| ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

এইমাত্র শেষ হলো টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ,জেনেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ নভেম্বর ১৪ ২৩:৪৬:৫৪
এইমাত্র শেষ হলো টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ,জেনেনিন ফলাফল

রোববার (১৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭২ রানের জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার সূচনাটা অবশ্য ভালো হয়েছে বলা যাবে না। সেমিফাইনালেও রান না পাওয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ আজও ব্যর্থ। দলীয় ১৫ রানের মাথায় ব্যক্তিগত ৫ রানে ট্রেন্ট বোল্টের ফিরেছেন ফিঞ্চ। তবে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ সেই ধাক্কাটা বুঝতেই দিলেন না।

সময় গড়ার সঙ্গে সঙ্গে উইকেট থেকে যথেষ্ট সুবিধা পাচ্ছিলেন ব্যাটাররা। দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ার্নার, মার্শ সেই সুবিধা কাজে লাগিয়েছেন দুর্দান্তভাবে। অনেকদিন অফ ফর্মে থাকা ওয়ার্নার ফর্মে ফিরেছেন ঠিক সময়ে। বিশ্বকাপ জুড়েই দুর্দান্ত খেলছেন অজি ওপেনার। আজ ফাইনালেও অব্যাহত থাকল সেই ধারা। বিজ্ঞাপন

ফিঞ্চকে শুরুতেই হারিয়ে যে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া ওয়ার্নার তা পাত্তাই দেননি। তিনে নেমে মিচেল মার্শ আজ খেললেন ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস। ২০১১ সালে অভিষেকের পর দলে আসা-যাওয়ার মধ্যে থাকা মার্শ সম্প্রতি সময়ে অস্ট্রেলিয়া দলে নিয়মিত। বিশ্বকাপ ফাইনালটা স্মরণীয় করে রাখলেন সেই মার্শ।

শুরুতেই অধিনায়ককে হারানো অস্ট্রেলিয়া দ্বিতীয় উইকেটে ৫৯ বলে ৯২ রানের অসাধারণ এক জুটি পেলো বলেই ম্যাচটা একপেশে হয়ে যায়। আর ওয়ার্নারের সঙ্গে এই জুটিতে বড় অবদান মার্শের। দলীয় ১০৭ রানের মাথায় ট্রেন্ট বোল্টের অসাধারণ এক ডেলিভারিতে ওয়ার্নার ৩৮ বলে ৪টি চার ৩টি ছয়ে ৫৩ রান করে ফেরেন।

তবে মার্শ শেষ পর্যন্ত অপরাজিত থেকে নিউজিল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর কোনো রাস্তায় দেননি। ১৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য১৭৩ রান ‍তুলে ফেলে অস্ট্রেলিয়া। মার্শ তখন ৫০ বলে ৭৭ রান করে অপরাজিত। ৬টি চারের সঙ্গে ৪টি চার মেরেছেন মার্শ। গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে অপরাজিত ছিলেন ২৮ রান করে। নিউজিল্যান্ডের হয়ে ১৮ রানে দুটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট।

এর আগে টস জিতে প্রথমে বোলিং নিতে দুবার ভাবেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দুবাইয়ে হালকা শীতের রাতে প্রচুর শিশির পড়ছে। ফলে প্রথমে ব্যাটিং করা দলকে শুরুতে রান তুলতে হাঁসফাঁস করতে হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ে সুবিধা মিলছে যার পুরো সুবিধাটা পাচ্ছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল। ফলে রাতের ম্যাচগুলোতে টস জিতে বোলিং নিচ্ছে দলগুলো এবং বিশ্বকাপুড়ে এই সিদ্ধান্ত জয় পরাজয়ে বড় ভূমিকাও পালন করে আসছে।

আজ অস্ট্রেলিয়াও শুরুর বোলিংয়ে সুবিধা পেয়েছে। নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ডারয়েল মিচেল শুরুতে সেভাবে রানই তুলতে পারেননি। দলীয় ২৮ রানের মাথায় মিচেল (১১) ফিরলে তিনে নেমে সুবিধা করতে পারছিলেন না কেন উইলয়ামসনও।

গাপটিল-উইলিয়ামসনের ৪৮ রানের জুটিতে গাপটিল ২০ বল খেলে তোলেন ১২ রান! দশ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৫৭/১। ১২তম ওভারের প্রথম বলে গাপটিল ৩৫ বলে ২৮ রানের অপ্রত্যাশিত এক ইনিংস খেলে ফিরলে মনে হচ্ছিল চ্যালেঞ্জিং স্কোর হয়তো গড়তে পারবে না নিউজিল্যান্ড। কিন্তু ততোক্ষণে সেট হয়ে যাওয়া উইলিয়ামসন তারপর রীতিমতো ঝড় তুললেন।

প্রথম ১৩ বলে ৭ রান করা উইলিয়ামসন মিচেল স্টার্কের ১৬তম ওভার থেকে তোলেন ২২ রান। অপর প্রান্ত থেকে জস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স ভালো বোলিং করতে থাকাতে এই স্টার্ককেই টার্গেট করেছিলেন উইলিয়ামসন! স্টার্কের ৪ ওভার থেকে ৬০ রান তুলেছে নিউজিল্যান্ড।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানে থেমেছে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৪৮ বল খেলে ৮৫ রান করে আউট হয়েছেন। কিউই অধিনায়ক চার মেরেছেন ১০টি, ছক্কা ৩টি। এছাড়া জেমি নিশাম ৭ বলে ১৩ ও গ্লেন ফিলিপস ১৭ বলে ১৮ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজেলউড ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। অ্যাডাম জাম্পা ২৬ রানে নিয়েছেন এক উইকেট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান: টস শেষ, জেনে নিন দুই একাদশ

বাংলাদেশ বনাম পাকিস্তান: টস শেষ, জেনে নিন দুই একাদশ

নিজস্ব প্রতিবেদক: মিরপুরে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ...

২০ ইনিংসে ৫৫ ছক্কা! টি-টোয়েন্টি ইতিহাসে তানজিদ তামিমের রেকর্ড ঝড়

২০ ইনিংসে ৫৫ ছক্কা! টি-টোয়েন্টি ইতিহাসে তানজিদ তামিমের রেকর্ড ঝড়

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ পেল এক নতুন বিস্ফোরক তারকা—তানজিদ হাসান তামিম। মাত্র ২০ ইনিংসে ...

ফুটবল

চ্যাম্পিয়ন হওয়ার লড়াই আজ! বাংলাদেশ-নেপাল অলিখিত ফাইনাল সরাসরি দেখবেন যেভাবে

চ্যাম্পিয়ন হওয়ার লড়াই আজ! বাংলাদেশ-নেপাল অলিখিত ফাইনাল সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: আজ ২১ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর সবচেয়ে ...

রোনালদোর দাবির সঙ্গে দ্বিমত মাহরেজের, সৌদি লিগ নিয়ে জানালেন বাস্তবতা

রোনালদোর দাবির সঙ্গে দ্বিমত মাহরেজের, সৌদি লিগ নিয়ে জানালেন বাস্তবতা

নিজস্ব প্রতিবেদক: সৌদি প্রো লিগ (SPL) কি বিশ্ব ফুটবলের শীর্ষ পাঁচ লিগের একটি? ক্রিশ্চিয়ানো রোনালদো ...

Scroll to top

রে
Close button