| ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

দুইশ নারী ভক্তকে যে উপহার দিলেন আশরাফুল

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ অক্টোবর ০৪ ২২:০৭:১৩
দুইশ নারী ভক্তকে যে উপহার দিলেন আশরাফুল

আজ (সোমবার) কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় ও এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীর মধ্যে ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে এ বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করেন আশরাফুল। শহরের ঐতিহ্যবাহী এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠান শেষে প্রায় দুই শতাধিক ভক্তকে অটোগ্রাফ দেন তিনি। অটোগ্রাফের পাশাপাশি শিক্ষার্থীরা এ তারকার ক্রিকেটারের সঙ্গে ছবি তুলতে ভিড় জমান।

পরে বিকেলে কিশোরগঞ্জ পৌরসভা মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধমূলক এক পরামর্শ সভায় অংশ নেন মোহাম্মদ আশরাফুল। সেখানে এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর আশরাফুলের প্রশংসা করে বলেন, ‘সকালে আশরাফুল কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কর্মসূচিতে ছিলেন। তার পর আমার স্কুলে গিয়েছিলেন। আশরাফুল তরুণদের কাছে যে কতোটা জনপ্রিয় তা আজ আমার স্কুলের কর্মসূচিতে দেখেছি। প্রায় দুই শতাধিক মেয়কে তিনি অটোগ্রাফ দিয়েছেন, একটুও বিরক্ত হননি।’

তিনি আরও বলেন, ‘আমি জানি আশরাফুল পাঁচ ওয়াক্ত নামজ পড়ে, সে খুব ধার্মিক। মনের দিক থেকেও সে খুব ভালো ছেলে। আমরা এতদিন জানতাম যে আশরাফুল খুব ভালো ক্রিকেট খেলে। কিন্তু আজকে আমি ও আমার স্কুলের মেয়েরা জানল যে আশরাফুল ভালো একজন মানুষও বটে।’

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশরাফুল জেলা শহরের ঐতিহ্যবাহী এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গল্পের ছলে ডেঙ্গুর ভয়াবহতা ও এডিস মশা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তা তুলে ধরেন। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে ১০টি করে ডেঙ্গু বিষয়ক প্রচারপত্র দেওয়া হয় মানুষের মাঝে বিলি করার জন্য। শিক্ষার্থীরা ক্রিকেটার আশরাফুলের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তারাও ডেঙ্গু রোধে কাজ করার অঙ্গীকার করে।

ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যতিক্রমধর্মী এ প্রচারণা আরও অংশ নেয় বাংলাদেশ ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক ‘টাইগার শোয়েব’ খ্যাত শোয়েব আলী।

ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যতিক্রমধর্মী এ প্রচারণা ও আলোচনা সভায় এসভি সরাকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুল্লাহ, ডেঙ্গু রোধে কিশেরগঞ্জ উদ্যোগের সমন্বয়কারী জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদুল হক লাভলু, জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা.খালেকুল ইসলাম ববি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুর রহমান জনি, বিজ্ঞান একাডেমির পরিচালক মনিরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ১১ ডিসেম্বর কিশোরগঞ্জের ভৈরবের মেয় অনিকা তাসলিমা অর্চিকে বিয়ে করেন মোহাম্মদ আশরাফুল।

ক্রিকেট

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫। ...

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত সন্ধ্যা। ইউএস ওপেন টেনিসে ...

ফুটবল

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরতে চলেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ফেরার ...

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

নিজস্ব প্রতিবেদক:ফুটবল দুনিয়ায় আবারো হতাশার খবর দিলেন নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা ...

Scroll to top

রে
Close button