঁত চেপে লড়ছেন, মারার বল পেলে মেরে দিচ্ছেন, এটা কিউই ফাস্ট বোলারদের মাঝে যেন হতাশারই জন্ম দিচ্ছিল। আজ নিউজিল্যান্ডের পক্ষে দুটি সাফল্য পেয়েছেন নেইল ওয়াগনার।
তিনি অবশ্য দিনের পুরোপুরি কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানদের। এই পেসার বলেন, ‘এটা বাংলাদেশি ব্যাটসম্যানদেরই কৃতিত্ব। তারা আসলেই খুব দারুণ খেলেছে। তারা লড়াই করেছে। ধৈর্য ধরে ব্যাটিং করেছে। মাঠের লড়াইটা যথেষ্ট কঠিন ছিল। এটা টেস্ট ক্রিকেটে দারুণ একটা লড়াকু দিন।’
ওয়াগনার বিশেষ প্রশংসায় ভাসিয়েছেন জয়কে। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে দিন শেষে ৭০ রানে অপরাজিত আছেন তিনি। ২১১ বল খেলা এই ওপেনার আসলেই আজ নিউজিল্যান্ডের বোলারদের পরীক্ষা নিয়েছেন। ওয়াগনার তাই আলাদা করেই বলেছেন তার কথা।
ওয়াগনার বলেন, ‘তরুণ ব্যাটসম্যানটি (জয়) আজ অসাধারণ খেলেছে। খুব ধৈর্য নিয়ে খেলেছে সে। বাংলাদেশি ব্যাটসম্যানদের কেউই আমাদের খুব বেশি সুযোগ দেয়নি। উইকেটে টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা করে গেছে তারা। বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলা দেখে মনে হয়েছে টিকে থাকার প্রস্তুতি নিয়েই তারা নেমেছিল।’
তিনি আরো বলেন, ‘তারা প্রচুর বল ছেড়েছে। তাদের ব্যাটিংয়ে আমরা উইকেট নেয়ার জন্য ঝাঁপিয়েছি। যেটি তাদের রান করার সুযোগটা বাড়িয়ে দিয়েছে। খুব ভালো খেলেছে বাংলাদেশ। সব কৃতিত্ব তাদের। মারার বলে মেরেছে। ঠেকানোর বলে খুব সাফল্যের সঙ্গে রক্ষণ করেছে।’
মাউন্ট মঙ্গানুইয়ের কন্ডিশনের কারণেই বাংলাদেশি ব্যাটসম্যানদের খেলাটা বেশি অবাক করেছে ওয়াগনারকে। তার ভাষায়, ‘কয়েক দিন ধরে মাউন্ট মঙ্গানুইয়ে খুব বাতাস। সাধারণত এখানকার কন্ডিশন ফাস্ট বোলারদের সহায়তা করে। বাতাসের কারণে উইকেট শুষ্ক।
কিছুটা স্পিনের জন্যও উপযোগী এখানকার পরিবেশ।’ আজ মাঠে অন্য এক বাংলাদেশ দলকে দেখেছেন জানিয়ে ওয়াগনার বলেন, ‘বাংলাদেশ দলটা যথেষ্ট শক্তিশালী। যখনই তারা নিউজিল্যান্ড সফরে আসে, লড়াইটা ভালোই করে। আমাদের কন্ডিশনে তারা ভালো খেলে।’
কিউই পেসার যোগ করে, ‘সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা অন্য মাত্রার খেলা খেলে। বাংলাদেশি ব্যাটসম্যানরা প্রচুর শট খেলে। উইকেটে এসেই তারা মারতে চায়। সেটিই উইকেট তুলে নেয়ার সুযোগ তৈরি করে। কিন্তু তাদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই।’
- সিগারেটের বাংলা অর্থ কী, অনেকেই জানেন না এই সহজ উত্তর
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান
- শিক্ষা বোর্ডের নতুন সিদ্ধান্ত : নতুন করে ভর্তির আশা জাগছে হাজারো শিক্ষার্থীর
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- আজ ২৭/৭/২০২৫ তারিখ, জেনেনিন আজকের ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- স্বর্ণের দাম কমল, আগের দামে বিক্রি হচ্ছে রুপা—জেনে নিন আজকের হালনাগাদ মূল্য
- সমালোচনার মুখে এনসিপি নেতা, ফেসবুক পোস্ট ডিলিট করে চাইলেন ক্ষমা
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের কমিটি স্থগিত ঘোষণা
- হঠাৎ জামায়াত নেতাকে নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ সহ দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়
- হোন্ডা কোম্পনির নতুন চমক : তরুণদের জন্য বাজারে এলো নতুন বাইক
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৭ জুলাই ২০২৫)
- আজ অদ্ভুত এক রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ