| ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

‘আয়নায় মুখ দেখা’ ব্যাপারে মুখ খুললেন মুশফিক

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ নভেম্বর ১৮ ১২:৩৮:৪২
‘আয়নায় মুখ দেখা’ ব্যাপারে মুখ খুললেন মুশফিক

বিতর্কিত সেই ‘আয়নায় মুখ দেখা’ মন্তব্যের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো সমালোচনার শিকার হয়ে চলেছেন মুশফিকুর রহিম। বুধবার দেশের শীর্ষ স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে কথা বলেছেন মিস্টার ডিপেন্ডেবল।

এ বিষয়ে মুশফিক বললেন, বন্ধু-বান্ধব ও পরিবারের অনেকের কাছ থেকে জেনেছি যে অনেক কথা হয়েছে। আসলে ওই সময়টায় এত চাপের মধ্যে থাকি, বিশ্বকাপ এত বড় ইভেন্ট, সেখানে বাইরে কে কী বলল, সেসব দেখে বা শুনে কিংবা ওসব ধরে রেখে পাল্টা প্রতিক্রয়া দেখানো, ওসব করা ব্যক্তিগতভাবে আমি কখনো করিনি।

তিনি আরো বলেন, আমরা যেসব কথা বলেছি, সেগুলোর অনেক প্রতিক্রিয়া হয়েছে। আমার কথায় যদি ফিরে আসেন, আসলে আমি ইঙ্গিত দিতে চেয়েছি মানুষ হিসেবে শুধু আমি নই, জাতি হিসেবে আমরা সবাই নিজেদের একটু আয়নার সামনে দেখতে পারি। সেটা মানুষ হিসেবেই উচিত।

মুশফিক যোগ করেন, আজকে আমি খারাপ খেলছি দেখে আমাকে বলবেন, কালকে ভালো খেললে তালি দেবেন, এটা এসবের অংশ নয়। এখন কেউ যদি এটা ব্যক্তিগতভাবে নিয়ে থাকেন বা অন্যভাবে বলে থাকেন, তাহলে আমি মনে করি আমি যেহেতু ওভাবে বলিনি সে ক্ষেত্রে কে কী মনে করল, এটায় আমার কিছু করার নেই।

এরপর মুশফিক বলেন, আমরা খারাপ করায় মিডিয়া বা দেশের মানুষ, সবারই খারাপ লেগেছে। তবে আপনারাও (মিডিয়া) কিন্তু একটা অংশ। সবারই ব্যর্থতার অংশ এটি। এই উপলব্ধি থাকা উচিত। সেদিক থেকে বলেছি। তবে এটা সামগ্রিক একটা ব্যর্থতা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আরো বলেন, আমাদের যতটা খারাপ লেগেছে, অন্যদের হয়তো অতটা থাকবে না। আমার কাছে মনে হয়, ব্যর্থতার জায়গাটায় যদি আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি, পরস্পরের পাশে থাকি, তাহলে সময়টা দ্রুত পার হবে।

বিশ্বকাপের বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ হিসেবে মুশফিক বলেন, বিশ্বকাপের আগেও আমরা তিনটি সিরিজ জিতেছি। বিশ্বকাপের আগে তাই প্রস্তুতি যে রকম দরকার, সেরকমই ছিল। কিন্তু বিশ্বকাপে নির্দিষ্ট দিনে আমরা পারফর্ম করতে পারিনি।

এমন হারের পেছনে কার দোষ দেখছেন এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, সুনির্দিষ্ট কারো দায় নেই। দু-একটি ম্যাচে আমি আরেকটু ভালো খেললে দল বের হয়ে আসতে পারত। তবে এরকম কিন্তু নয় যে আমরা টি-২০তে ফেভারিট বা ফাইনাল খেলব। ভালো খেলতে পারলে হয়ত সুযোগ থাকত।

টি-২০তে ভালো করতে হলে স্পোর্টিং উইকেটের বিকল্প নেই বলে মনে করেন মুশফিকুর রহিম। তিনি বলেন, এই সংস্করণে টানা ভালো খেলতে হলে আমাদের ভালো বা স্পোর্টিং উইকেটে খেলতে হবে। সেখানে অভ্যস্ত হতে পারলে আমাদের ফল আরেকটু ভালো হতে পারত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান: টস শেষ, জেনে নিন দুই একাদশ

বাংলাদেশ বনাম পাকিস্তান: টস শেষ, জেনে নিন দুই একাদশ

নিজস্ব প্রতিবেদক: মিরপুরে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ...

২০ ইনিংসে ৫৫ ছক্কা! টি-টোয়েন্টি ইতিহাসে তানজিদ তামিমের রেকর্ড ঝড়

২০ ইনিংসে ৫৫ ছক্কা! টি-টোয়েন্টি ইতিহাসে তানজিদ তামিমের রেকর্ড ঝড়

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ পেল এক নতুন বিস্ফোরক তারকা—তানজিদ হাসান তামিম। মাত্র ২০ ইনিংসে ...

ফুটবল

সাফ নারী ফাইনালে প্রথমার্ধেই এগিয়ে বাংলাদেশ, সাগিরার গোলে শিরোপার পথে লাল-সবুজ

সাফ নারী ফাইনালে প্রথমার্ধেই এগিয়ে বাংলাদেশ, সাগিরার গোলে শিরোপার পথে লাল-সবুজ

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর শিরোপার লড়াইয়ে দারুণ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার ...

রোনালদোর দাবির সঙ্গে দ্বিমত মাহরেজের, সৌদি লিগ নিয়ে জানালেন বাস্তবতা

রোনালদোর দাবির সঙ্গে দ্বিমত মাহরেজের, সৌদি লিগ নিয়ে জানালেন বাস্তবতা

নিজস্ব প্রতিবেদক: সৌদি প্রো লিগ (SPL) কি বিশ্ব ফুটবলের শীর্ষ পাঁচ লিগের একটি? ক্রিশ্চিয়ানো রোনালদো ...

Scroll to top

রে
Close button