| ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দেশের মাটিতে লঙ্কা সিরিজ নিয়ে মহা বিপাকে বিসিবি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ মে ১২ ২৩:২১:৫১
দেশের মাটিতে লঙ্কা সিরিজ নিয়ে মহা বিপাকে বিসিবি

অথচ ভারতে করোনা পরিস্থিতি নাজুক ও করোনা নতুন ধরন ছড়ানোর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে প্রতিবেশী এই দেশ থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। এটাই দুশ্চিন্তা জাগিয়েছে বিসিবির। প্রোডাকশন টিম তথা ব্রডকাস্টার কর্মীরা বাংলাদেশে এসে কোয়ারেন্টিন করতে গেলে পেছাতে হবে শ্রীলঙ্কা সিরিজ।

বিসিবি তাই বাধ্য হয়ে খুঁজছে বিকল্প পথ। স্বাস্থ্য মন্ত্রণালয় ভারত ফেরতদের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করায় কোভিড প্রটোকল শিথিলের কোনো সুযোগ বা সম্ভাবনাও নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাই বাধ্য হয়ে মানতে হচ্ছে বিষয়টি। এমন পরিস্থিতিতে করোনার ক্ষেত্রে কম ঝুঁকিপূর্ণ এমন কোনো দেশ থেকে প্রোডাকশন টিম আনার কথা ভাবছে বিসিবি।

একইসাথে দেখা হচ্ছে দেশীয় প্রোডাকশন টিমও। যদিও অভিজ্ঞতায় বেশ পিছিয়েই আছেন বাংলাদেশের কর্মীরা। বিসিবির শীর্ষস্থানীয় এক পরিচালক বিডিক্রিকটাইমকে বলেন, ‘বাংলাদেশ-শ্রীলংকা সিরিজে কোনো ভারতীয় ব্রডকাস্টার এবং ক্রু থাকছে না। আমরা তাদের বিকল্প খোঁজ করছি। আশা করি খুব দ্রুত পেয়ে যাব।’

নতুন করে যাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, তারা কেউ ভারতীয় নন। এই বোর্ড পরিচালক বলেন, ‘যাদের আনলে কোয়ারেন্টিন ঝামেলা থাকবে না, তাদের দিয়েই আপাতত আসন্ন সিরিজে কাজ চালানোর পরিকল্পনা করছে বোর্ড। সেই সাথে দেশীয়দের সাথে আলোচনা হচ্ছে।’

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৬ মে বাংলাদেশে আসবে লঙ্কানরা। বাংলাদেশে এসে ৩ দিন কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবেন কুশল পেরেরা, কুশল মেন্ডিসরা। আগামী ২৩, ২৫ ও ২৭ মে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ক্রিকেট

আইপিএলে থেকে ফেরা মুস্তাফিজকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করল বিসিবি

আইপিএলে থেকে ফেরা মুস্তাফিজকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করল বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ...

অকালে হারিয়ে যাওয়া ‘হতভাগা’ ১০ জন বাংলাদেশি ক্রিকেটার

অকালে হারিয়ে যাওয়া ‘হতভাগা’ ১০ জন বাংলাদেশি ক্রিকেটার

শচীন টেন্ডুলকার বা লিওনেল মেসি- সেই সব তারকাদের বাদ দিলে যারা সৃষ্টিকর্তার দেওয়া গুণ নিয়ে ...

ফুটবল

এমবাপ্পে কি আজ পারবেন?

এমবাপ্পে কি আজ পারবেন?

এ মুহূর্তে যে কেউ কেউ গেলে চমকে উঠবেন । মনে হতে পারে, প্যারিস নয়, পথ ...

মেসির আর্জেন্টিনাকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের অবস্থান যত

মেসির আর্জেন্টিনাকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের অবস্থান যত

এবার মেসির আর্জেন্টিনাকে পিছনে ফেলে শীর্ষে আসল ব্রাজিল। তবে এটি ফুটবলের সংক্ষিপ্ত সংস্করণে। বিশ্বে অনেক ...



রে