| ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এবার বাংলাদেশের আসল লক্ষ্যের কথা জানালেন টাইগাররা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ সেপ্টেম্বর ০২ ১৯:৩২:৪৩
এবার বাংলাদেশের আসল লক্ষ্যের কথা জানালেন টাইগাররা

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।

দারুণভাবে সিরিজের প্রথম ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডকে তাদের টি-২০ ইতিহাসে সর্বনিম্ন ৬০ রানে অলআউট করে দেয় টাইগাররা। ব্যাটিংয়ের শুরুতে চাপে পড়লেও ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১১তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। অবশ্য হোম কন্ডিশন বিবেচনায় এমনটা প্রত্যাশিত ছিল।

মিরপুরের স্লো ও নিচু উইকেট বাংলাদেশের স্পিনার এবং পেসার মুস্তাফিজুর রহমানের জন্য যথার্থ। এখানে কাটার এবং স্লোয়ার খুব কার্যকরী এবং প্রথম ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে।

গত মাসে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারনোর পরিকল্পনা অনুসরণ করেছে টিম টাইগার্স। পরিকল্পনা অনুযায়ী স্পিনাররা প্রতিপক্ষের টপ অর্ডারে ধস নামাবে এবং কাজ শেষ করবেন মুস্তাফিজ।

শুরুতে স্পিনারদের বিপক্ষে খেই হারিয়েছে নিউজিল্যান্ডের টপ অর্ডার। এরপর শেষ দিকে লেজ ছেটে দিয়েছেন মুস্তাফিজ।

দুদার্ন্ত জয়ের পরও ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন ম্যাচে বল হাতে ১০ রানে ২ উইকেট ও ব্যাট হাতে ২৫ রান করে ম্যাচ সেরা হওয়া সাকিব আল হাসান।

সাকিব বলেন, সিরিজের প্রথম ম্যাচে জয়ের অনুভূতি দারুণ। কারন নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনে আমরা আগে কখনো জয় পাইনি।

তিনি আরো বলেন, এই জয় আমাদের আত্মবিশ্বাসী করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আমরা ভালো বল করেছি এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও। তবে আমাদের ব্যাটিং প্রত্যাশানুযায়ী হয়নি। ব্যাটিংয়ের জন্য কন্ডিশন উপযোগী নয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আর মাত্র ৪ উইকেট পেলেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবোর্চ্চ উইকেট শিকারি হবেন সাকিব। শ্রীলংকার লাসিথ মালিঙ্গার ১০৭ উইকেটকে টপকে যাবেন তিনি।

৪ উইকেট শিকারের পাশাপাশি বিশ্ব ক্রিকেটের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তজার্তিক অঙ্গনে ১২ হাজার রানের পাশাপাশি ৬শ উইকেট শিকারের মালিক হবেন সাকিব।

কঠিন বাস্তবতার পরও ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করবে নিউজিল্যান্ড। কিন্তু অনভিজ্ঞ দল এবং এখানকার কন্ডিশন ও বাংলাদেশের বর্তমান পারফরম্যান্সের কারনে কিউইদের জন্য তা বেশ কঠিনই বটে।

নিউজিল্যান্ডের খেলোয়াড়রা প্রথম ম্যাচে ভাল খেলতে পারেনি। ব্যাটসম্যানরা শুরুতে ব্যর্থ হলেও মাঝে লড়াই করার চেষ্টা করেন টম লাথাম ও হেনরি নিকোলস। শুরুর বিপদ সামলে উঠলেও, দু’জনই বড় শট খেলে আউট হন।

তবে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ভালো পারফরম্যান্স করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের অধিনায়ক টম লাথাম।

তিনি বলেন, আমাদের শুরুটা হতাশাজনক। আমরা জানতাম, এটি কঠিন হতে চলেছে। কিন্তু প্রয়োজনীয় মূর্হুতে আমরা উইকেট হারিয়েছি।

লাথাম আরো বলেন, এই কন্ডিশনে আমাদের যেকোনো একটি উপায় খুঁজে বের করতে হবে এবং একটি ভাল স্কোর করার চেষ্টা করতে হবে। বোর্ডে রান জমা করাটা এখানে সহজ নয়। যেমনটি আমি বলেছি, ভালো স্কোর করতে আরো কাজ করতে হবে, চেস্টা করতে হবে। তবে বল হাতে ছেলেরা যে চেষ্টা করেছে তাতে আমি গর্বিত।

নিজেদের শেষ দশ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে বাংলাদেশ। তবে টি-২০ ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স মোটেও ভালো নয়। এখন পর্যন্ত ১০৯ ম্যাচ খেলে ৩৯টিতে জিতেছে টাইগাররা। ম্যাচ হেরেছে ৬৭টি। আর দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামিম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: টম লাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক), ম্যাট হেনরি, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্রান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

ক্রিকেট

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার আসর মানেই সবার মধ্যে আলাদা এক উত্তেজনা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ...

‘আরও ২ ওভার, তবুও উইকেটশূন্য সাকিব – বাড়ছে অপেক্ষা’

‘আরও ২ ওভার, তবুও উইকেটশূন্য সাকিব – বাড়ছে অপেক্ষা’

নিজস্ব প্রতিবেদক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে নামলেও এখনও কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা পাচ্ছেন না সাকিব ...

ফুটবল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

"ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা, কেরালায় হবে প্রীতি ম্যাচ"

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আসছে দারুণ এক চমক। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল আগামী নভেম্বরে ...

Scroll to top

রে
Close button