| ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার দৌড়ে ৪ জন

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুলাই ২৮ ১৬:২৮:২২
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার দৌড়ে ৪ জন

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসতে যাওয়া অস্ট্রেলিয়া অবশ্য অধিনায়ক নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। কারণ এখনও চূড়ান্ত হয়নি তাদের এই সফরের নেতা। কোচ জাস্টিন ল্যাঙ্গার অবশ্য তাড়ার কিছু দেখছেন না। সময়মতোই অধিনায়ক চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

মূল অধিনায়ক অ্যারন ফিঞ্চ চোটের কারণে সফর থেকে ছিটকে গিয়েছেন। তাই বাংলাদেশ সফরের অধিনায়ক হওয়ার লড়াইয়ে আছেন মূলত দুই উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ও অ্যালেক্স ক্যারি। যদিও ওয়েড অজিদের টি-টোয়েন্টির সহ-অধিনায়ক।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ফিঞ্চবিহীন ওয়ানডে সিরিজ জয়ে দারুণভাবে নেতৃত্ব দিয়ে নজর কাড়েন ক্যারি। আবার এই ফরম্যাটে দলে আবার তার জায়গা নিশ্চিত নয়। এই দুজনের বাইরে মিচেল মার্শ ও মোইজেস হেনরিকেসও নেতৃত্বের আলোচনায় থাকবেন বলে জানা গেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে।

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের সহ-অধিনায়ক ছিলেন হেনরিকেস। আগে নানা সময়ই নেতৃত্বের প্রসঙ্গে আলোচনায় এসেছেন মার্শ। নির্বাচক ট্রেভর হন্স ও জর্জ বেইলির সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই নেওয়া হবে বলে জানালেন ল্যাঙ্গার।

ল্যাঙ্গার বলেন, 'আমরা এটি নিয়ে কাজ করব। এসব সিদ্ধান্তের ক্ষেত্রে ধারাবাহিক হতে চাই আমরা। আশা করি, উল্লেখযোগ্য একটা সময় ধরে দেখাতে পেরেছি যে দল ও নেতা নির্বাচন নিয়ে আমরা যথেষ্টই ধারাবাহিক এবং কোনো সংশয় নেই, বাংলাদেশে টি-টোয়েন্টির ক্ষেত্রেও সেই ধারাবাহিকতা দেখানো হবে।'

ক্যারিকে একসময় অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ কাণ্ডারি ভেবেই সীমিত ওভারের ক্রিকেটে যৌথভাবে সহ-অধিনায়ক করা হয়েছিল। কিন্তু পরে তাকে সরিয়ে দেওয়া হয় এই দায়িত্ব থেকে। এবার ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়ে আবার তিনি নিজেকে তুলে এনেছেন সামনের কাতারে।

কোচ ল্যাঙ্গার মুগ্ধ হয়েছেন কেয়ারির নেতৃত্বগুণে। ল্যাঙ্গার বলেন, 'অ্যালেক্সের অধিনায়কত্ব ছিল দুর্দান্ত। সে খুবই ধীরস্থির এবং ব্যাটিংয়ের সময় তার মুখের দিকে তাকালেই সেটা চোখে পড়ে। ওর ক্যারিয়ার জুড়েই তা দেখেছি আমরা।সে চূড়ান্ত পেশাদার, এজন্যই তার সঙ্গে কাজ করা সহজ। কারণ এটা জানা যে সে সবকিছুই ঠিকঠাক করবে।'

'প্রতিপক্ষ নিয়ে খাটুনির সবটুকুর নিশ্চিত করে সে এবং তার জানা, আমাদের ক্রিকেটারদের কী অবস্থা। তার সঙ্গে কাজ করাটা তাই ছিল দারুণ। তার স্থিরতা, তার স্থৈর্য ও মাঠের বাইরে তার সবকিছুও আমার দারুণ লেগেছে। সে তাই দারুণ কাজ করেছে। এই দায়িত্বে সে ভালোভাবেই ছাপ রেখেছে' আরও যোগ করেন তিনি।

ক্রিকেট

শান্তরপর দল থেকে বাদ পড়লেন আরও এক ক্রিকেটার, আবারও দল ঘোষণা করল বিসিবি

শান্তরপর দল থেকে বাদ পড়লেন আরও এক ক্রিকেটার, আবারও দল ঘোষণা করল বিসিবি

চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম ম্যাচ, যেখানে ...

“স্মিথ-ব্রুকের ৩০৩ রানের রেকর্ডজুটি! ইংল্যান্ডে শঙ্কিত ভারত এক ডিগ্রী এগিয়ে”

“স্মিথ-ব্রুকের ৩০৩ রানের রেকর্ডজুটি! ইংল্যান্ডে শঙ্কিত ভারত এক ডিগ্রী এগিয়ে”

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়েছিল ইংল্যান্ড। সেখান ...

ফুটবল

ক্লাব বিশ্বকাপ : সেমিফাইনাল নিশ্চিত করল আরও একটি দল

ক্লাব বিশ্বকাপ : সেমিফাইনাল নিশ্চিত করল আরও একটি দল

নিজস্ব প্রতিবেদক : চলমান ক্লাব বিশ্বকাপে জমজমাট লড়াইয়ের মাঝেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে ...

বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনেনিন সূচি

বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনেনিন সূচি

নিজস্ব প্রতিবেদক:এক সময় বাংলাদেশ নারী ফুটবল মানেই ছিল গ্যালারির নীরবতা, মানুষের অনাগ্রহ আর ধারাবাহিক হতাশা। ...



রে