মেজাজ হারিয়ে ক্ষোভ উগরে দিলেন ম্যাক্সওয়েল

এই হারের জন্য ক্রিশ্চিয়ানের অন্ত্বঃসত্ত্বা স্ত্রী জর্জিয়া ডুনকে ইনস্টাগ্রামে আক্রমণ করেন গুটিকয়েক আরসিবি সমর্থক। সমর্থকদের এমন অভব্য আচরণ মেনে নিতে পারলেন না গ্লেন ম্যাক্সওয়েল । সতীর্থের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে পাল্টা ক্ষোভ উগরে দিলেন তিনি। ক্রিশ্চিয়ানও সমর্থকদের একহাত নিয়েছেন।
কিন্তু কেন এমন ঘটনা ঘটল? ঘটনার সূত্রপাত নাইটদের ব্যাটিংয়ের ১২তম ওভারে ক্রিশ্চিয়ানকে তিনটি ছয় মেরেছিলেন সুনীল নারিন । সেই ওভারে মোট ২২ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই জোরে বোলার। এমনকি শেষ ওভারে বল করতে এসে সাত রান আটকাতে পারেননি তিনি। আর সেই কারণে এবার আরসিবির সমর্থকদের রোষের মুখে পড়তে হল ক্রিশ্চিয়ানের অন্ত্বঃসত্ত্বা স্ত্রীকে।
ইনস্টাগ্রামে ক্রিশ্চিয়ানের অন্ত্বঃসত্ত্বা স্ত্রীকে চূড়ান্ত গালিগালাজ করতে থাকেন গুটিকয়েক সমর্থক। এরপরই ইনস্টাগ্রামে নিজের ‘স্টোরি’তে গর্জে ওঠেন ক্রিশ্চিয়ান। লিখেছিলেন, ‘এই ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টগুলি পড়ুন। আজ আমি ভাল খেলতে পারিনি, কিন্তু সেটা তো খেলার অঙ্গ। তাই দয়া করে আমার স্ত্রী-কে এই সবের থেকে দূরে রাখুন।’
ম্যাক্সওয়েলও জোরালো প্রতিবাদ করেছেন। ‘ম্যাড ম্যাক্স’ ট্যুইটারে লিখেছেন, ‘এই মরসুমে আমরা বেশ ভাল পারফরম্যান্স করেছি। তবে দুর্ভাগ্যজনক ভাবে আমরা ফাইনালে যেতে পারলাম না। তবে এতে আমাদের লড়াই অর্থহীন হয়ে যায় না। ইদানিং সোশ্যাল মিডিয়াতে খুবই আবর্জনা ছড়াচ্ছে। আসলে আমরা সবাই প্রতিদিন নিজেদের সেরাটা দিতে চাই। তাই গালিগালাজ না দিয়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন।’
ম্যাক্সি আরও লিখেছেন, ‘আসল সমর্থকদের ধন্যবাদ। তাঁরা সর্বস্ব দেওয়া ক্রিকেটারদের সবসময় সমর্থন করে যায়! তবে দুর্ভাগ্যজনক ভাবে এমন মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়াকে বাজে একটি জায়গা বানিয়ে দিচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। দয়া করে এমন হবেন না।’
- সরকারি ও ঐচ্ছিক ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর
- বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার
- ৩ দফা দাবিতে ঢাকার পথে শিক্ষার্থীদের লং মার্চ আজ: দেশজুড়ে উত্তাল আন্দোলন
- স্বর্ণের দাম আবারও বাড়ল, আজ থেকে কার্যকর নতুন রেট
- বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারি: আলোচনায় এক সিনিয়র ক্রিকেটার
- এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা
- আজকের সৌদি রিয়াল রেট (২৭ আগস্ট)
- আজকের সিঙ্গাপুর ডলার রেট (২৭ আগস্ট ২০২৫)
- টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট ২০২৫)
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৭ আগস্ট)
- বাবরকে নিয়ে কথা বললে বেত দিয়ে পেটানো উচিত’! পাকিস্তান ক্রিকেটে তুমুল ঝড়
- হঠাৎ কেন লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম? জানা গেল আসল কারণ