বিসিবি নির্বাচনের বাকী আর মাত্র কয়েকদিন এর আগেই নতুন সিদ্ধান্ত নিলেন ফাহিম

শনিবার (২৫ সেপ্টেম্বর) রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিসিবি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন বিকেএসপি কোচ ফাহিম। এ সময় তিনি জানান, সুজনের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। নির্বাচনে ক্যাটাগরি-৩ থেকে সুজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাহিম।
এই ক্যাটাগরিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেট, বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড, বিকেএসপি, কোয়াব ও আম্পায়ার্স বোর্ডের কাউন্সিলররা নির্বাচন করতে পারেন। ফাহিম বলেন, ‘আমাকে দেখে কেউ অযোগ্য ভাববে না এটা আমি নিশ্চিত। আমি যদি বিজয়ী হতে না-ও পারি, কোনো যোগ্য লোক আসে, এতে সবাই কিছুটা হলেও খুশি হবে।
আমাকে দেখে ভবিষ্যতে আরেকজন এখানে আসতে পারে।’ ‘আমি জেনেই দাঁড়াচ্ছি সুজন একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। আমাকে জিততেই হবে তা না কিন্তু। তবে আমি জিততেও পারি। আমি জানি ও ফেভারিট। সবাই হয়ত তাই বলবে। আমার মনে হয় এই জায়গায় আমারও যোগ্যতা আছে এবং অনেক কিছু দেওয়ার।’
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ডে নতুন প্রতিনিধিদের দেখার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। ফাহিম মনে করছেন, তার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সেই পথ সুগম হল। ফাহিম জানান, ‘সভাপতি কয়েকদিন আগেই বলেছিলেন, তিনি নতুন মুখ দেখতে চান, নতুন ধারণা চিন্তাভাবনা চান। আমি সুযোগ পেলে নতুন ভাবনা নিয়ে আসতে পারব।
আমি আসলে টেবিলে নতুন কিছু দিতে পারব যা বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজে লাগবে।’ আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় শুরু হবে ভোটগ্রহণ, শেষ হবে বিকাল ৫টায়। ভোট গণনা শেষে এদিনই প্রকাশ করা হবে প্রাথমিক ফলাফল। বিসিবি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে পরদিন, ৭ অক্টোবর বিকাল ৩টায়।
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- তৌহিদ আফ্রিদি গ্রেফতার যেভাবে ঢাকায় আনা হলো আফ্রিদিকে
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ইতিহাস গড়ে ক্যামেরার সামনে দারিয়ে যা বললেন সাকিব
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ
- কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিচ্ছে সরকার