নো বলেই হেরে গেল ভারত

সেই অবস্থা থেকে দলকে টেনে নিয়ে ৫ উইকেটের জয় উপহার দেন বেথ মুনি। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডেতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে অসিরা। এর আগে প্রথম ম্যাচে ১২৬ রানের টার্গেট তাড়ায় ৯ উইকেটের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া। অবশ্য ম্যাচের শেষ ওভারেও জয়ের স্বপ্নে বিভোর ছিল ভারত।
শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ১৩ রান করতে হতো। ভারতীয় অধিনায়ক মিথিলা রাজ বল তুলে দেন দেশের সেরা পেসার ঝুলন গোস্বামীর হাতে। প্রথম দুই বলে ৫ রান খরচ করা গোস্বামী তৃতীয় বল নো দেন। জয়ের জন্য শেষ তিন বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৬ রান।
চতুর্থ ও পঞ্চম বলে মাত্র তিন রান খরচ করেন ঝুলন। শেষ বলে অসিদের প্রয়োজন ছিল ৩ রান। তখনও জয়ের স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু স্নায়ুচাপের কারণে শেষ বলেও নো দেন ঝুলন। সেই বলে ক্যাচ তুলে দিয়েও লাইফ পান ৩৭ রানে অপরাজিত থাকা নিকোলা কেরি।
নো বলের কল্যাণে অতিরিক্ত ১ রান পায় অস্ট্রেলিয়া। আর শেষ বলে দুই রান নিয়ে জয় নিশ্চিত করেন কেরি। মূলত শেষ ওভারে নো বলের কারণেই জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় মিথিলা রাজদের। শুক্রবার কুইন্সল্যান্ডে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান করে ভারত।
দলের হয়ে ৯৪ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৮৬ রান করেন স্মৃতি মান্ধানা। এছাড়া ৪৪ রান করেন রিচা ঘোষ। অস্ট্রেলিয়া নারী দলের হয়ে ৪৫ রানে ৩ উইকেট নেন তাহলিয়া ম্যাকগ্রা। টার্গেট তাড়া করতে নেমে ৫২ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া।
পঞ্চম উইকেটে অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রাকে সঙ্গে নিয়ে ১২৬ রানের জুটি গড়েন ওপেনার বেথ মুনি। ৭৭ বলে ৯টি চারের সাহায্যে ৭৪ রান করে ফেরেন তাহলিয়া। এরপর নিকোলা কেরিকে সঙ্গে নিয়ে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার বেথ মুনির।
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- তৌহিদ আফ্রিদি গ্রেফতার যেভাবে ঢাকায় আনা হলো আফ্রিদিকে
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ইতিহাস গড়ে ক্যামেরার সামনে দারিয়ে যা বললেন সাকিব
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ
- কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিচ্ছে সরকার