আইপিএলে আলোচনার তুঙ্গে ফিক্সিং বিতর্ক

গড়াপেটা নিয়ে জিরো টলারেন্স নীতি বিসিসিআইয়ের। রাজস্থান রয়্যালস ম্যাচের ঠিক আগে দুপুর নাগাদ নিজের ইনস্টাগ্রাম পোস্টে দীপক হুডা নিজের একটি ছবি পোস্ট করেন।
যে ছবিতে তাঁকে দেখা যাচ্ছে হেলমেট পরছেন। ক্যাপশনে লেখা, “আমরা আসছি পাঞ্জাব কিংস।” সঙ্গে তিনটে হ্যাশট্যাগ দিয়েছেন #pbksvsrr #ipl2021 #saddapunjab।
এই পোস্টে বোর্ডের দুর্নীতি নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা, তা খতিয়ে দেখবেন সাবির হুসেন শেখাদাম খান্ডেলওয়ালের নেতৃত্বাধীন দুর্নীতিদমন বিভাগ। বোর্ডের দুর্নীতি দমন শাখার এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, “দুর্নীতি দমন শাখা পুরো বিষয়টি খতিয়ে দেখবে। নিয়ম অনুযায়ী সরকারিভাবে দল ঘোষণার আগে কোনওভাবেই দলের একাদশ ফাঁস করা যাবে না।” দীপক হুডা নিজের হেলমেট পরা ছবির মাধ্যমে তিনি যে আসলে প্রথম একাদশে রয়েছেন, তা কি বুঝিয়ে দিতে চেয়েছেন, সেটাই প্রশ্ন আধিকারিকদের।
সোশ্যাল মিডিয়ায় ডিরেক্ট মেসেজের মাধ্যমে ফ্যান এবং ফলোয়ারদের বার্তা কীভাবে রিয়াক্ট করা যাবে, সেই বিষয়ে বলতে গিয়ে সেই আধিকারিক জানিয়েছেন, প্রতিটি ক্ষেত্রেই নির্ধারিত নিয়ম রয়েছে বোর্ডের। তা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে প্রত্যেককে।
গত বছর আইপিএল শুরুর আগে প্রাক্তন দুর্নীতি দমন শাখার আধিকারিক অজিত সিং জানিয়েছিলেন, “অতিমারীর কারণে শারীরিকভাবে কাছাকাছি আসা সম্ভব নয়। তাই দুর্নীতির প্রস্তাব এলে তা সোশ্যাল মিডিয়া মারফতই হবে। তাই প্রত্যেক তারকার সোশ্যাল মিডিয়া পোস্টে এসিইউ (এন্টি করাপশন ইউনিট) এবং সংশ্লিষ্ট দল কড়া নজর রাখে।” বেশ কিছু তারকার ক্ষেত্রে নিজস্ব পিআর দল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকে। তবে প্রত্যেক পোস্টের ক্ষেত্রেই সংশ্লিস্ট ক্রিকেটারকে দুর্নীতিমুক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হতে হয়।
অজিত সিং জানিয়েছিলেন, “বেশ কিছু ক্রিকেটারের ক্ষেত্রে নিজস্ব সোশ্যাল মিডিয়া টিম থাকে। তবে দিনের শেষে এটা সেই ক্রিকেটারের একাউন্ট। বিতর্কের পোস্টে সেই ক্রিকেটারকেই দায়িত্ব নিতে হবে। সন্দেহজনক যাতে কিছু পোস্ট না হয়, সেটা ওদেরই নিশ্চিত করতে হবে। কিছু নজরে এলেই দুর্নীতি দমন শাখাকে জানাতে হবে।”
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- তৌহিদ আফ্রিদি গ্রেফতার যেভাবে ঢাকায় আনা হলো আফ্রিদিকে
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ইতিহাস গড়ে ক্যামেরার সামনে দারিয়ে যা বললেন সাকিব
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ
- কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিচ্ছে সরকার