আউট হলেন সাকিব

২৪ রানে নাইম শেখ ফেরার পর সাকিব আল হাসানকে নিয়ে দারুণ খেলছিলেন সৌম্য সরকার। ৬ ওভার মধ্যেই স্কোবোর্ডে ৫০ রান যোগ করেছিলেন দুজনে। কিন্তু ২৫ রান করে লুক জংওয়ের বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পরেন সাকিব। আউট হবার আগের দুই বলে অবশ্য হাকিয়েছেন দুটি ছয়। সৌম্য অপরাজিত ৩৩ রানে।
পাহাড়সম লক্ষ্য তাঁড়া করতে নেমে প্রথম ওভারে ১৩ রান যোগ করেন বাংলাদেশের দুই ওপেনার। কিন্তু তৃতীয় ওভারে ব্লেসিং মুজারাবানির বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন মোহাম্মদ নাইম শেখ। ৭ বলে ৩ রান করে আউট হন তিনি। তার ওপেনিং সঙ্গী সৌম্য সরকার ১৬ রানে অপরাজিত আছেন। তিন ওভার শেষ বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৫ রান।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন জিম্বাবুয়ের দুই ওপেনার মাধেভেরে ও তাদিওয়ানাশে মারুমানি। এই দুজনে ৬ ওভারে যোগ করেন ৬৩ রান। পাওয়ার প্লের মধ্যেই বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও লুফে নিতে পারেনি বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে মারুমানিকে বোল্ড করে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এই ওপেনার ১৬ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন। সাইফউদ্দিনের করা মিডল স্টাম্পের লেংস বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন মারুমানি। তবে বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান তিনি। দ্বিতীয় উইকেটে ওয়েসলি মাধেভেরের সঙ্গে জুটি বাঁধেন অভিজ্ঞ ব্যাটসম্যান রেজিস চাকাভা।
এই টপ অর্ডার ব্যাটসম্যান উইকেটে এসেই টাইগার বোলারদের ওপর চড়াও হন। নাসুম আহমেদের এক ওভারেই তিনি মারেন ৩ ছক্কা। সেই ওভার থেকে আসে ২১ রান। ২৮ বলে ৪৮ রান করা চাকাভাকে সীমানায় দারুণ এক ক্যাচ নেন নাঈম শেখ ও শামীম হোসেন মিলে।
এই ইনিংস খেলার পথে ৬টি ছক্কার মার মারেন চাকাভা। সৌম্যর করা অফ স্টাম্পের বাইরের বল স্লগ সুইপ করে উড়িয়ে মেরেছিলেন চাকাভা। সেই বল জমা পড়েছিল নাঈমের হাতে। যদিও ভারসাম্য রাখতে না পেরে তিনি পড়ে যাচ্ছিলেন সীমানার বাইরে। সেই সময় বল ছুড়ে মারেন পেছনে থাকা শামীমের দিকে। সেই বল অনায়েশেই মুঠোবন্দী করেন শামীম।
একই ওভারের পঞ্চম বলে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে বোল্ড করেছেন সৌম্য। লেংথ বল আলতো করে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন রাজা। তবে বল ব্যাটের কানায় লেগে স্টাম্পে চলে যায়। এর ফলে শূন্য রানেই ফিরতে হয়েছে জিম্বাবুয়ের অধিনায়ককে।
এরপর ডিওন মেয়ার্সকে নিয়ে ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার মাধেভেরে। এরপর ৩৬ বলে ৫৪ রানের ইনিংস খেলে সাকিব আল হাসানের বলে সুইপ করতে গিয়ে শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন। শেষ দিকে ডিওন মেয়ার্স শরিফুলের স্লোয়ারে ব্যাকওয়ার্ড স্কয়ারে নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
তার ব্যাট থেকে এসেছে ২১ বলে ২৩ রান। শেষ পর্যন্ত রায়ান বার্ল ১৫ বলে ৩১ ও লুক জংউই ১ রান করে অপরাজিত থেকে জিম্বাবুয়ের বড় সংগ্রহ নিশ্চিত করেছেন।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
জিম্বাবুয়ে: ১৯৩/৫ (২০ ওভার) (মারুমানি ২৭, মাধেভেরে ৫৪, চাকাভা ৪৮, মেয়ার্স ২৩, বার্ল ৩১*; সৌম্য ২/১৯, সাকিব ১/২৪)
বাংলাদেশ: ৮১/২ (৯ ওভার) (সৌম্য ৩৫*, সাকিব ২৫, নাইম ৩; মুজারাবানি ১/১৮, জংওয়ে ১/১৬)
- এইমাত্র পাওয়া : নতুন ঘোষণা দিলেন সেনা প্রধান
- শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি
- "বৈধ ভিসা নিয়েও ফিরতে হচ্ছে বাংলাদেশিদের
- ব্যাংকে গভীর সংকট: মূলধন সংকটে ২৩ ব্যাংক
- ডাকসু জিএস প্রার্থী মাহিনের এনসিপি থেকে বহিষ্কার, ফেসবুকে দিলেন বিস্ফোরক মন্তব্য
- ভিসা কেলেঙ্কারি! বাতিল করা হলো ৬ হাজারের বেশি ভিসা
- শক্তি বাড়াচ্ছে হারিকেন অ্যারিন, সরে যাওয়ার নির্দেশ
- এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত
- ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে ফ্লাইট
- দিল্লির মুখ্যমন্ত্রীকে বাসভবনে গিয়ে প্রকাশ্যে চড়! তোলপাড় রাজধানী
- ওমানি মুদ্রার আজকের রেট ( ১৯ আগস্ট )
- লাইভ করছিলেন বিএনপি নেতা, অত:পর ঘটে গেলো অবিশ্বাস্য ঘটনা
- ভিসা নিয়ে সুখবর : মালয়েশিয়ায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নিয়োগের ঘোষণা
- “দ্য হান্ড্রেডে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড : দেখেনিন সকল হ্যাটট্রিকের তালিকা
- ডাকসু নির্বাচন: মনোনয়ন জমা, জমে উঠেছে ভোটের মাঠ