| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে বাদ দিতে যাচ্ছে বিসিসিআই

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ নভেম্বর ০৩ ১৮:১৩:১৫
কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে বাদ দিতে যাচ্ছে বিসিসিআই

কোহলির নেতৃত্বে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই ভরাডুবি ভারতের। যার দায় অনেকটা পড়েছে অধিনায়কের কাঁধে। এছাড়াও কোহলির নেতৃত্বে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপসহ মোট চারটি আইসিসি ইভেন্টে খেলেছে ভারত। যার সবগুলোতেই শিরোপা লুফে নিতে ব্যর্থ হয়েছে কোহলির দল।

ওয়ানডেতে কোহলির অধিনায়কত্ব প্রসঙ্গে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘এখন যদি আমাকে বা অন্য কাউকে জিজ্ঞেস করেন, তাহলে বলব ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আছে।’

বিসিসিআই সেই সূত্র আরও বলেছে, ‘বিসিসিআই খুব অসন্তুষ্ট। বিরাটের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে বড় রকমের প্রশ্ন আছে। এখনো তিন ম্যাচ (টি-টোয়েন্টি বিশ্বকাপে) বাকি, যদি ভারত কোনোভাবে ঘুরে দাঁড়ায় এবং পরের পর্বে উঠে যায়, তাহলে সবকিছু বদলে যেতে পারে।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন রবি শাস্ত্রী। তিনি দায়িত্ব ছাড়লে ভারতের প্রধান কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়। আর কোহলির পর নেতৃত্বভার কার কাঁধে উঠছে, দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করেই তা ঠিক করবে বিসিসিআই।

বিসিসিআই সূ্ত্র জানিয়েছে, ‘এখনো কারও নাম বলার সময় হয়নি। বিশ্বকাপ আগে শেষ হোক। রাহুল দ্রাবিড় হয়তো দলের সঙ্গে কোচ হিসেবে যোগ দিতে পারে। এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা হবে। রোহিত না অন্য কেউ, নাকি বিরাটই চালিয়ে যাবেন, সবকিছুই পরে করা হবে। এমনও হতে পারে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একজন অধিনায়ক ও টেস্টে একজন থাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button