অনূর্ধ্ব-১৯ দলের চমক থাকছেন জিম্বাবুয়ে সফরে

তিন সংস্করণ মিলিয়ে একমাত্র নতুন মুখ শামীম। তরুণ এই অলরাউন্ডার জায়গা পেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলে। তাকে রেখেই বুধবার ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সাহসী ব্যাটিং, ওপেন চেস্ট স্ট্যান্স, ম্যাচ পরিস্থিতি দেখে নিজের মতো করে পরিকল্পনা সাজানো, বলের গতি বুঝে যথাসময়ে কাছাকাছি চলে যাওয়া, কখন কী করতে হবে এবং কীভাবে করতে হবে তা সম্পর্কে সঠিক ধারণা থাকা। সবকিছুই শামীম পাটোয়ারিকে দিয়েছে ভিন্ন পরিচিতি, অল্প কয়েক দিনেই।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। এরপর করোনা অনিশ্চিত করে ফেলেছিল সব। মহামারি সামলে ক্রিকেট মাঠে ফেরার পর খেলেছেন এক টুর্নামেন্ট ও ভিন্ন ফরম্যাটের দুই সিরিজ। বঙ্গবন্ধু কাপে যে উজ্জ্বলতা ছড়িয়েছেন সেটা ধরে রেখেছেন আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়েও।
ওয়ানডে সিরিজে পাঁচ ম্যাচের চারটিতে ব্যাট হাতে নেমেছেন, তিনটিতেই ছিলেন অপরাজিত। এক ফিফটিতে ১৩০ রান করেছেন, স্ট্রাইক রেটটা রেখেছেন ১৩১.৩১। দুই দল মিলিয়ে সেরা দশ রান সংগ্রাহকের ভেতরেই একশর ওপর স্ট্রাইক রেট আছে কেবল একজনের, তৌহিদ হৃদয় রান করেছেন ১১৩.০০ স্ট্রাইক রেটে। ১২ চারের সঙ্গে হাঁকিয়েছেন চার ছক্কা। একমাত্র টি-টোয়েন্টিতে ১১ বল খেলে ছক্কা হাঁকিয়েছেন চারটি, করেছেন ২৮ রান।
এমন একটা সিরিজের পর স্বাভাবিকভাবেই ছিলেন উচ্ছ্বসিত শামীম। ইমার্জিং সিরিজ শেষ করে ঢাকা পোস্টকে বলেছিলেন, ‘অবশ্যই ভালো লাগছে যে সিরিজটা আমরা ভালো মতো শেষ করতে পেরেছি। আমিও মোটামুটি ভালো খেলেছি। এই জন্য নিজের কাছে খুব ভালো লাগছে।’
বাংলাদেশের পাওয়ার হিটারের অভাব সবসময়ের। ভৌগলিক কারণ, খাদ্যভাস সবকিছু মিলিয়েই পাওয়ার হিটার দেখা যায় না খুব একটা। শামীমকে বাংলাদেশের ভবিষ্যৎ দলে সেই অভাব পূরণের যোগ্য একজন হিসেবে ভাবছেন অনেকে। শামীম অবশ্য বলছেন, পাওয়ার হিটিং তার প্রকৃতিগতভাবেই, প্রয়োজনের সময় ইনিংসের হালও ধরতে পারবেন তিনি, ‘আসলে পাওয়ার হিটিং আমার প্রকৃতিগতভাবেই ভাবতে গেলে, আল্লাহর রহমতে। ইচ্ছা করে করি এমন কিছু না, পাওয়ার হিটিং আমার ভালো লাগে, পছন্দ করি। পরিস্থিতি বুঝি আর কী। পরিস্থিতি যদি ডিফেন্ড করতে বলে, তাহলে সেটাও পারব এই আত্মবিশ্বাস আছে।’
ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিংয়ে তৎপরতা, কেউ কেউ তাকে বলছেন, ‘দেশসেরা ফিল্ডার’। সঙ্গে অফস্পিনটা শামীম করতে পারেন ভালোই। তবে সাম্প্রতিক সময়ে বোলিংয়ে সুযোগ পাননি ততটা। পাঁচ ওয়ানডেতে করেছেন ১৬ ওভার, ৪.৪৩ গড়ে রান দিয়ে অবশ্য নিয়েছেন এক উইকেটও। একমাত্র টি-টোয়েন্টিতেও তিন ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।
হাই পারফরম্যান্স দলের হয়ে অনুশীলন করেছেন অনেকদিন। কোচ টবি রেডফোর্ডের পরিশ্রমের ছাপ পড়ছে ওই দলের অনেকের মধ্যেই, দেখা যাচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন। এইচপির অনুশীলন কাজে দিলেও শামীম জানিয়েছেন, রেডফোর্ডের সঙ্গে আলাদাভাবে কোনো কিছু নিয়ে কাজ করেননি। শামীম বলেন, ‘আসলে তেমন কিছু না। অবশ্যই অনুশীলনে ছিলাম এটা আমাদের খুব উপকার হয়েছে। বিশ্বকাপের পর এইচপিতে ছিলাম। অনুশীলন করেছি, কঠোর পরিশ্রম করেছি আমরা সবাই। অবশ্যই এটা সাহায্য করেছে, করাটাই স্বাভাবিক। রেডফোর্ডের সঙ্গে এক্সট্রা অর্ডিনারি কিছু করিনি। নিজের কাজটা নিজেই করেছি।’
শামীম জাতীয় দলে সবার আগে রঙিন পোশাকে সুযোগ পেতে চেয়েছিলেন। ঠিক সেটিই হলো। তিনি জায়গা পেলেন ২০ ওভারের দলে। ইচ্ছে পূরণ হলো এই তরুণের। এবার জাতীয় দলের জার্সিতে তার সামনে এগিয়ে যাওয়ার পালা!
- ৫-০ গেলে শেষ হলো বাংলাদেশের প্রথমার্ধের ৪৫ মিনিটের খেলা
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দেশে আরেকটি বড় আন্দোলনের আভাস
- ছক্কা মারার পর মাঠেই হৃদরোগে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার
- ৮-০ গেলে শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: কয়েক মিনিট পরেই খেলা শুরু, বাংলাদেশ থেকে ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে
- ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের সুখবর দিলো সৌদি
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ইন্টার মায়ামী ও পিএসজির ফুটবল ম্যাচ
- শাহজালাল সহ তিন বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে আজ রাতে
- দারুণ সুখবর : নতুন ভিসা চালু করল আমিরাত
- গ্যাসের সমস্যা দূর করার সহজ উপায়: আপনার বাড়িতে
- আজকের টাকার রেট: ৩০ জুন, ২০২৫
- “মাত্র ৪০ টাকায় পুলিশে চাকরি! সারাদেশে কনস্টেবল নিয়োগ, সুযোগ পেতে দেরি নয়”
- সরকারি অফিসে পার্টটাইম চাকরি দিতে চাই শিক্ষার্থীদের: উপদেষ্টা আসিফ মাহমুদ
- যে অপরাধে ওমানে দুই প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার