অবশেষে সামনে এলো ওয়ার্নারের আইপিএল ছাড়ার আসল কারণ

বিতর্কের আগুন এই মরসুমের শুরু থেকেই ধিকিধিকি করে জ্বলছিল। তাতে ঘৃতাহুতি হয় আইপিএলের প্রথম পর্বে ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে সরানোর মধ্যে দিয়ে। আর দ্বিতীয় পর্বে তাঁর খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়ার পরে এমনিতেই জল্পনা শুরু হয়েছিল। আর রাজস্থান রয়্যালসের বিপক্ষে হায়দরাবাদ ম্যাচের পরে সেই জল্পনাতেই কার্যত শিলমোহর দিয়ে ফেললেন ডেভিড ওয়ার্নার।
ইনস্ট্রাগ্রামে এক ভক্তের মন্তব্যের উত্তরে তিনি বুঝিয়েছেন হায়দরাবাদের হয়ে আর খেলা হচ্ছে না।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭ উইকেটে জয়লাভ করে সানরাইজার্স হয়াদরাবাদ। ম্যাচ জিতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে পোস্ট করে হায়দরাবাদ।
পোস্টের নিচে এক ভক্ত ওয়ার্নারের না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি কাঁদছি। তুমি বিশ্রাম নাও এবং দ্রুত কামব্যাক কর। ’ ভক্তের দেয়া টুইটের জবাবে এ ওপেনার বলেন, ‘দুর্ভাগ্যবশত হয়তো আর কখনও নয় (ফেরা হবে না), কিন্তু দলকে সমর্থন করা থেকে বিরত থেকো না। ’
আইপিএলের প্রথম পর্বে ব্যাটে প্রত্যাশিত রান না পাওয়ার কারণে হায়দরাবাদের অধিনায়কত্ব থেকে বাদ দেয়া হয় ওয়ার্নারকে। গতকালের ম্যাচে ওয়ার্নার না থাকার কারণ হিসেবে দলটির প্রধান কোচ ট্রেভর বেলিস জানিয়েছেন, দলে তরুণদের সুযোগ দেয়ার জন্যই তিনি মাঠে আসেননি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেলিস বলেন, ‘এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তবে আমরা চাই তরুণরা খেলার অভিজ্ঞতা পাক। ডেভ (ওয়ার্নার) হোটেল থেকে খেলা দেখে দলকে সমর্থন করে যাচ্ছে। সবাই এক সঙ্গেই আছি। ’ অস্ট্রেলিয়ান এ ওপেনারের নেতৃত্বে ২০১৬ সালে আইপিএলের শিরোপা জেতে হায়দরাবাদ। ব্যাট হাতে দলটির হয়ে ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত সাত মৌসুমে গড়ে ৫০০ রান করে নিয়েছেন। ২০১৭ এবং ২০১৯ সালে তিনি দলের হয়ে ৬০০ রানের বেশি সংগ্রহ করেন।
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- তৌহিদ আফ্রিদি গ্রেফতার যেভাবে ঢাকায় আনা হলো আফ্রিদিকে
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ইতিহাস গড়ে ক্যামেরার সামনে দারিয়ে যা বললেন সাকিব
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিচ্ছে সরকার