| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

নেইমার তার ভুঁড়ি নিয়ে রসিকতার জন্য কড়া জবাব দিলেন

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ সেপ্টেম্বর ০৪ ১৬:৫২:৩৬
নেইমার তার ভুঁড়ি নিয়ে রসিকতার জন্য কড়া জবাব দিলেন

এরপর তিনি পিএসজির হয়ে ফিরেছেন, খেলেছেন ব্রাজিলের হয়েও। কিন্তু ভুঁড়ি কি আর অতো সহজে কমে! ব্রাজিলের জয়ের পরও তাই আলোচনার বিষয় হয়ে থাকল নেইমারের সেই ভুঁড়ি। পিএসজি তারকা হলেন রসিকতার শিকার।

সেসব অবশ্য পাত্তাই দেননি তিনি। রসিকতার জবাব নেইমার দিলেন পাল্টা রসিকতায়। তাতে অবশ্য মিশে থাকল শ্লেষের সুরও।

রসিকতা, সমালোচনার শুরু অবশ্য পিএসজির হয়ে মাঠে নামার দিন থেকে। রক্ষণে সহায়তা করেননি সে ম্যাচে, আক্রমণ থেকে নামেননি নিচে। তার কারণ হিসেবে ফরাসি রক্ষণ দেখল তার মুটিয়ে যাওয়াকে। সংবাদ মাধ্যমে আলোচনা হলো, তিনি মুটিয়ে গেছেন, তাই প্রত্যাবর্তনটা সহজ হলো না ইত্যাদি ইত্যাদি।

এরপর ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন, দলও জিতেছে। কিন্তু সমালোচনা থেকে রেহাই মেলেনি নেইমারের। দলও ভালো খেলেনি, তাই বলির পাঁঠা বানানো হলো নেইমারের ভুঁড়িকে। সামাজিক যোগাযোগ মাধ্যম তো আরেক কাঠি সরেস, নানা রকম মিম, আর ট্রলে বিদ্ধ করা হলো নেইমারকে। সেসব পড়েছে ব্রাজিল তারকার চোখেও। সেসবেরই জবাব দিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে।

প্রথমে রসিকতা করেই জানালেন, জার্সি ছোট দেওয়া হয়েছিল তাকে, যে কারণে বড় দেখাচ্ছিল তার ভুঁড়ি। সঙ্গে দলের জয়ের কথাও মনে করিয়ে দিতে ভুললেন না। বললেন, ‘আমরা ভালো খেলেছি তো? না। জয় তুলে নিয়েছি তো? হ্যাঁ।’ নিচের অংশে লিখলেন, ‘জার্সিটা ‘জি’ (ইউরোপীয় এল) সাইজের। আমি আমার ওজনমতোই আছি। পরের ম্যাচে আরেকটু বড় জার্সি দিতে বলবো।’ সঙ্গে জুড়ে দিয়েছিলেন কয়েকটি হাসির ইমোজি।

এরপরই শ্লেষের সুরে বললেন, ‘মাঠে আমরা তো নাচি, আর তোমরা তাই দেখো।’ সঙ্গে লিখেছিলেন আরও একটা অশ্রাব্য ভাষায় এক গালিও। এরপর সমালোচকদের জানিয়েছেন, তোমরা সমালোচনা করতে থাকো, আমরা জিততে থাকবো, ইতিহাস গড়তে থাকবো।

তবে নেইমার যাই বলুন, শেষ কিছুদিনে তার এমন মুটিয়ে যাওয়া ব্রাজিল ভক্ত-সমর্থকদের প্রমাদ গুণতে বাধ্য করছে বটে। ৩০ পেরোলেই ব্রাজিলীয়রা ফুরিয়ে যায় অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণে। নেইমারের ভুঁড়ি যেন তারই সূচক। এমন অপবাদ যে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে যে কারণে।

মাঠের সাফল্য পেতে থাকলে অবশ্য এসব সমালোচনা আর শঙ্কা মিলিয়েই যাবে রিও ডি জেনিরো নদীতে। তার একটা সুযোগ আগামীকাল রাতে আবারও পাচ্ছেন নেইমাররা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের মাঠেই বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নামবে তার দল।

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button