| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

আফগানিস্তানের খেলা নিয়ে যা বলছে সাবেক ভারতীয় ক্রিকেটাররা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ নভেম্বর ০৮ ১৪:৫৮:২১
আফগানিস্তানের খেলা নিয়ে যা বলছে সাবেক ভারতীয় ক্রিকেটাররা

গতকাল ভারতের সবাই আফগানিস্তানের জয়ের জন্য প্রার্থনা করেছিলেন। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় নিজেদের ভাগ্য আর নিজেদের হাতে ছিল না ভারতের। কিন্তু আফগানিস্তান পারেনি ভারতবাসীর মুখে হাসি ফোটাতে, নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে তারা বিশ্বকাপ থেকে তো বাদ পড়েছেই, সঙ্গে করে নিয়ে যাচ্ছে ভারতকেও। স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকেরা প্রচণ্ড হতাশ। সাবেক ভারতীয় ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নন। ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময় বিশ্বকাপে আফগানিস্তানের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা ও বীরেন্দর শেবাগ। তাঁদের মতে, আফগানিস্তান এর থেকেও ভালো খেলতে সক্ষম।

‘গতকাল (পরশু) ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার উন্নতি ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের শুরুতে কিন্তু তারা এত ভালো খেলছিল না। সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য যে দক্ষতা দরকার হয়, সেটা আফগানদের মধ্যে ছিল না। টি-টোয়েন্টির প্রতি ওদের দৃষ্টিভঙ্গি ঠিক ছিল। ওদের ব্যাটিং সবচেয়ে বেশি হতাশ করেছে। ওরা যে ধরনের খেলা খেলতে চায়, সে রকম দক্ষতা যদি না থাকে, তাহলে এ পর্যায়ে ভালো খেলা খুবই কঠিন। আফগানিস্তান যেমন খেলেছে, আগে ওরা এর থেকেও ভালো ছিল। ফলে আমি বলব না যে তাদের কোনো উন্নতি হয়েছে।’

আফগানিস্তানের ব্যাটিং নিয়ে একই কথা বলেন বীরেন্দর শেবাগও, ‘ওদের ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। ২০ ওভার খেলে আফগানিস্তান মাত্র ১২৫-১৩০ রান করতে পেরেছিল, অর্থাৎ ৩০-৪০ রান কম করছিল ওরা প্রতি ম্যাচে। যদি ওরা ১৫৫-১৬০ করতে পারে, তাহলে যেকোনো দলের বিরুদ্ধেই লড়াই করতে পারবে।’

গ্রুপ–২-এ আফগানিস্তানের সঙ্গে ছিল ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। এর মধ্যে দুই দলের বিপক্ষে আফগানিস্তানের জয় অনুমেয় ছিল বলেই মনে করেন শেবাগ, ‘সবাই মোটামুটি জানত যে ওরা কমপক্ষে দুই ম্যাচ জিতবেই—নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। তারা ওই দুটি ম্যাচ জিতেছে। আমরা আশা করেছিলাম, ওরা নিউজিল্যান্ডের বিপক্ষেও জিতবে, কিন্তু এটা তখনই সম্ভব হতো যদি ওরা স্কোরবোর্ডের যথেষ্ট রান তুলতে পারত।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিসিবি নির্বাচন তামিম বনাম বুলবুল: ক্লাবগুলোর সমর্থনে এগিয়ে আছেন যিনি

বিসিবি নির্বাচন তামিম বনাম বুলবুল: ক্লাবগুলোর সমর্থনে এগিয়ে আছেন যিনি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ ছড়াতে শুরু ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button