| ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সুইডেন জাতীয় দলে বাংলাদেশি ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ জুলাই ২৬ ১৯:৪৯:০০
সুইডেন জাতীয় দলে বাংলাদেশি ক্রিকেটার

তারই অংশ হিসেবে সুইডেন আগামী দুই মাসে সফর করবে ডেনমার্ক ও ফিনল্যান্ডে।

আর সেপ্টেম্বরে স্পেনে ইউরোপের ১০ দেশ নিয়ে বসবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ। এই প্রতিযোগিতাগুলোকে সামনে রেখে সুইডেন জাতীয় দল ঘোষণা করা হয়েছে। এই দলে রয়েছেন একজন বাংলাদেশিও। দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি প্রবাসী হুমায়ূন কবীর জ্যোতি।

২০১৭ সালে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় সুইডেনে যান তিনি। বর্তমানে সেখানকার রাজধানী স্টকহোমে একটি রেস্টুরেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। সুইডেনের সর্বোচ্চ ক্রিকেট লিগ ‘এলিট ক্রিকেট লিগে’ জ্যোতি স্টকহোম টাইগার্সের হয়ে খেলেন।

সেখানে এখন এলিট লিগ চলছে। তার দল এই লিগে চ্যাম্পিয়নের জন্য লড়াই করছে। ক্রিকেট খেলায় তার আদর্শ বাংলাদেশের জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তারই পরামর্শ ও সহযোগিতায় সুইডেনে তিনি ক্রিকেট খেলা শুরু করেন।

জ্যোতির জন্মস্থান খুলনার দৌলতপুরে। খুলনা ক্রিকেট একাডেমিতে ক্রিকেটে হাতেখড়ি তার। এখান থেকে খেলে খুলনা জেলা অনূর্ধ্ব-১৪, খুলনা বিভাগীয় অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে অনূর্ধ্ব-১৮ খুলনা বিভাগীয় দলেও ছিলেন।

খুলনার নর্দার্ন ইউনিভার্সিটিতে পরের বছর বিবিএ সম্পন্ন করার পর চলে যান সুইডেনে। এই ভার্সিটিতেই ডিপার্টমেন্টের বড় ভাই ছিলেন সোহান। দুজনের বাসাও একই এলাকায় হওয়ায় সম্পর্কও গভীর হয়। সোহানের দেওয়া ক্রিকেটের বিভিন্ন ইকুইপমেন্ট (গ্ল্যাভস, প্যাড, জার্সি) দিয়েই সুইডেনে তার ক্রিকেট শুরু।

বাংলাদেশের মতো সুইডেনেও নিয়মিত ঘরোয়া ক্রিকেট লিগ হয়। সুইডেনে জাতীয় পর্যায়ের দুটি ইভেন্ট হয়। একটি ৫০ ওভারের ম্যাচ, অন্যটি ২০ ওভারের ম্যাচ। লিগ হয় তিনটি স্তরে। ২০১৭ সালে ডেনমার্কে যাওয়ার পর পরিচিত এক ভাইয়ের মাধ্যমে স্টকহোম টাইগার্সে খেলা শুরু করেন জ্যোতি।

দলটি দুই বছর পর সুপার লিগ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নেয় এলিট লিগে। বর্তমানে এলিট লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে। তার দলও রয়েছে চ্যাম্পিয়ন রেসে, পয়েন্ট তালিকায় এখন তৃতীয় স্থানে। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই সুইডেনে ক্রিকেট খেলতে আগ্রহী হন জ্যোতি।

দেশটিতে আস্তে আস্তে ক্রিকেটে পেশাদারিত্ব আসছে বলে এখানে ক্রিকেট নিয়ে বড় স্বপ্নও দেখছেন তিনি। সুইডেনে মূলত সাপ্তাহিক ছুটির দিন শনিবার ও রবিবার ক্রিকেট খেলা হয়। নিজের রেস্টুরেন্টের কাজ শেষ করে খেলায় যোগ দেন তিনি। ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন।

নিজের ক্রিকেট খেলা নিয়ে জ্যোতি বলেন, ‘উইকএন্ডে রেস্টুরেন্টে প্রচুর চাপ থাকে। সারা রাত ডিউটি করে পরদিন ভোরে আবার খেলতে যাই। সারাদিন খেলে রাতে আবার ডিউটি করি। কোনও ঘুম হয় না ওই দুইটা দিন। ক্রিকেটকে ভালোবাসি বলেই এভাবে সবকিছু ম্যানেজ করতে পারি।

টাকা পয়সার জন্য না। তেমন টাকা পয়সা পাওয়াও যায় না। তবে এখন দেশটি আস্তে আস্তে পেশাদারিত্বের দিকে যাচ্ছে। হয়তো সামনে ক্রিকেট খেলে টাকা পাওয়া যেতেও পারে।’ সুইডেন ক্রিকেটের উন্নয়নেও কাজ করছে বলে জানান তিনি। বর্তমানে দলটির কোচের দায়িত্বে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা অলরাউন্ডার জন্টি রোডস।

এরই মধ্যে বেশ কয়েকবার এই কোচের সঙ্গে কাজও করা হয়েছে জ্যোতির। এলিট লিগ শেষেই জন্টির অধীনে শুরু হবে সুইডেন জাতীয় দলের ক্যম্প। জ্যোতির বাবা লিয়াকত আলী খুলনার শিরোমনী থানায় এসআই হিসেবে কর্মরত। দুই ভাই বোনের ছোট জ্যোতি।

সুইডেনে থাকলেও দেশের জন্য তার মন টানে। প্রতি বছরই একবার দেশে আসেন। তবে করোনার কারণে এ বছর আসতে পারেননি। সুইডেন জাতীয় দলে খেলে তিনি চান বাংলাদেশের নাম উজ্জ্বল করতে। এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

ক্রিকেট

“দ্য হান্ড্রেডে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড : দেখেনিন সকল হ্যাটট্রিকের তালিকা

“দ্য হান্ড্রেডে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড : দেখেনিন সকল হ্যাটট্রিকের তালিকা

নিজস্ব প্রতিবেদক: দ্য হান্ড্রেডে বাজে শুরুর পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তরুণ পেসার ...

এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত

এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫-এর জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে বড় চমক দেখা ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি

শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতিমূলক ম্যাচ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ...

Scroll to top

রে
Close button