| ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

এইমাত্র পাওয়া : মেসিকে নিয়ে আদালতে বার্সা

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ আগস্ট ০৯ ১০:৪১:৫৮
এইমাত্র পাওয়া : মেসিকে নিয়ে আদালতে বার্সা

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় বার্সেলোনায় বিদায়ী প্রেস কনফারেন্স করেছেন লিওনেল মেসি। ফুটবল অনুরাগীদের কাঁদিয়ে ন্যু ক্যাম্প থেকে শেষ বিদায় নিয়েছেন তিনি। তার বিদায়ী সংবাদ সম্মেলনে ক্লাব সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন, ছিলেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তাও। মূলত লা লিগার নিয়মের সঙ্গে বার্সার মেসিকে রাখার ব্যাপারে সংঘর্ষ থাকায় ক্লাব ছাড়তে হলো মেসিকে।

আর্থিক ঋণ থাকায় তাকে আর ধরে রাখা সম্ভব হয়নি বার্সার। না হলে যে ঋণটা আরও বাড়তো কাতালান ক্লাবটির। ইউরোপিয়ান কমিশনে পাঠানো অভিযোগে বলা হয়েছে, মেসিকে কিনতে যাওয়া পিএসজিও একই সমস্যায় জর্জরিত। তা হলে এখানে কেন নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না!

স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদন বরাতে জানা গেছে, যে অর্থনৈতিক অবকাঠামোর দোহাই দিয়ে মেসিকে শৈশবের ক্লাব ছাড়তে হয়েছে, সেই অবস্থা পিএসজির অবস্থা আরও বাজে। শুধু তাই না, ফরাসি জায়ান্টদের অবস্থা খুবই খারাপ বলে দাবি করা হয়েছে অভিযোগে। বার্সেলোনার তুলনায় পিএসজির ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের কন্ডিশন নাজুক।

২০১৯-২০ মৌসুমে পিএসজি তাদের আয়ের ৯৯ ভাগই খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে। সেখানে বার্সেলোনা খরচ করেছে ৫৪ শতাংশ।মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযোগের পর মেসির পিএসজিতে যাওয়া কিছুটা হলেও সমস্যায় পতিত হবে।

কেননা, অর্থের ঝনঝনানি যতই থাকুক, পিএসজিকে দিতে হবে সার্জিও রামোস, জিয়ানলুইজি দোন্নারুমা, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারদের বেতন। এর পেছনেই একটা বড় অংশ ব্যয় হবে ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফির। সেখানে মেসি গেলে সেই পরিমাণটা আরও বহুগুণে বাড়বে।

উল্লেখ্য, ২১ বছর পর বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মেসির পিএসজিতে যাওয়ার সিদ্ধান্তটি এখনও অফিসিয়াল হয়নি। তবে ইউরোপের ফুটবলবোদ্ধারা মনে করছেন, এই মুহূর্তে তাকে কেনার মতো সামর্থ্য কেবল পিএসজিরই আছে। ম্যানসিটি আলোচনায় থাকলেও এখন পিএসজি একাই সেই জায়গাটি দখল করে রেখেছে। অনেকে তো বলছেনই, মেসি ও পিএসজির অফিসিয়াল সিদ্ধান্তের ঘোষণা কেবল সময়ের ব্যাপার। হয়তো আগামী কয়েক ঘণ্টার মধ্য দুনিয়াবাসী তা পেয়েও যাবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি: পাওয়ারপ্লেতে তাসকিনের আঘাত

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি: পাওয়ারপ্লেতে তাসকিনের আঘাত

নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি ...

রিয়াদ-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিং, মাতালেন আশরাফুলও

রিয়াদ-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিং, মাতালেন আশরাফুলও

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে জমজমাট পরিবেশে চলছে বিসিএসএ ইউকে আয়োজিত ‘ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট’ টুর্নামেন্ট। প্রবাসী বাংলাদেশিদের ...

ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি: একটি কঠিন লড়াইয়ের পূর্বাভাস

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি: একটি কঠিন লড়াইয়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: ম্যানচেস্টার, ২৪ আগস্ট: ইএফএল কাপ থেকে বিব্রতকর বিদায়ের পর, ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার বিকেলে ...

টটেনহ্যাম হটস্পার বনাম বোর্নমাউথ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ

টটেনহ্যাম হটস্পার বনাম বোর্নমাউথ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ

নিজস্ব প্রতিবেদক: শনিবার রাতে নিজেদের মাঠে বোর্নমাউথকে আতিথ্য দেবে টটেনহ্যাম হটস্পার। এই ম্যাচ জিতে প্রিমিয়ার ...

Scroll to top

রে
Close button