| ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পেনাল্টি শুট-আউট

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুন ২৩ ১৫:৩৩:০১
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পেনাল্টি শুট-আউট

বাকি সময়েও বাগড়া বাধিয়েছে আলোকস্বল্পতা। সাউদাম্পটনে এই মুহূর্তে পঞ্চম দিনের খেলা চলছে, অথচ এখন পর্যন্ত দুই দলের প্রথম ইনিংসই শেষ হয়নি! টেস্টে এক দিন রিজার্ভ ডে হিসাবে ধরে নিয়েও বলা যায়, এই টেস্টে ফল দেখার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে!

সে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ী-পরাজিত নির্ধারণে বিকল্প উপায়ের কথা ভাবতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার। ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র হলে, সে ক্ষেত্রে জয়ী কীভাবে নির্ধারণ করা হবে

সেটার জন্য একটা ফর্মুলা থাকা উচিত। আইসিসির ক্রিকেট কমিটির উচিত এ নিয়ে ভাবা, কোনো একটা সিদ্ধান্ত নেওয়া’— গতকাল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিন শেষে ভারতীয় টিভি চ্যানেল আজ তাকে বলেছেন গাভাস্কার।

ফুটবলে পেনাল্টি শুট-আউট কিংবা টেনিসের টাইব্রেকারের মতো কোনো পদ্ধতি এখানেও কাজে লাগানোর পরামর্শ তাঁর। বৃষ্টিতে গতকাল টেস্টের চতুর্থ দিনে একটা বলও হতে পারেনি। এর আগে প্রথম দিনের খেলাও কেড়ে নিয়েছে বৃষ্টি। এর বাইরে দ্বিতীয় দিনে ৩৩.২ ওভারের খেলা হতে পারেনি আলোকস্বল্পতার কারণে।

এমনই অবস্থা যে প্রথম চার দিনে সব মিলিয়ে যেখানে ৩৬০ ওভার হওয়ার কথা ছিল, সেখানে খেলা হয়েছেই মাত্র ১৪১.১ ওভার। প্রথম ইনিংসে ভারত ৯২.১ ওভারে অলআউট হয়েছে ২১৭ রান করে। জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষে ৪৯ ওভারে ২ উইকেটে ১০১ রান করেছিল নিউজিল্যান্ড।

চতুর্থ দিনে খেলা না হওয়ায় আজ সেখান থেকেই শুরু করেছে। এই প্রতিবেদন লেখার সময়ে ৭০ ওভার শেষে তাদের রান ৪ উইকেটে ১৩৫। এখানে উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিয়ম ঘোষণার সময়ে আইসিসি বলে দিয়েছিল, যদি টেস্ট ড্র বা টাই হয়, সে ক্ষেত্রে শিরোপা ভাগাভাগি হবে দুই দলের মধ্যে।

এখন পর্যন্ত টেস্টের যা অবস্থা, তাতে রিজার্ভ ডে ধরে নিয়েও এই টেস্টের ড্র হওয়ার সম্ভাবনাই বেশি মনে হওয়ার কথা প্রায় সবার। ফুটবলে ড্র ম্যাচে ফল বের করার জন্য পেনাল্টি শুট–আউট বা অন্য উপায় আছে। টেনিসে পাঁচটি সেটে টাইব্রেকারের ব্যবস্থা আছে।

গাভাস্কারও এই টেস্টের ফলে ড্র–ই দেখছেন, ‘দেখে মনে হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র-ই হবে। আর ট্রফিটা ভাগাভাগি হবে। একটা ফাইনালে শিরোপা ভাগাভাগির কাণ্ড ক্রিকেট এই প্রথমবার দেখবে। দুই দিনের মধ্যে তিন ইনিংস শেষ করা মুশকিল হবে।

হ্যাঁ, যদি দুই দলই খুবই বাজে ব্যাটিং করে, তাহলে হয়তো শুধু তিন ইনিংস শেষ করা সম্ভব।’ টেস্টে ড্রয়ের বদলে কোনো একটা ফল আনতে আইসিসিকে ফুটবল বা টেনিসের মতো কোনো পথ খুঁজে নেওয়ার পরামর্শ দিলেন ভারতীয় কিংবদন্তি, ‘ফুটবলে ড্র ম্যাচে ফল বের করার জন্য পেনাল্টি শুট–আউট বা অন্য উপায় আছে।

টেনিসে পাঁচটি সেটে টাইব্রেকারের ব্যবস্থা আছে।’ ক্রিকেটও তেমন কিছু যে দেখেনি, তা নয়। এই তো, সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেই তো নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড শিরোপা জিতল রুদ্ধশ্বাস ফাইনালে বেশি চার মারার সমীকরণে জিতে! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ক্ষেত্রেও তেমন কিছুই কী করবে আইসিসি?

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জেতা-হারায় পার্থক্যটা শুধু যে সম্মানে, শিরোপায় হবে, তাই নয়, টাকার অঙ্কেও আছে বিশাল পার্থক্য। ফাইনালে জয়ী দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার, আর রানার্সআপ দল পাবে তার অর্ধেক—৮ লাখ ডলার

ক্রিকেট

বিসিবি নির্বাচন নিয়ে সরকারের বড় ঘোষণা

বিসিবি নির্বাচন নিয়ে সরকারের বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া বোর্ডের (বিসিবি) সংবিধান সংশোধনের কাজ শুরু হলেও, আসন্ন অক্টোবর মাসে ...

ছক্কা মারার পর মাঠেই হৃদরোগে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার

ছক্কা মারার পর মাঠেই হৃদরোগে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক:ফিরোজপুর, ২০২৫ সালের জুন-এক মূহুর্তের মধ্যে ছক্কা মেরে উচ্ছ্বাসে ভাসছিলেন হরজিত সিং। কিন্তু সেই ...

ফুটবল

ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্স: বাংলাদেশ থেকে ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে

ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্স: বাংলাদেশ থেকে ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক:চারদিক জুড়ে উত্তেজনার ঢেউ—কারণ সোমবার রাতে ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর মঞ্চে মুখোমুখি হচ্ছে ইউরোপ আর ...

পিএসজি বনাম ইন্টার মায়ামি: কয়েক মিনিট পরেই খেলা শুরু, বাংলাদেশ থেকে ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে

পিএসজি বনাম ইন্টার মায়ামি: কয়েক মিনিট পরেই খেলা শুরু, বাংলাদেশ থেকে ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক:২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে রাউন্ড অব ১৬-এ মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের জায়ান্ট প্যারিস সেন্ট ...



রে