ম্যাচ শেষ হওয়ার ১৬ ঘন্টা পর সবার চোখে পড়লো এই অদ্ভুত রেকর্ড

১৪তম আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচে একটি অনন্য দৃশ্য দেখাল পঞ্জাব কিংস। শেষ ১২ বলে ৮ রান করতে পারেনি তারা এবং শেষ পর্যন্ত রাজস্থানের কাছে ২ রানে পরাজিত হল পঞ্জাব কিংস।
তবে এদিন প্রথম থেকে ম্যাচের রাশ নিজিদের হাতে ধরে রেখেছিল পঞ্জাব। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৫ রান তোলে রজস্থান রয়্যালস।
জবাবে মাত্র ১১.৪ ওভারে বিনা উইকেট হারিয়ে ১২০ রান তুলে নিয়েছিল পঞ্জাব। ওভার প্রতি প্রায় ১০ রান করে স্কোর বোর্ডে যুক্ত করেছিলেন কেএল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল। জুটিতে দলের হয়ে ১২০ রান করেন তারা।
ম্যাচের সেই মুহূর্তে অনেকে ভেবেই নিয়েছিলেন যে সহজেই এদিনের ম্যাচ হয়তো জিতবে পঞ্জাব। ১৯ ওভারে যখন ২ উইকেটের বিনিময়ে পঞ্জাবের রান ১৮২ তখনও সকলে কেএল রাহুলদের নিশ্চিত জয় ধরে নিয়েছিল।
কিন্তু ভাগ্যের ফেরে বদলে যায় ম্যাচের ছবি। জেতা ম্যাচ হারতে হয় পঞ্জাবকে। এমন অবস্থায় সকলে বলতে শুরু করেন এটা প্রথম নয়, এর আগেও একই ঘটনা ঘটেছিল কেএল রাহল ও মায়াঙ্ক আগরওয়ালদের সঙ্গে।
পঞ্জাব কিংস দলের অধিনায়ক কেএল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়ালের জুটি তাদের নামে একটি অবাঞ্ছিত রেকর্ড তৈরি করে ফেললো এদিন।
রাহুল এবং মায়াঙ্ক আইপিএলের ইতিহাসে মোট ৪ বার ওপেনিং জুটিতে শতরান করেছেন এবং চারবারই পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে তাদের।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে এই ম্যাচের আগে, তিনি একই মরশুমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১২২ রানের পার্টনারশিপ করেছিলেন তারা। সেই ম্যাচেও তাদের হারতে হয়েছিল।
২০২০ সালে কেকেআর -এর বিরুদ্ধে মায়াঙ্ক এবং রাহুল প্রথম উইকেটে ১১৫ রান যোগ করেছিলেন, সেই ম্যাচেও তাদের পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল এবং ২০২০ সালেই রাজস্থানের বিপক্ষে ১৮৩ রানের পার্টনারশিপ করেও পঞ্জাব কিংস হেরেছিল।
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- তৌহিদ আফ্রিদি গ্রেফতার যেভাবে ঢাকায় আনা হলো আফ্রিদিকে
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ইতিহাস গড়ে ক্যামেরার সামনে দারিয়ে যা বললেন সাকিব
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ
- কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিচ্ছে সরকার