আজ ১ সাথে ২টি রেকর্ড গড়লো বাংলাদেশ

সৌম্যর ফিফটি আর মাহমুদউল্লাহ-শামিমদের ব্যাটে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিল সফরকারীরা। এর আগে ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছিল তামিমের দল।
হারারাতে আগে ব্যাট করতে নেমে ১৯৪ রানের বিশাল লক্ষ্য দেয় রোডেশিয়ানরা। যা বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সর্বোচ্চ আর সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। বড় রান তাড়া করতে নেমে ৫ উইকেট ও ৪ বল আগেই জয় তুলে নিয়ে টাইগাররা।
হারারে স্পোর্টস ক্লাবে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ১৮৪ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান।
রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার নাইম শেখ ফিরলেও আরেক ওপেনার সৌম্য সরকার সাকিবের সাথে গড়েন অর্ধশত রানের জুটি।
১৩ বলে ২৫ রান করে ফেরেন সাকিব। একদিক আগলে সিরিজে দ্বিতীয় ফিফটি তুলে নেন সৌম্য। ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে ফিরেন সৌম্য।
এরপর ব্যাটিংয়ে নেমে হাল ধরেন মাহমুদউল্লাহ। মাঝপথে ব্যাটিংয়ে নেমে ৫ বলে ১৪ রান করে ফেরেন আফিফ। শামিমকে নিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন টাইগার অধিনায়ক।
ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন আগের ম্যাচে অভিষিক্ত শামিম। মাহমুদউল্লাহ ১৯তম ওভারে ২৮ বলে ৩৪ রান করে ফিরলেও ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৫ উইকেটের জয উপহার দিয়ে মাঠ ছাড়েন শামিম।
এর আগে হারারেতে টস জিতে তাদিওয়ানশে মারুমানিকে নিয়ে ইনিংস ওপেন করতে নামেন মাধেভেরে। দুজনেই দারুণ শুরু পান। শরিফুল ইসলামের তৃতীয় ওভারের শেষ দুই বলে পর পর চার ও ছক্কা হাঁকান মারুমানি।
তাসকিন আহমেদের করা ইনিংসের চতুর্থ ওভারে টানা পাঁচটি বাউন্ডারি তুলে নেন মাধেভেরে। তাতে জিম্বাবুয়ের স্ট্রাইক রেট পৌঁছে যায় ১২-তে। ষষ্ঠ ওভারের শেষ বলে মারুমানিকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন।
তার মিডল স্টাম্পে থাকা লেংথ বল লেগ সাইডে খেলতে গিয়ে লাইন মিস করেন মারুমানি। ফিরতে হয় বোল্ড হয়ে। ২০ বলে ২টি করে চার ও ছক্কা হাঁকিয়ে ২৭ রান করেন তিনি।
তবে চাকাভা উইকেটে এসেই শটস খেলতে শুরু করেন। তাতে দ্রুতই এক শ পূরণ করে ফেলে জিম্বাবুয়ে।
১২তম ওভারের প্রথম বলে সৌম্যর শিকার হন চাকাভা। বাউন্ডারি লাইনে যাকে ক্যাচে পরিণত করার পুরো কৃতিত্ব মোহাম্মদ নাঈমের।
ক্যাচ মুঠোয় পুরে যখন শরীরের ভারসাম্য রাখতে পারছিলেন না, ঠিক তখনই বলটা ছুড়ে দেন তিনি সতীর্থ শামীম হোসেনের দিকে।
শামীম সেটি তালুবন্দী করতে ভুলে করেননি। চাকাভা ২২ বলে ৪৮ রান করেছেন ৬ ছক্কায়। মাধেভেরের সঙ্গে দ্বিতীয় উইকেটে মাত্র ৩১ বলে উপহার দিয়েছেন ৫৯ রানের জুটি।
এরপর সৌম্যর ওই ওভারেই সিকান্দার রাজা এসে শূন্য রানে ফিরে যান। তবে দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় ফিফটি তুলে নেন মাধভেরে।
৫৬ রানের ইনিংস খেলে সাকিবের বলে ফেরেন তিনি। শেষ মুহুর্তে ঝড়ো ইনিংস খেলে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ এনে দেন রায়ান বার্ল।
তার অপরাজিত ১৫ বলে ৩১ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
বাংলাদেশ এই জয়ের মধ্য দিয়ে দুটি রেকর্ড গড়েছে। জিম্বাবুয়ের হারারেতে প্রথম টি-২০ সিরিজ জয়ের সাথে জিম্বাবুয়ের সাথে সর্বোচ্চ রান তাড়া করে জয় লাভ করেছে বাংলাদেশ।
- এইমাত্র পাওয়া : নতুন ঘোষণা দিলেন সেনা প্রধান
- শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি
- "বৈধ ভিসা নিয়েও ফিরতে হচ্ছে বাংলাদেশিদের
- ব্যাংকে গভীর সংকট: মূলধন সংকটে ২৩ ব্যাংক
- ডাকসু জিএস প্রার্থী মাহিনের এনসিপি থেকে বহিষ্কার, ফেসবুকে দিলেন বিস্ফোরক মন্তব্য
- ভিসা কেলেঙ্কারি! বাতিল করা হলো ৬ হাজারের বেশি ভিসা
- শক্তি বাড়াচ্ছে হারিকেন অ্যারিন, সরে যাওয়ার নির্দেশ
- এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত
- ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে ফ্লাইট
- দিল্লির মুখ্যমন্ত্রীকে বাসভবনে গিয়ে প্রকাশ্যে চড়! তোলপাড় রাজধানী
- ওমানি মুদ্রার আজকের রেট ( ১৯ আগস্ট )
- লাইভ করছিলেন বিএনপি নেতা, অত:পর ঘটে গেলো অবিশ্বাস্য ঘটনা
- ভিসা নিয়ে সুখবর : মালয়েশিয়ায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নিয়োগের ঘোষণা
- “দ্য হান্ড্রেডে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড : দেখেনিন সকল হ্যাটট্রিকের তালিকা
- ডাকসু নির্বাচন: মনোনয়ন জমা, জমে উঠেছে ভোটের মাঠ