আজকে দেশ ছাড়লেন তামিম

ঢাকা ছাড়ার আগে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করেছেন তামিম। এদিন ছেলে আরহামকে নিয়ে মাঠে আসেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেন্টার উইকেটে দীর্ঘক্ষণ ঝালিয়ে নেন নিজেকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরে আসেন তামিম। খেলেননি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজেও।
এই সময় হাঁটুর চোট থেকে পুনর্বাসনের জন্য পুরোপুরি বিশ্রামে ছিলেন তামিম। তবে পুনর্বাসনের সময়েও নিয়মিত ফিটনেস ট্রেনিং করে গেছেন তিনি। হাঁটুর ইনজুরিতে ভোগার পর নেপালের এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম। দীর্ঘদিন ধরে খেলেননি জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি। তাই নাম সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ থেকে।
তবে রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবেই খেলছেন ইপিএলে। ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সে সতীর্থ হিসেবে পাচ্ছেন শাহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, উপুল থারাঙ্গা, কেসরিক উইলিয়ামসের মতো তারকা ক্রিকেটারদের। শনিবার (২৫ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এভারেস্ট প্রিমিয়ার লিগ। তামিমের দলের প্রথম ম্যাচ রোববার (২৬ সেপ্টেম্বর)।
এদিকে, বিশ্বকাপ দলে তামিম না থাকায় প্রতিবাদ করেছে সমর্থকরা। তামিমকে দলে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে মানববন্ধনে এক তরুণ বলেন, প্রধানমন্ত্রী আপনি তামিমকে ডেকে কথা বলুন, আপনি ডাকলে তামিম দলে ফিরবে।
বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন তামিম। অথচ বাংলাদেশের হয়ে আইসিসির ইভেন্টে কোনো অর্জন নেই তার, অর্জন নেই বাংলাদেশেরও। এই দুটি আক্ষেপ ঘুচাতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জেতার ঘোষণা দিয়ে টুর্নামেন্টে খেলতে যেতে চান তিনি।
গত রোববার (১৯ সেপ্টেম্বর) এ নিয়ে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ডের সঙ্গে ফেসবুক লাইভে কথা বলেন তামিম। আইসিসির পূর্ববর্তী ইভেন্টগুলোতে বাংলাদেশের গর্ব করার মতো তেমন কিছু না থাকলেও তামিম মনে করেন, ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে। বলেন, ২০২৩ বিশ্বকাপকে আমি মনে করি, আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর আছে আমাদের।
ক্যারিয়ার শেষ করার আগে স্মরণীয় কিছু করার প্রত্যয়ে তামিম বলেন, আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যা বাংলাদেশ সবসময় মনে রাখবে। আমাদের চারজনের যে অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ যে ক্রিকেটাররা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, ২০২৩ বিশ্বকাপে আমাদের অবশ্যই সুযোগ আছে।
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- তৌহিদ আফ্রিদি গ্রেফতার যেভাবে ঢাকায় আনা হলো আফ্রিদিকে
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ইতিহাস গড়ে ক্যামেরার সামনে দারিয়ে যা বললেন সাকিব
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ
- কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিচ্ছে সরকার