সবার থেকে ৫ ম্যাচ কম খেলেও সবার ওপরে মিজান

অতি বড় বিশ্লেষকও হয়তো ভাবেননি যে এবারের লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন লিগ টেবিলের ৭ নম্বর দল ব্রাদার্সের মিজানুর রহমান। তাও কি না সুপার লিগের টিকিট পাওয়া দলগুলোর চেয়ে পাঁচ ম্যাচ কম খেলে। ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক ও ওপেনার মিজানের সংগ্রহ ১১ খেলায় ১০ ইনিংসে ৪১৮ রান, সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১০০, গড় ৫২.২৫, স্ট্রাইকরেট ১৩৩.৯৭।
তার নামের পাশের রয়েছে আসরের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার খেতাব, পাশাপাশি হাফ সেঞ্চুরি করেছেন ৩টি। লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও কোন তারকা ব্যাটসম্যান নন। এমনকি দেশের সুপ্রতিষ্ঠিত ব্যাটিং পারফরমার হিসেবেও তিনি পরিগণিত নন। নাম মাহমুদুল হাসান জয়, যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য।
খেলেছেন প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে যাওয়া ওল্ড ডিওএইচএসে। তার দল রেলিগেটেড। আগামী বছর প্রথম বিভাগে খেলবে। কিন্তু মাহমুদুল হাসান জয় ১৩ খেলায় ১২ ইনিংসে ৩ বার অপরাজিত থেকে করেছেন মোট ৩৯২ রান। সর্বোচ্চ ৮৫ নটআউট, গড় ৪৩.৫৫, স্ট্রাইকরেট ১২১.৩৬, হাফসেঞ্চুরি করেছেন দুইটি।
লিগের তৃতীয় সর্বোচ্চ রান নুরুল হাসান সোহান। এবারের লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। মিডল অর্ডারে নেমেও শেখ জামাল অধিনায়ক এবারের লিগে রান তোলায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন। ১৬ ম্যাচে সোহানের সংগ্রহ ৩৮৯ রান, সর্বোচ্চ ৬৬*, গড় ৩৫.৩৬ আর স্ট্রাইকরেট প্রায় দেড়শ; ১৪৯.৬১।
রান তোলায় যিনি চতুর্থ, তিনি প্রতিষ্ঠিত ক্রিকেটার। নামের পাশে তারকা লেভেলও আঁটা। তবে তাকে সীমিত ওভারের ফরম্যাটে কার্যকর বা ভাল ব্যাটসম্যান হিসেবে ধরা হয় না। তাই শুধু টেস্ট দলেই রাখা হয়। তিনি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। সবাইকে অবাক করে এবারের লিগের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী মুমিনুল।
গাজী গ্রুপের হয়ে ১৫ বার ব্যাটিংয়ে নেমে তার মোট রান ৩৮৫, সর্বোচ্চ ৭৮ নটআউট, গড় ৩৫.০০, স্ট্রাইকরেট ১১৭.৭৩ আর পঞ্চাশ দুইটি। রান তোলায় পঞ্চম হয়েছেন নাইম শেখ। আবাহনীর এ বাঁহাতি ব্যাটসম্যান ১৬ খেলায় ১৫ ইনিংস ব্যাটিং করে নটআউট ছিলেন ২ বার। মোট রান ৩৭৫, সর্বোচ্চ ৭০, গড় ২৮.৮৪, স্ট্রাইকরেট ১২৩.৭৬ আর ফিফটি করেছেন একটি।
তালিকায় ষষ্ঠ স্থানে আবাহনীর নাজমুল হোসেন শান্ত। লিগের ১৬ ম্যাচে এ বাঁহাতি টপঅর্ডারের সংগ্রহ ৩৬৮ রান স্ট্রাইক রেট ১২৬.৮৯ ও হাফ সেঞ্চুরি দুইটি। সপ্তম প্রাইম ব্যাংকের ওপেনার রনি তালুকদার, ১৬ খেলায় করেছেন ৩৬৭ রান।
অষ্টম হয়েছেন প্রাইম দোলেশ্বরের ফ্রন্টলাইন ব্যাটসম্যান সাইফ হাসান। তিনি ১৪ ইনিংসে করেছেন ৩৬৬ রান, স্ট্রাইক রেট ১১৩.০০। নবম প্রাইম ব্যাংকের মিডল অর্ডার মোহাম্মদ মিঠুন (১৬ খেলায় ৩৬১ রান) আর দশম রেলিগেটেড হয়ে যাওয়া ওল্ড ডিওএইচএসের ওপেনার আনিসুল ইসলাম ইমন (১৩ খেলায় ৩৫৮ রান)।
- দেশে আরেকটি বড় আন্দোলনের আভাস
- হঠাৎ পাল্টে গেলো ব্রয়লার মুরগির দাম
- শাহজালাল সহ তিন বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে আজ রাতে
- দারুণ সুখবর : নতুন ভিসা চালু করল আমিরাত
- গ্যাসের সমস্যা দূর করার সহজ উপায়: আপনার বাড়িতে
- শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ,পাল্টে গেলো অধিনায়ক, জেনেনিন সময়
- স্ত্রীকে ডিভোর্স দিয়ে ওমান প্রবাসীর একি কান্ড
- স্বর্ণ কিনবেন, জেনে নিন সর্বশেষ স্বর্ণ ও রুপার বাজারদর
- সরকারি অফিসে পার্টটাইম চাকরি দিতে চাই শিক্ষার্থীদের: উপদেষ্টা আসিফ মাহমুদ
- যে অপরাধে ওমানে দুই প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার
- ম্যানচেস্টার সিটি বনাম আল-হিলাল: বাংলাদেশ থেকে ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে
- গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে পারলো না ফায়ার সার্ভিস কর্মীরাও
- ছেলেদের জন্য স্কিন কেয়ার রুটিন: আত্মবিশ্বাস বাড়ানোর উপায়
- ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্স: বাংলাদেশ থেকে ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে
- কারাগারে যা যা পাচ্ছেন সাবেক এমপি মমতাজ বেগম