| ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

এখনই জাতীয় দলের কোচিং প্যানেলে দেখা যাবে না সালাউদ্দীনকে

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ নভেম্বর ০৯ ২১:১১:৪৫
এখনই জাতীয় দলের কোচিং প্যানেলে দেখা যাবে না সালাউদ্দীনকে

হেড কোচ হিসেবে না হলেও কোচিং প্যানেলে ‘সালাউদ্দীন স্যার’ থাকুন এমনটা চান সাকিব-তামিম-মুশফিকরা। প্রিয় তারকাদের মুখে সালাউদ্দীন বন্দনা শুনতে শুনতে ভক্ত-সমর্থকরাও সালাউদ্দীন ভক্ত বনে গেছেন। যেহেতু শীর্ষ ক্রিকেটাররা তাকে অনেক বেশি পছন্দ করেন, তাই দেশের ক্রিকেট অঙ্গনে এমন একটা ধারণা তৈরি হয়েছে, মোহাম্মদ সালাউদ্দীনকে কোচিংয়ের দায়িত্ব দেওয়াই ভালো হবে, জাতীয় দলের উন্নতি ঘটবে।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর খালেদ মাহমুদ সুজন টিম ডিরেক্টর হয়েই জানিয়ে দিয়েছেন, ‘আমরা (বিসিবি) মোহাম্মদ সালাউদ্দীনকে জাতীয় দলের কোচিং প্যানেলে রাখার কথা ভাবছি। বিসিবি থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেই প্রস্তাব গ্রহণ করা না করা সালাউদ্দীনের ব্যাপার।’

শুধু উৎসাহ দেখানোই নয়। যে সাত তরুণ ক্রিকেটারকে নিয়ে যে শেরে বাংলায় অনানুষ্ঠানিক অনুশীলন চলছে, তার প্রথম দিন সালাউদ্দীন স্বশরীরে উপস্থিতও ছিলেন। সালাউদ্দীন প্রচার মাধ্যমে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। তিনি সত্যিই জাতীয় দলের সহকারি কোচের দায়িত্ব নিচ্ছেন কি নিচ্ছেন না? তা নিয়ে মিডিয়ায় একটি কথাও বলেননি।

তারপরও তার ঐ শারীরিক উপস্থিতিই বলে দিয়েছে সালাউদ্দীনের সঙ্গে বিসিবির কথাবার্তা হয়েছে। বোর্ড থেকে পাওয়া প্রস্তাবের ওপর ভিত্তি করেই জাতীয় দলের অনানুষ্ঠানিক অনুশীলনে তার উপস্থিত হওয়া। কিন্তু আসলে ব্যাপারটা কী? সালাউদ্দীন কি সত্যিই জাতীয় দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত হচ্ছেন?

কোচ সালাউদ্দীন ইস্যুতে বিসিবির ভাষ্য জানা গেছে। প্রশ্ন ছিল মোহাম্মদ সালাউদ্দীন কি সত্যিই জাতীয় দলের সহকারী কোচ হচ্ছেন? বিসিবি কি তাকে জাতীয় দলের কোচিং প্যানেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে? জবাবে বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন স্বীকার করেছেন, বিসিবি সালাউদ্দীনের কোচিং দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী।

তবে সালাউদ্দীন খুব শিগগিরই জাতীয় দলের প্যানেলে যুক্ত হচ্ছেন কি না তার নিশ্চয়তা দেননি নিজামউদ্দীন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, বিসিবি মোহাম্মদ সালাউদ্দীনের কোচিং দক্ষতা ও অভিজ্ঞতা পেতে চায়। কিন্তু হুট করে আজকালের মধ্যেই সালাউদ্দীনের পক্ষে জাতীয় দল বা বিসিবির সঙ্গে কোচিংয়ে যুক্ত হওয়া সম্ভব নয়।

কেন সম্ভব নয়? তার ব্যাখ্যাও আছে বিসিবি সিইওর কাছে। সবার জানা মোহামদ সালাউদ্দীন প্রিমিয়ার লিগ ও বিপিএলে নিয়মিত কোচিং করান। গত কয়েক বছর প্রিমিয়ার লিগের বড় দল গাজী গ্রুপের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে তিনি গাজী গ্রুপ থেকে প্রাইম ব্যাংকে যোগ দিয়েছেন। কোচ হিসেবে পারিশ্রমিই শুধু নয়, গাজী গ্রুপের মতো প্রাইম ব্যাংক থেকেও তার মাসোহারা পাওয়ার কথা।

এর বাইরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং সাকিব আল হাসানের কোচিং একাডেমির সঙ্গে জড়িত। সরাসরি এতগুলো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকার কথা না বললেও বিসিবি সিইও বুঝিয়ে দিয়েছেন, ওসব সম্পৃক্ততা ফেলে চটজলদি সালাউদ্দীনের বিসিবিতে যোগদান করা সম্ভব নয়।

মঙ্গলবার বিকেলে বিসিবি প্রধান নির্বাহী জানান, মূল চ্যালেঞ্জ হলো সালাউদ্দীনের কিছু ব্যক্তিগত কমিটমেন্ট আছে। কিছু ফ্যামিলি আর পার্সোনাল কমিটমেন্ট আছে। তার বাইরে তিনি একাডেমির সঙ্গে যুক্ত। তাকে ডিপেন্ড করে একটা একাডেমি তৈরি হয়েছে। এখন তিনি হুট করে সেটা ফেলে দিয়ে আসলে কেমন দেখায়?

সেখানেও তার সম্পৃক্ততা আছে। কাজেই তিনি তো সেগুলো ফেলে দিয়ে এখনই চলে আসতে পারবেন না। সবকিছু ম্যানেজ করে তিনি যখন সময় পাবেন, যতটুকু দিতে পারবেন, ততটা ট্রাই করবেন। সে ব্যাপারেই আমাদের বলেছেন। মানে ঐ কাজের ফাঁকে সময় ও সুযোগ করে আমাদের (বিসিবিকে) দেবেন বলে জানিয়েছেন।

নিজামউদ্দীন চৌধুরীর শেষ কথা কথা, এই মুহূর্তে এটাই বাস্তবিক। এর বাইরে আশা করাটা ঠিক হবে না যে, সে এখনই সব কিছু ছেড়ে চলে আসবে। তার মানে ধরেই নেয়া যায় যে, পাকিস্তানের সঙ্গে সিরিজেই প্রধান সহকারী কোচ হয়ে জাতীয় দলের কোচিং প্যানেলে ঢোকা হচ্ছে না সালাউদ্দীনের।

তবে বিসিবি সিইওর কথায় বোঝা গেছে, সালাউদ্দীনকে তারা কাজে লাগাতে চান। সেটা ঠিক কোন পরিচয়ে, কোন দলের সঙ্গে? জাতীয় দল নাকি এইচপি- তা পরিষ্কার নয়। হয়তো এমন চুক্তি হতে পারে যে, নিজের সব কাজের ফাঁকে জাতীয় দল, এ দল কিংবা হাই পারফরমেন্স ইউনিটের সঙ্গে কাজ করবেন সালাউদ্দীন। এখন শেষ পর্যন্ত কী হয়? সেটাই দেখার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান: টস শেষ, জেনে নিন দুই একাদশ

বাংলাদেশ বনাম পাকিস্তান: টস শেষ, জেনে নিন দুই একাদশ

নিজস্ব প্রতিবেদক: মিরপুরে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ...

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে অল্প রানের টার্গেট দিল পাকিস্তান

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে অল্প রানের টার্গেট দিল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী বাংলাদেশি বোলিং আক্রমণের মুখে পড়ে মাত্র ...

ফুটবল

বার্সার ইতিহাসে ১০ নম্বর জার্সি পরে মাঠ কাঁপানো সেরা ১০ ফুটবলারের তালিকা প্রকাশ

বার্সার ইতিহাসে ১০ নম্বর জার্সি পরে মাঠ কাঁপানো সেরা ১০ ফুটবলারের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ফুটবল ইতিহাসে ‘নম্বর ১০’ মানেই জাদুকরী প্রতিভার প্রতীক। আর বার্সেলোনার ১০ নম্বর ...

৭ ম্যাচে ৬ বার জোড়া গোল! অবিশ্বাস্য ফর্মে মেসি, দেখেনিন রেটিংয়ে মেসির অবস্থান

৭ ম্যাচে ৬ বার জোড়া গোল! অবিশ্বাস্য ফর্মে মেসি, দেখেনিন রেটিংয়ে মেসির অবস্থান

নিজস্ব প্রতিবেদক: বয়স বাড়লেও কমছে না লিওনেল মেসির জাদু। বরং বয়স যেন তাকে আরও শাণিত ...

Scroll to top

রে
Close button