চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে কী যাবে ভারত, জবাব দিল আইসিসি

তার মধ্যে ২০০৯ সালে লাহৌরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর দীর্ঘ বছর পাকিস্তানে হয়নি কোনও আন্তর্জাতিক ম্যাচও। কিন্তু সময় পাল্টেছে, ধীরে ধীরে পাল্টেছে পরিস্থিতিও। আইসিসি ইভেন্ট না হলেও, আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছে ইমরান খানের দেশে। অবশেষে ১৯৯৬ সালের পর ফের একবার আইসিসি ট্রফি আয়োজনের সুযোগও পেয়েছে পাকিস্তান। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক পিসিবি । যা নিয়ে পাক ক্রিকেট মহলে খুশির হাওয়া।
তবে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল কী পাকিস্তানে খেলতে যাবে। যদিও এই বিষয়ে দুই দেশের তরফে এখনও প্রতিক্রিয়া মেলেনি। তবে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ যেভাবে দীর্ঘ বছর ধরে বন্ধ রয়েছে, একইসঙ্গে দুই দেশের বর্তমান রাজনৈতিক সম্পর্কও খুব একটা মধুর নয়।
ফলে পরিস্থিতির খুব একটা পরিবর্তন না হলে, ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার সম্ভাবনাই বেশি। এই বিষয়ে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বারক্লে জানিয়েছেন,’ভারত এবং পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক নতুন করে চালু করার ব্যাপারটা সত্যিই বড় চ্যালেঞ্জ। যেখানে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে, সেখানে আমাদের খুব বেশি কিছু করার নেই। এটুকু আশা করতে পারি, ক্রিকেটের মধ্যে দিয়ে যেন দুই দেশের সম্পর্ক ভাল হয়।’
সম্প্রতি টি২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড দল পাকিস্তানে গিয়েও নিরাপত্তার কারণ দেখিয়ে সিরিজ না খেলে দেশে ফিরেছিল। ইংল্যান্ড দলও সিরিজ শুরুর আগে তা বাতিল করেছে। যা নিয়ে অসন্তোষ প্রকাশকরেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের দায়িত্ব পাকিস্তানকে দেওয়ার বিষয়ে বারক্লে বলেন,’এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে দলগুলোর পাকিস্তানে খেলতে যেতে কোনও সমস্যা হবে না।
আমরা গত কয়েক সপ্তাহ ধরে সব দিক বিবেচনা করেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি বুঝতাম ওখানে সমস্যা আছে, তা হলে খেলা দিতাম না। ২০২৫ সাল এখনও দেরি আছে। আশা করব পাকিস্তান তার মধ্যে নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করে ফেলতে পারবে। আমরা আত্মবিশ্বাসী পাকিস্তান ভাল ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারবে।’ এখন দেখার বিসিসিআই ও ভারত সরকার কোন সিদ্ধান্ত নেয়।
- বাতিল হচ্ছে ৭ ধরনের দলিল, শাস্তির আওতায় আসছে যে সকল দলিলের মালিকরা
- সাফ নারী ফাইনালে প্রথমার্ধেই এগিয়ে বাংলাদেশ, সাগিরার গোলে শিরোপার পথে লাল-সবুজ
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫: নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ভরা মৌসুমেও ধস: রড-সিমেন্ট বিক্রি অর্ধেকে, পাল্টে গেলো বাজার
- বাংলাদেশ বনাম নেপাল: সাফ নারী ফাইনালের মহারণ আজ, লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো ৮৯ মিনিটের খেলা, জেনেনিন ফলাফল
- ভারতের জায়গা কেড়ে নিলো ইংল্যান্ড! কথা রাখলো না আইসিসি, 'ভিলেন' কি পাকিস্তান
- ঢাকার একটি স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত : আতঙ্কে শিক্ষার্থীরা
- গোল গোল, আবারও গোল বাংলাদেশ ও নেপাল ম্যাচের সর্বশেষ ফলাফল
- সোনার বাজারে বড় স্বস্তি! এক ভরিতে কমলো ১৫৭৫ টাকা, রুপার দামেও পরিবর্তন
- তবে কি পাল্টে যাচ্ছে বাংলাদেশের স্কোয়াড, দেখেনিন আজকের একাদশ
- চ্যাম্পিয়ন হওয়ার লড়াই আজ! বাংলাদেশ-নেপাল অলিখিত ফাইনাল সরাসরি দেখবেন যেভাবে
- একাদশ শ্রেণি ভর্তি ২০২৫: কোন কলেজে কত টাকা লাগবে,জানুন ভর্তি খরচ ও সময়
- প্রবাসীরা সাবধান : ভিসা নিয়ে সতর্ক থাকুন, একটি ভুলে হতে পারে আজীবনের নিষেধাজ্ঞা
- ২০ ইনিংসে ৫৫ ছক্কা! টি-টোয়েন্টি ইতিহাসে তানজিদ তামিমের রেকর্ড ঝড়