| ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রবাসীদের কাজের ব্যবস্থা করতে রাষ্ট্রদূতদের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ জুলাই ১৭ ২০:৫২:০০
প্রবাসীদের কাজের ব্যবস্থা করতে রাষ্ট্রদূতদের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

এ বিষয়ে বিভিন্ন দেশে নিয়োজিত বাংলাদেশি কূটনীতিকদের আমাদের নির্দেশনা হল কোভিড পরবর্তী বিশ্বে কিভাবে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া।”বিশ্বের নানা দেশে এক কোটির বেশি বাংলাদেশি বিভিন্ন কাজে রয়েছেন। তাদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য বলছে, ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি দুই লাখেরও বেশি শ্রমিক দেশে ছুটিতে এসেছিলেন, যারা মহামারীর কারণে আটকে পড়েন।এরপর ফ্লাইট বন্ধ হয়ে গেলে গত দুই মাসে চার্টার ফ্লাইটে প্রায় ২০ হাজার শ্রমিক দেশে আসেন বলেও তথ্য ব্র্যাকের অভিবাসন কর্মসূচির।

করোনাভাইরাসের কারণে অনেক দেশের শ্রমবাজার সঙ্কুচিত হয়ে আসায় আরও বিপুল সংখ্যক শ্রমিক ফিরতে পারেন বলেও আশঙ্কা করছেন অভিবাসী অধিকারকর্মীরা। পাশাপাশি ফিরে আসা শ্রমিকদের যাওয়াও পড়েছে অনিশ্চয়তায়।মহামারীর কারণে বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীকর্মী এবং মৃত কর্মীর পরিবারের জন্য পুনর্বাসন ঋণ বিতরণের নীতিমালা প্রকাশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত সোমবার প্রকাশিত নীতিমালায় বলা হয়, প্রথম দফায় সরকার ঘোষিত প্রণোদনার ২০০ কোটি টাকা চার শতাংশ সুদে ঋণ হিসাবে বিতরণ করবে প্রবাসী কল্যাণ ব্যাংক।কোভিড-১৯ এর কারণে চলতি বছরের ১ মার্চের পর থেকে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত আসা অভিবাসীকর্মীরা পাবেন এ ঋণ।অন্যদিকে, বিদেশে যে প্রবাসীকর্মী মারা গেছেন, তার পরিবারের একজন সদস্য এ ঋণ পাওয়ার যোগ্য হবেন।

ফারুক খান করোনাভাইরাস পরিস্থিতিতে ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রসঙ্গে বলেন, “বিষয়টি নিয়ে গণমাধ্যমে যেভাবে খবর প্রকাশিত হয়েছে বাস্তবতা তা নয়। বিদেশ ভ্রমণে করোনা টেস্টের সার্টিফিকেট নিতে হবে বিষয়টিও সে রকম নয়। কোনো দেশে প্রবেশ করলে সে দেশের বিমানবন্দরে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় একটা পরীক্ষা করে। সেখানে পজিটিভ এলে তাদের দেশের নিয়ম অনুযায়ী তারা ব্যবস্থা নিয়ে থাকেন।”

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদীয় কমিটিকে জানিয়েছে বাংলাদেশে থেকে যারা ইতালিতে গিয়েছিল তাদের কোভিড-১৯ সার্টিফিকেট জাল ছিল সেটি সত্য নয়। যাত্রীদের মধ্যে মাত্র ৩৩জন কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়েছিল। ইতালি সরকার কখনই সার্টিফিকেট নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করেনি।

তিনি আরো বলেন, “কোভিড-১৯ এর সার্টিফিকেট নিয়ে কোনো ব্যক্তি বিদেশে গেলেন, কিন্তু এরই মধ্যে তিনি আক্রান্ত হবেন না, তার নিশ্চয়তা কে দেবে? পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছে এখন থেকে যারা বিদেশে যাবে তাদের করোনা পরীক্ষার সনদ নিয়ে যেতে হবে।”

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কোভিড-১৯ আন্তর্জাতিক পরিস্থিতি এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন দেশে বাংলাদেশি মিশনগুলো কী কী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে এবং তার বাস্তবায়ন কতটুকু হয়েছে সে বিষয়ে কমিটি মন্ত্রণালয়কে বিস্তারিতভাবে অবহিত করার জন্য সুপারিশ করে।

এছাড়া কোভিড-১৯ এর আন্তর্জাতিক পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিরা কী অবস্থায় আছে তা দেশবাসীকে জানাতে নিয়মিত প্রেস ব্রিফিং করার সুপারশি করা হয়।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ ও নিজাম উদ্দিন জলিল (জন) বৈঠকে অংশ নেন।

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে মুস্তাফিজের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে মুস্তাফিজের বিশ্বরেকর্ড

শারজাহতে ম্যাচে আরব আমিরাত টিকে ছিল অনেকটা সময় পর্যন্ত। তবে মুস্তাফিজুর বারবারই ম্যাচটা টেনে এনেছিলেন ...

বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের ম্যাচ সংখ্যা বাড়াল বিসিবি

বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের ম্যাচ সংখ্যা বাড়াল বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল, তবে এবার ...

ফুটবল

২-১ গোলে জিতে ফাইনালে বাংলাদেশ

২-১ গোলে জিতে ফাইনালে বাংলাদেশ

যুব সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পেয়েছে বাংলাদেশ। আজ অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ...

দীন হুইসেনকে নিয়ে চেলসি ও রিয়াল মাদ্রিদ লড়াই : শেষ হাসি হাসছে কোন দল

দীন হুইসেনকে নিয়ে চেলসি ও রিয়াল মাদ্রিদ লড়াই : শেষ হাসি হাসছে কোন দল

নিজস্ব প্রতিবেদক : চেলসির স্বপ্ন ভাঙতে বসেছে রিয়াল মাদ্রিদ! ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম উদীয়মান ডিফেন্ডার ...



রে