| ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ব্যাট হাতে সফল হলেও অধিনায়ক হিসেবে ব্যর্থ যে ৪ বিশ্ব তারকা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ নভেম্বর ২৪ ১৭:৪৮:৫০
ব্যাট হাতে সফল হলেও অধিনায়ক হিসেবে ব্যর্থ যে ৪ বিশ্ব তারকা

৪) হাশিম আমলা:গত দশকের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন হাশিম আমলা। তার ব্যাটিংয়ের কথা বললে, ১৫০টি ওয়ানডে ম্যাচে দ্রুততম ৭,০০০ রানের গণ্ডি পার করেন, যা একটি বিশ্বরেকর্ড। এছাড়াও শততম টেস্টে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার ২০১১ সালে আফ্রিকার জাতীয় দলের নেতৃত্ব ভার কাঁধে তুলে নেন। আমলার নেতৃত্বে ১৪ টেস্টে ৪টি হার, ৬টি ড্র ও মাত্র ৪টিতে জয় আসে। এদিকে ৯ ওয়ানডেতে ৪টি জয় ও ৫টি পরাজয়ের মুখোমুখি হয়।

৩) ক্রিস গেইল:‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল এই তালিকায় একমাত্র সক্রিয় ক্রিকেটার। তিনি ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা কারোরই অজানা নয়। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে সম্মিলিতভাবে মোট ৫৫৩টি ছক্কা হাঁকিয়েছেন, যা একটি বিশ্বরেকর্ড। তবে দলকে নেতৃত্ব দিতে গিয়ে পুরোপুরি ব্যর্থ হন। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব ভার গ্রহণ করেন। গেইলের নেতৃত্বে ২০ টেস্টে ৯টি হার, ৮টি ড্র এবং মাত্র ৩টিতে জয় আসে। এছাড়া ৫৩ ওয়ানডেতে ১৭টি জয় ও ৩০টি হারের মুখোমুখি হয়।

৩) ব্রায়ান লারা:৯০ দশকের সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ব্রায়ান লারা। ব্যাটসম্যান হিসেবে তিনি কতটা কার্যকরী হয়েছিলেন তার ব্যাটিং পরিসংখ্যান প্রমাণ করে। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি টেস্ট ক্রিকেটে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড করেন। কিন্তু অধিনায়ক হিসেবে তিনিও ব্যর্থ হন। তিনি ওয়েস্ট ইন্ডিজ দলকে ১৩ বছর নেতৃত্ব দেন। এই সময় ৪৭ টেস্টে ২৬টি হার, ১১টি ড্র এবং মাত্র ১০টিতে জয় আসে। এছাড়া ১২৫টি ওয়ানডেতে ৫৯টি জয় ও ৫৯টিতে পরাজয়ের মুখোমুখি হয়।

১) শচীন টেন্ডুলকার:‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকারকে ছাড়া অধিকাংশ ব্যাটিং রেকর্ডগুলি অসম্পূর্ণ। তিনি তার ক্যারিয়ারে এমন কতগুলি কৃতিত্ব অর্জন করেছেন, কোন ক্রিকেটারের এক জীবনে তা সম্ভব নয়। ২০০ টেস্ট, ৪৬৩ ওয়ানডে, আন্তর্জাতিকে ৩৪ হাজারেরও বেশি রান এবং এর পাশাপাশি ১০০টি সেঞ্চুরি — যা একটি বিশ্বরেকর্ড। কিন্তু ভারতীয় দলকে নেতৃত্ব দিতে গিয়ে চরম ব্যর্থতার মুখোমুখি হন। শচীনের নেতৃত্বে ২৫ টেস্টে ৯টি হার, ১২টি ড্র এবং মাত্র ৪টিতে জয় আসে। এছাড়া ৭৩ ওয়ানডেতে ২৩টি ও ৪৩টি হারের মুখোমুখি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

তরুণ অলরাউন্ডারের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেটবিশ্ব

তরুণ অলরাউন্ডারের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেটবিশ্ব

নিজস্ব প্রতিবেদক : ভাইটালিটি ব্লাস্টে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া লিসেস্টারশায়ার ফক্সেস। আর সেই ...

সাকিবের রাজকীয় প্রত্যাবর্তন

সাকিবের রাজকীয় প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও নিজের সোনালি ছন্দ যেন হারাননি সাকিব আল ...

ফুটবল

যেখানে যাচ্ছেন নিকো গনজালেজ, গোপনে চলছে বড় চুক্তির তোড়জোড়

যেখানে যাচ্ছেন নিকো গনজালেজ, গোপনে চলছে বড় চুক্তির তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক : মাত্র কয়েক মাস আগে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার নিকো গনজালেজ, ...

ফিফার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ : চমক দেখালো আর্জেন্টিনা, জেনেনিন ব্রাজিল ও বাংলাদেশের অবস্থান

ফিফার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ : চমক দেখালো আর্জেন্টিনা, জেনেনিন ব্রাজিল ও বাংলাদেশের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশ করেছে তাদের সর্বশেষ র‍্যাঙ্কিং, যেখানে শীর্ষস্থান ধরে ...



রে