চার ছক্কার ঝড়ো সেঞ্চুরিতে রাজস্থানকে বিশাল রানের টার্গেট দিলে চেন্নাই

রাজস্থানের সামনে প্লে-অফের দৌড়ে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে। সুতরাং সঞ্জু স্যামসনদের কাছে এটি কার্যত ডু-অর-ডাই ম্যাচ। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৮৯ রান তুলেছে চেন্নাই।
১৯ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলেছে। রুতুরাজ ৫৮ বলে ৯৫ রান করে অপরাজিত রয়েছেন। ১১ বলে ১৭ রান করেছেন জাদেজা।
১৮ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলেছে। রুতুরাজ ৫৭ বলে ৯৩ রান করে অপরাজিত রয়েছেন। ৬ বলে ৮ রান করেছেন জাদেজা।
প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল ২০২১-এ ৫০০ রান পূর্ণ করলেন রুতুরাজ গায়কোয়াড়। সেই সঙ্গে লোকশ রাহুলের থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেন তিনি।
১৭তম ওভারের দ্বিতীয় বলে আম্বাতির উইকেট তুলে নিলেন সাকারিয়া। ৪ বলে ২ রান করে ফিলিপসের হাতে ধরা পড়েন রায়াড়ু। চেন্নাই ১৩৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা।
আকাশ সিংয়ের ১৬তম ওভারে ১৭ রান তোলে চেন্নাই সুপার কিংস। ২টি চার ও ১টি ছক্কা মারেন রুতুরাজ। ১৬ ওভার শেষে সিএসকে ১৩৩/৩। রুতুরাজ ৮০ রানে ব্যাট করছেন।
১৫তম ওভারে তেওয়াটিয়ার প্রথম ২ বলে জোড়া ছক্কা হাঁকান রুতুরাজ। তৃতীয় বলে ১ রান নেন তিনি। সেই ওভারেই চতুর্থ বলে মইন আলির উইকেট তুলে নেন তেওয়াটিয়া। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২১ রান করে স্টাম্প আউট হন মইন। চেন্নাই ১১৪ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আম্বাতি রায়াড়ু। ১৫ ওভার শেষে সিএসকে ১১৬/৩। রুতুরাজ ৬৫ রানে ব্যাট করছেন। তেওয়াটিয়া ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩৯ রানে ৩ উইকেট নিয়ে।
৬টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রুতুরাজ। সেই সঙ্গে চেন্নাই পৌঁছে যায় তিন অঙ্কে। ১৪ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ২ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছে।
১০ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ২ উইকেটের বিনিময়ে ৬৩ রান তুলেছে। রুতুরাজ গায়কোয়াড় ৩১ বলে ৩২ রান করে অপরাজিত রয়েছেন। ৫ বলে ৩ রান করে নট-আউট রয়েছেন মইন আলি।
নিজের প্রথম ওভারে বল করতে এসে ডু'প্লেসিকে আউট করেন তেওয়াটিয়া। এবার দ্বিতীয় ওভারে বল করতে এসে রায়নার উইকেট তুলে নিলেন তিনি। ৫ বলে ৩ রান করে দুবের হাতে ধরা পড়েন রায়না। ৮.৩ ওভারে ৫৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় সিএসকে। ক্রিজে নতুন ব্যাটসম্যান মইন আলি। ৯ ওভারে চেন্নাই ৫৯/২।
সপ্তম ওভারের পঞ্চম বলে রাহুল তেওয়াটিয়া ফেরালেন ডু'প্লেসিকে। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৫ রান করে স্টাম্প আউট হন ডু'প্লেসি। চেন্নাই ৪৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সুরেশ রায়না। ৭ ওভারে চেন্নাই ৪৮/১। পাওয়ার প্লে-র ৬ ওভারে চেন্নাই কোনও উইকেট না হারিয়ে ৪৪ রান তুলেছে।
৫ ওভার শেষে চেন্নাই সুপার কিংস বিনা উইকেটে ৩৪ রান তুলেছে। রুতুরাজ গায়কোয়াড় ১৬ বলে ১৮ রান করে অপরাজিত রয়েছেন। ফ্যাফ ডু'প্লেসি ব্যাট করছেন ১৪ বলে ১৬ রান করে।
চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু'প্লেসি। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন আকাশ সিং। প্রথম বলেই বাউন্ডারি মারেন রুতুরাজ। শেষ বলে আরও একটি ছক্কা মারেন তিনি। প্রথম ওভারে ১০ রান ওঠে।
রাজস্থান বিদেশির কোটায় লিভিংস্টোন ও মরিসকে বসিয়ে জায়গা করে দেয় গ্লেন ফিলিপস ও ডেভিড মিলারকে। রিয়ান পরাগ ও কার্তিক ত্যাগীর বদলে তারা মাঠে নামায় আকাশ সিং ও মায়াঙ্ক মার্কান্ডেকে।
রাজস্থান চার বিদেশির কোটায় মাঠে নামায় লুইস, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার ও মুস্তাফিজুরকে।
রাজস্থানের প্লেয়িং ইলেভেন: যশস্বী জসওয়াল, এভিন লুইস, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটককিপার), গ্লেন ফিলিপস, শিবম দুবে, আকাশ সিং, রাহুল তেওয়াটিয়া, ডেভিড মিলার, মায়াঙ্ক মার্কান্ডে, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।
চেন্নাই চার বিদেশি ক্রিকেটারের কোটায় মাঠে নামায় ফ্যাফ ডু'প্লেসি, মইন আলি, স্যাম কারান ও জোস হ্যাজেলউডকে।
চেন্নাইয়ের প্লেয়িং ইলেভেন: ফ্যাফ ডু'প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কেএম আসিফ ও জোস হ্যাজেলউড।
চেন্নাই সুপার কিংস কার্যত নিয়মরক্ষার ম্যাচে বিশ্রাম দেয় ডোয়েন ব্র্যাভো ও দীপক চাহারকে। তারা পরিবর্তে মাঠে নামায় স্যাম কারান ও আসিফকে।
আবু ধাবিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে টস জিতল রাজস্থান রয়্যালস। টস জিতে রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাইকে। সুতরাং, টস হেরে শুরুতে ব্যাটিং সিএসকের।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর প্রথম লেগে রাজস্থান রয়্যালসকে ৪৫ রানে পরাজিত করে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে চেন্নাই ৯ উইকেটে ১৮৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ৯ উইকেটে ১৪৩ রানে আটকে যায়।
- বুক ধড়ফড়: হৃদয়ের অস্বস্তি নাকি বিপদের সংকেত জেনেনিন কারণ, লক্ষণ ও মুক্তির উপায়
- প্রবাসীদের জন্য নতুন সুখবর ঘোষণা করলো সরকার
- কিডনিতে পাথরের ঝুঁকি কেন বাড়ে,জেনেনিন রক্ষা পাবেন যেভাবে
- মেয়েদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে পুরুষের যে গুণটি
- বিমান দুর্ঘটনায় প্রাণ গেল ২৬০ জনের,জানা গেলো আসল কারন
- দাঁড়ালে মাথা ঘুরে ও চোখে ঝাপসা দেখেন, তাহলে সাবধান
- পোলার্ড ও পুরানের ব্যাটিং দেখলো ক্রিকেটবিশ্ব
- জামায়াত আমির স্ট্যাটাসে জানালেন ‘ভাষা হারিয়ে ফেলেছি’
- দাঁতের ব্যথায় ওষুধ ছাড়াই মিলবে স্বস্তি—জেনে নিন সহজ ১০টি উপায়
- কুয়েত প্রবাসীদের জন্য বিশাল সুখবর
- দিনের শুরুতেই খালি পেটে পানি পান, বিশেষজ্ঞের পরামর্শ
- শক্তি বাড়িয়ে আবারও রাজত্বে ফিরছে ব্রাজিল
- শাহজালালে বিমান বন্দরে নতুন আতঙ্ক, বিমানে শেষ হলো তল্লাশি
- বড় সুখবর গ্রামীণফোন গ্রাহকদের জন্য
- ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে আর্চারের বাজিমাত