| ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

যে কারনে দলকে ফাইনালে তুলেও উল্লাস করেনি নিশাম

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ নভেম্বর ১১ ১৮:৩৫:৪৩
যে কারনে দলকে ফাইনালে তুলেও উল্লাস করেনি নিশাম

পরিসংখ্যানটা দেখে মনে হবে হয়তো ম্যাচের ফল সহজেই হয়েছে। কিন্তু যারা খেলা দেখেছেন কেবল তারাই বলতে পারবে কতটা উত্তেজনাপূর্ণ ছিল। আর সেই উত্তেজনা উপহার দেওয়ার অন্যতম কারিগর ছিলেন কিউই অলরাউন্ডার জেমি নিশাম। তিনি যখন মাঠে নামেন তখন ম্যাচ ইংল্যান্ডের দিকে প্রায় হেলে পড়েছে। জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ২৯ বলে ৬০ রান। আর ১৬ ওভার শেষে সমীকরণ দাঁড়ায় ২৪ বলে ৫৭ রান। তখন সবাই ভেবেছিল, আবারও হয়তো নকআউট পর্বে ইংল্যান্ড বাধার মুখে কেন উইলিয়ামসনের দল।

কিন্তু দলটা যে নিউজিল্যান্ড। ঠিক ওই মুহূর্তেই ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন জেমি নিশাম। ১৭তম ওভারে বল করতে আসেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান। ওই ওভারটিতে মোট ২৩ রান তুলে কিউইরা, যার মধ্যে ১৯ রানই করেন নিশাম। ১৮তম ওভারের শেষ বলে নিশাম আউট হওয়ার আগে করে যান ১১ বলে ২৭ রান। পরে ১৯তম ওভারেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ড্যারিল মিচেল।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো নিউজিল্যান্ড। পাশাপাশি ইংল্যান্ড বাধাও পার হলো। কারণ, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই ইংলিশদের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল কিউইদের। এবার আর সেটির পুনরাবৃত্তি হয়নি। তাইতো ম্যাচ জয়ের পর তাদের উল্লাস ছিল চোখেপড়ার মতো। এমনকি সবসময় নিরুত্তাপ থাকা কেন উইলিয়ামসনের মুখেও ছিল উল্লাসের হাসি। কিন্তু ব্যতিক্রম ছিলেন জেমি নিশাম। তাকে কোনো আনন্দ করতে দেখা যায়নি। নিশ্চুপ হয়ে বসে ছিলেন। অথচ ম্যাচ জয়ের নায়ক কিন্তু তিনিও।

তাইতো সবার প্রশ্ন, সবসময় আমুদে থাকা জেমি নিশাম উদযাপন করেননি কেন? জবাবে তিনি যা শুনালেন তার জন্য বেশ প্রশংসাও কুড়াচ্ছেন। কিউই এ অলরাউন্ডার বলেন, ‘কাজ কী শেষ হয়ে গেছে? আমার মনে হয় না।’ অর্থাৎ তিনি দেশকে শিরোপা জিতিয়ে তার পরই উদযাপন করবেন।

ক্রিকেট

হান্ড্রেডে ঝড় তোলা জর্ডান কক্স এবার জাতীয় দলে

হান্ড্রেডে ঝড় তোলা জর্ডান কক্স এবার জাতীয় দলে

নিজস্ব প্রতিবেদক :একশ বলের ক্রিকেট দা হান্ড্রেডে বাজিমাত করে অবশেষে জাতীয় দলে ডাক পেলেন জর্ডান ...

সিরিজ জয়ে লিটনের ঝড়, নতুনদের হাত ধরে আশার আলো বাংলাদেশে

সিরিজ জয়ে লিটনের ঝড়, নতুনদের হাত ধরে আশার আলো বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক : নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে টি–টোয়েন্টি সিরিজ জিতে যেমন নতুন রেকর্ড গড়েছেন লিটন ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়ল ...

বাংলাদেশ বনাম ইয়েমেন: সময়সূচি,পরিসংখ্যান ওবিস্তারিত

বাংলাদেশ বনাম ইয়েমেন: সময়সূচি,পরিসংখ্যান ওবিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন দুটি পরীক্ষা। আগামী ...

Scroll to top

রে
Close button