| ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বিসিবির অদ্ভুত সিদ্ধান্তে দল সাজানোই এখন কঠিন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ নভেম্বর ০১ ০৯:৩০:৩৩
বিসিবির অদ্ভুত সিদ্ধান্তে দল সাজানোই এখন কঠিন

তবে তার আগে যে ব্যাপারটা বেশি ভাবাচ্ছে সেটি দল সাজানো নিয়ে। রিজার্ভ বেঞ্চে একজনসহ মোট ১৬ সদস্য নিয়ে বিশ্বকাপ খেলতে আসা দল এখন পরিণত হয়েছে ১৪ জনে। মূল পর্বের দ্বিতীয় ম্যাচ শেষে অল-রাউন্ডার সাইফউদ্দিনের ছিটকে পড়ায় রিজার্ভ থেকে নেওয়া হয় পেসার রুবেল হোসেনকে।

উইকেট রক্ষক নুরুল হাসান সোহান চোট নিয়েই খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। তবে ব্যথা বেড়ে যাওয়ায় উইন্ডিজ ম্যাচে থাকতে হয়েছে বিশ্রামে। শেষ পর্যন্ত সাকিব আল হাসানও বাদ পড়েছেন দল থেকে হ্যামষ্ট্রিং ইনজুরির কারণে। ১৪ সদস্যের দলে পরিণত হওয়া দলটা এখন মূলত ১৩ জনের। কেন না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সোহানের খেলা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।

রুবেলের সঙ্গে ওমান পর্ব শুরুর আগে রিজার্ভ বেঞ্চে ছিলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। অজানা কারণে তাকেও ফেরত পাঠানো হয় দেশে। তাই সাকিবের বিকল্প হিসেবে এই মুহূর্তে কাউকে নেওয়ার সুযোগ নেই। এর কারণ অবশ্য জৈব-সুরক্ষা বলয়।

অতিরিক্ত আর কেউ জৈব সুরক্ষা বলয়ে না থাকায় দলে নেওয়ার আর সুযোগও নেই। যদি আইসিসির দেওয়া কোভিড প্রটোকল অনুযায়ী সুরক্ষা বলয়ের বাইরে থেকে কাউকে দলে নিতেই হয় সেক্ষেত্রে ওই খেলোয়াড়কে কোয়ারেন্টিনে থাকতে হবে ছয় দিন। অথচ এর আগেই শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

দল যখন ১৩ সদস্যে পরিণত হয়েছে তখন আগামী দুই ম্যাচে ভারসাম্যপূর্ণ একাদশ গড়াই কঠিন হয়ে গেল। সাইফউদ্দিনের না থাকাটা খুব বেশি না ভাবালেও সাকিব আল হাসানের বাদ পড়ায় একাদশ সাজানোই এখন কষ্টকর হয়ে পড়েছে। সাকিব যেখানে ব্যাটে-বলে দুইজনের কাজ সামলান সেখানে অধিনায়ককে এখন একজন বোলার বা ব্যাটসম্যান নিয়ে নামতে হবে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে।

সাকিব না থাকায় এখন একাদশে নিতে হবে গত ম্যাচে না খেলা নাসুম আহমেদ, শামীম হোসেন কিংবা রুবেল হোসেনকে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম যেমনটা বলছিলেন, “সাকিব দলে থাকলে একরকম আর না থাকলে আরেক রকম ভাবে দল সাজাতে হবে।

দুইটা স্পিনার তো আমাদের লাগবেই। এখন যেহেতু সাকিব নেই তাহলে মেহেদী হাসানের সঙ্গে নাসুম আহমেদকে খেলাতেই হবে। এ ছাড়া কোনও বিকল্প নেই।” “বিসিবি চাইলে এখানে একজন অলরাউন্ডারও রাখতে পারতো। যেহেতু সুযোগ ছিল। এখন তাহলে আর কোনও সমস্যায় পড়তে হতো না।” যোগ করেন নাজমুল আবেদীন।

ক্রিকেট

ব্রেকিং নিউজ : নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

ব্রেকিং নিউজ : নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে এক যুগেরও বেশি সময় মাঠ কাঁপিয়ে এবার প্রশাসনিক অঙ্গনে পা রাখছেন ...

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি মাইলফলক রচনা হলো ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। কিংবদন্তি ক্রিস গেইলের ...

ফুটবল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

নিজস্ব প্রতিবেদক: ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ...

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ফুটবলের ব্যস্ততম সপ্তাহান্তে জমজমাট লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ...

Scroll to top

রে
Close button