প্রবাসীদের কাজের ব্যবস্থা করতে রাষ্ট্রদূতদের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

এ বিষয়ে বিভিন্ন দেশে নিয়োজিত বাংলাদেশি কূটনীতিকদের আমাদের নির্দেশনা হল কোভিড পরবর্তী বিশ্বে কিভাবে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া।”বিশ্বের নানা দেশে এক কোটির বেশি বাংলাদেশি বিভিন্ন কাজে রয়েছেন। তাদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য বলছে, ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি দুই লাখেরও বেশি শ্রমিক দেশে ছুটিতে এসেছিলেন, যারা মহামারীর কারণে আটকে পড়েন।এরপর ফ্লাইট বন্ধ হয়ে গেলে গত দুই মাসে চার্টার ফ্লাইটে প্রায় ২০ হাজার শ্রমিক দেশে আসেন বলেও তথ্য ব্র্যাকের অভিবাসন কর্মসূচির।
করোনাভাইরাসের কারণে অনেক দেশের শ্রমবাজার সঙ্কুচিত হয়ে আসায় আরও বিপুল সংখ্যক শ্রমিক ফিরতে পারেন বলেও আশঙ্কা করছেন অভিবাসী অধিকারকর্মীরা। পাশাপাশি ফিরে আসা শ্রমিকদের যাওয়াও পড়েছে অনিশ্চয়তায়।মহামারীর কারণে বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীকর্মী এবং মৃত কর্মীর পরিবারের জন্য পুনর্বাসন ঋণ বিতরণের নীতিমালা প্রকাশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
গত সোমবার প্রকাশিত নীতিমালায় বলা হয়, প্রথম দফায় সরকার ঘোষিত প্রণোদনার ২০০ কোটি টাকা চার শতাংশ সুদে ঋণ হিসাবে বিতরণ করবে প্রবাসী কল্যাণ ব্যাংক।কোভিড-১৯ এর কারণে চলতি বছরের ১ মার্চের পর থেকে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত আসা অভিবাসীকর্মীরা পাবেন এ ঋণ।অন্যদিকে, বিদেশে যে প্রবাসীকর্মী মারা গেছেন, তার পরিবারের একজন সদস্য এ ঋণ পাওয়ার যোগ্য হবেন।
ফারুক খান করোনাভাইরাস পরিস্থিতিতে ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রসঙ্গে বলেন, “বিষয়টি নিয়ে গণমাধ্যমে যেভাবে খবর প্রকাশিত হয়েছে বাস্তবতা তা নয়। বিদেশ ভ্রমণে করোনা টেস্টের সার্টিফিকেট নিতে হবে বিষয়টিও সে রকম নয়। কোনো দেশে প্রবেশ করলে সে দেশের বিমানবন্দরে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় একটা পরীক্ষা করে। সেখানে পজিটিভ এলে তাদের দেশের নিয়ম অনুযায়ী তারা ব্যবস্থা নিয়ে থাকেন।”
তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদীয় কমিটিকে জানিয়েছে বাংলাদেশে থেকে যারা ইতালিতে গিয়েছিল তাদের কোভিড-১৯ সার্টিফিকেট জাল ছিল সেটি সত্য নয়। যাত্রীদের মধ্যে মাত্র ৩৩জন কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়েছিল। ইতালি সরকার কখনই সার্টিফিকেট নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করেনি।
তিনি আরো বলেন, “কোভিড-১৯ এর সার্টিফিকেট নিয়ে কোনো ব্যক্তি বিদেশে গেলেন, কিন্তু এরই মধ্যে তিনি আক্রান্ত হবেন না, তার নিশ্চয়তা কে দেবে? পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছে এখন থেকে যারা বিদেশে যাবে তাদের করোনা পরীক্ষার সনদ নিয়ে যেতে হবে।”
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কোভিড-১৯ আন্তর্জাতিক পরিস্থিতি এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন দেশে বাংলাদেশি মিশনগুলো কী কী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে এবং তার বাস্তবায়ন কতটুকু হয়েছে সে বিষয়ে কমিটি মন্ত্রণালয়কে বিস্তারিতভাবে অবহিত করার জন্য সুপারিশ করে।
এছাড়া কোভিড-১৯ এর আন্তর্জাতিক পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিরা কী অবস্থায় আছে তা দেশবাসীকে জানাতে নিয়মিত প্রেস ব্রিফিং করার সুপারশি করা হয়।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ ও নিজাম উদ্দিন জলিল (জন) বৈঠকে অংশ নেন।
- যে কারনে ট্রেন থেকে ঝোলানো হলো অটোরিকশা চালককে, ভাইরাল হলো ভিডিও
- কনডম তৈরি হয় কোন প্রাণীর অঙ্গ থেকে, অনেকেই জানেন না এই চমকপ্রদ তথ্য
- চরম দু:সংবাদ : বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ
- কঠোর হুঁশিয়ারি দিল বাংলাদেশ সেনাবাহিনী
- দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানস: টস শেষ, জানুন একাদশে মুস্তাফিজের অবস্থান
- একে একে ১০টি বড় বাধা! ইশরাকের শপথ নিয়ে যে তথ্য দিলেন উপদেষ্টা আসিফ
- টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানবে যে সকল এলাকায়
- ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য সুখবর
- স্বর্ণের দামে নতুন রেকর্ড! ২২ ক্যারেটের দাম বেড়েছে ১,৩৬৪ টাকা
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য বড় সুখবর, কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি
- ওমানে প্রবাসী দম্পতির এ কেমন পরিণতি
- ওমানে কপাল খুলল বহু প্রবাসীর
- ক্রিস জর্ডান-সাউদিকে পেছনে ফেলে শীর্ষে মুস্তাফিজ,গড়ল নতুন ইতিহাস
- প্রবাসীর বাসায় পাঁচ বছর ধরে বন্দি থাকা গৃহকর্মী উদ্ধার