সাকিবের বোলিং দেখে বাংলায় স্টাটাস দিলো কলকাতা নাইট রাইডার্স

ইনিংসের সপ্তম ওভারে এদিন নিজের স্পেলের প্রথম ওভার করতে আসেন সাকিব। প্রথম ওভারে মাত্র চার রান ব্যয় করেছেন এই বাঁহাতি। এই ওভারের পঞ্চম বলে এসে কেন উইলিয়ামসনকে রান আউট করলে প্রিয়াম গার্গের সাথে জুটি বিচ্ছিন্ন হয় উইলিয়ামসনের।
ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভারে এসে অবশ্য আবারও বল হাতে দুর্দান্ত জ্বলে উঠেছেন সাকিব। এই ওভারেও অবশ্য সাকিব একটি উইকেটের দেখা পেয়ে যেতেন। চতুর্থ বলে প্রিয়াম গার্গকে বল করলে গার্গ ক্যাচ তুলে দেন সাকিবের হাতে।
তবে সেই ক্যাচ নেয়ার জন্য সাকিব অনেক চেষ্টা করলেও তা হাত ফসকে যায়। ফলে উইকেট বঞ্চিত হন সাকিব। এই ওভারেও খরচ করেন মোট ৪ রান। ইনিংসের ১১তম ও ব্যক্তিগত স্পেলের তৃতীয় ওভারে এসে অবশ্য আর উইকেটের জন্য অপেক্ষা করতে হয়নি সাকিবকে।
১০ বলে ৬ রান করা অভিষেক শর্মাকে প্রথম বলেই সাজঘরে ফেরত পাঠিয়ে দেন এই টাইগার অলরাউন্ডার সাকিব। সেই সাথে ব্যয় করেন মাত্র ২ রান।
নিজের স্পেলের শেষ ওভারে এসে অবশ্য সাকিব ১০ রান ব্যয় করেছেন। তবে চার ওভারে সাকিব সর্বমোট ব্যয় করেছেন ২০ রান, উইকেট নিয়েছেন ১টি। সাকিবের ইকোনোমি ছিল মাত্র ৫।
সাকিবের এমন পারফরম্যান্সে যারপরনাই খুশি নাইট টিম ম্যানেজমেন্ট। তাইতো সাকিবের বোলিং শেষে কলকাতা তাদের ফেসবুক পেইজে করা একটি পোস্টে প্রশংসায় ভাসিয়েছে সাকিবকে।
কলকাতা তাদের ফেসবুক পোস্টে সাকিবের একটি ছবি সংযুক্ত করে সেটার ক্যাপশনে সাকিবের বোলিং স্পেল যুক্ত করার সাথে লেখে, ‘’সাকিবের ফাটাফাটি স্পেল’’।
সাকিবকে নিয়ে এমন পোস্ট করার পর তার বাংলাদেশ ও ভারত উভয় দেশের ভক্তরাই প্রশংসায় ভাসিয়েছে তাকে।
- সরকারি ও ঐচ্ছিক ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর
- বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার
- ৩ দফা দাবিতে ঢাকার পথে শিক্ষার্থীদের লং মার্চ আজ: দেশজুড়ে উত্তাল আন্দোলন
- স্বর্ণের দাম আবারও বাড়ল, আজ থেকে কার্যকর নতুন রেট
- বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারি: আলোচনায় এক সিনিয়র ক্রিকেটার
- এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা
- আজকের সৌদি রিয়াল রেট (২৭ আগস্ট)
- আজকের সিঙ্গাপুর ডলার রেট (২৭ আগস্ট ২০২৫)
- টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট ২০২৫)
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৭ আগস্ট)
- বাবরকে নিয়ে কথা বললে বেত দিয়ে পেটানো উচিত’! পাকিস্তান ক্রিকেটে তুমুল ঝড়
- হঠাৎ কেন লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম? জানা গেল আসল কারণ