ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঘাড়ে নিশ্বাস ফেলছে বাংলাদেশ

ওয়ানডেতে ভারত-পাকিস্তানের মতো দলের সঙ্গে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু এত বছরেও কোনো ফরম্যাটেই লঙ্কান বিরুদ্ধে সিরিজ জিততে পারেনি টাইগাররা। অবশেষে সেই শৃঙ্খল ভাঙার সুযোগ বাংলাদেশের সামনে। উপমহাদেশের সবগুলো দলের বিপক্ষে সিরিজ জয়ের বৃত্ত পূরণ হতে পারে আগামীকাল।
মিরপুর স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ফরম্যাটে দুই দলের ৫০তম লড়াইটা শুরু হবে দুপুর ১টায়। যেটা জিতলেই তিন ম্যাচের সিরিজটা নিজেদের করে নিবে তামিম ইকবালের দল। প্রথম ম্যাচ জেতা বাংলাদেশ সেই লক্ষ্য পূরণেই মাঠে নামবে কাল।
২০২৩ বিশ্বকাপের কোয়ালিফিকেশন টুর্নামেন্ট আইসিসির ওডিআই সুপার লিগেও বড় অর্জন এনে দিতে পারে কালকের ম্যাচের জয়। ৭ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এখন চতুর্থ স্থানে রয়েছে। কাল জিতলে ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে টপকে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠবে টাইগাররা।
সিরিজে এগিয়ে থাকা তামিম বাহিনী আজ বিশ্রামে ছিল। টিম হোটেলে জিম, সুইমিংয়ে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। দলের সবাই সুস্থ আছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘দলের সবাই ভালো আছে। যে আবহাওয়া ছিল, তাতে বিশ্রাম নেয়া জরুরি। মুস্তাফিজও সুস্থ আছে।’
টানা ১০ ম্যাচ পর পাওয়া জয় দলে স্বস্তি ফিরিয়েছে। এখন পুরো দলই উজ্জীবিত সিরিজ জয়ের মিশনে নামতে। নান্নু বলেছেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচই চিন্তা করছি। গতকাল (রোববার) ম্যাচ জেতায় দলের মাঝে আত্মবিশ্বাস ফিরেছে। অবশ্যই কাল সিরিজ জয়ের জন্যই খেলতে নামবে বাংলাদেশ দল।’
প্রথম ম্যাচ জিতলেও উইনিং কম্বিনেশন ভাঙতে পারে স্বাগতিকরা। বাজে ফর্মে থাকা লিটন দাস আরেকটি সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণ করতে। বিসিবি সূত্রে জানা গেছে, মিডল অর্ডারে আসতে পারে পরিবর্তন। কোপটা পড়তে পারে মোহাম্মদ মিঠুনের উপর। সর্বশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড সফরেও হাফ সেঞ্চুরি (অপরাজিত ৭৩) ছিল মিঠুনের। মানে দুই ম্যাচ আগেই হাফ সেঞ্চুরি ছিল তার।
কিন্তু গত রোববার উইকেটে এসেই প্রথম বলে সুইপ করতে গিয়ে এলবির ফাঁদে পড়েন তিনি। একটি রিভিউও নষ্ট তার কারণে। ধনাঞ্জয়ার বলে তার আউটে চাপে পড়ে যায় বাংলাদেশ। ওই ব্যাটিংয়ের কারণে কাল একাদশ থেকে বাদ পড়তে পারেন তিনি।
- কমতে কমতে এবার রডের দাম কত হলো জানেন
- সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম
- হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার
- রফিক কোচ, সাকিবকে ফেরাতে মরিয়া! বিসিবিতে ফিরছেন দুই কিংবদন্তি
- কমেছে স্বর্ণের দাম, ক্রেতাদের জন্য বড় সুযোগ
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২৭ জুন ২০২৫)
- লিভার নষ্ট করে যেসব খাবার
- চূড়ান্ত তালিকা প্রকাশ বিশেষ অনুদান পাওয়া শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীর
- অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলো হিরো আলমকে, যা জানা গেল
- অল্পের জন্য রক্ষা পেল ১৫৪ যাত্রী
- বাড়লো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৭ জুন ২০২৫)
- ২৪ বছরেই ফুটবল দুনিয়ায় ইতিহাস! ভেঙ্গে গেল মেসি-রোনালদোর সেই রেকর্ড
- হঠাৎ চালের কেজি কত হলো জানেন
- ভিসা ইস্যুতে বড় সুখবর দিল সৌদি আরব
- লজ্জার ইতিহাস গড়ে শেষ হলো বাংলাদেশ ও শ্রীলংকার টেস্ট ম্যাচ