বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার দৌড়ে ৪ জন

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসতে যাওয়া অস্ট্রেলিয়া অবশ্য অধিনায়ক নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। কারণ এখনও চূড়ান্ত হয়নি তাদের এই সফরের নেতা। কোচ জাস্টিন ল্যাঙ্গার অবশ্য তাড়ার কিছু দেখছেন না। সময়মতোই অধিনায়ক চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
মূল অধিনায়ক অ্যারন ফিঞ্চ চোটের কারণে সফর থেকে ছিটকে গিয়েছেন। তাই বাংলাদেশ সফরের অধিনায়ক হওয়ার লড়াইয়ে আছেন মূলত দুই উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ও অ্যালেক্স ক্যারি। যদিও ওয়েড অজিদের টি-টোয়েন্টির সহ-অধিনায়ক।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ফিঞ্চবিহীন ওয়ানডে সিরিজ জয়ে দারুণভাবে নেতৃত্ব দিয়ে নজর কাড়েন ক্যারি। আবার এই ফরম্যাটে দলে আবার তার জায়গা নিশ্চিত নয়। এই দুজনের বাইরে মিচেল মার্শ ও মোইজেস হেনরিকেসও নেতৃত্বের আলোচনায় থাকবেন বলে জানা গেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে।
ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের সহ-অধিনায়ক ছিলেন হেনরিকেস। আগে নানা সময়ই নেতৃত্বের প্রসঙ্গে আলোচনায় এসেছেন মার্শ। নির্বাচক ট্রেভর হন্স ও জর্জ বেইলির সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই নেওয়া হবে বলে জানালেন ল্যাঙ্গার।
ল্যাঙ্গার বলেন, 'আমরা এটি নিয়ে কাজ করব। এসব সিদ্ধান্তের ক্ষেত্রে ধারাবাহিক হতে চাই আমরা। আশা করি, উল্লেখযোগ্য একটা সময় ধরে দেখাতে পেরেছি যে দল ও নেতা নির্বাচন নিয়ে আমরা যথেষ্টই ধারাবাহিক এবং কোনো সংশয় নেই, বাংলাদেশে টি-টোয়েন্টির ক্ষেত্রেও সেই ধারাবাহিকতা দেখানো হবে।'
ক্যারিকে একসময় অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ কাণ্ডারি ভেবেই সীমিত ওভারের ক্রিকেটে যৌথভাবে সহ-অধিনায়ক করা হয়েছিল। কিন্তু পরে তাকে সরিয়ে দেওয়া হয় এই দায়িত্ব থেকে। এবার ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়ে আবার তিনি নিজেকে তুলে এনেছেন সামনের কাতারে।
কোচ ল্যাঙ্গার মুগ্ধ হয়েছেন কেয়ারির নেতৃত্বগুণে। ল্যাঙ্গার বলেন, 'অ্যালেক্সের অধিনায়কত্ব ছিল দুর্দান্ত। সে খুবই ধীরস্থির এবং ব্যাটিংয়ের সময় তার মুখের দিকে তাকালেই সেটা চোখে পড়ে। ওর ক্যারিয়ার জুড়েই তা দেখেছি আমরা।সে চূড়ান্ত পেশাদার, এজন্যই তার সঙ্গে কাজ করা সহজ। কারণ এটা জানা যে সে সবকিছুই ঠিকঠাক করবে।'
'প্রতিপক্ষ নিয়ে খাটুনির সবটুকুর নিশ্চিত করে সে এবং তার জানা, আমাদের ক্রিকেটারদের কী অবস্থা। তার সঙ্গে কাজ করাটা তাই ছিল দারুণ। তার স্থিরতা, তার স্থৈর্য ও মাঠের বাইরে তার সবকিছুও আমার দারুণ লেগেছে। সে তাই দারুণ কাজ করেছে। এই দায়িত্বে সে ভালোভাবেই ছাপ রেখেছে' আরও যোগ করেন তিনি।
- এইমাত্র পাওয়া : নতুন ঘোষণা দিলেন সেনা প্রধান
- ওমরা শেষে প্রেমিকের সঙ্গে লাপাত্তা স্ত্রী, হতভম্ব স্বামী
- "বৈধ ভিসা নিয়েও ফিরতে হচ্ছে বাংলাদেশিদের
- শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি
- পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ে এইমাত্র পাওয়া নতুন খবর
- সামনে এলো শেখ হাসিনা-নানক ফোনালাপ, জাতীয় পার্টিকে নিয়ে যা বললেন
- ডাকসু জিএস প্রার্থী মাহিনের এনসিপি থেকে বহিষ্কার, ফেসবুকে দিলেন বিস্ফোরক মন্তব্য
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৯/৮/২০২৫ তারিখ
- লাইভ করছিলেন বিএনপি নেতা, অত:পর ঘটে গেলো অবিশ্বাস্য ঘটনা
- এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত
- ওমানি মুদ্রার আজকের রেট ( ১৯ আগস্ট )
- ওমানে প্রবাসীদের বাসায় হঠাৎ অভিযান
- “দ্য হান্ড্রেডে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড : দেখেনিন সকল হ্যাটট্রিকের তালিকা
- নেইমারকে ঘিরে আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনা: ব্রাজিল স্কোয়াডে বড় প্রত্যাবর্তন
- মধ্যপ্রাচ্যের জেলখানায় প্রতি চার কয়েদির একজন বাংলাদেশি