| ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

লিফট ছিঁড়ে শিল্পপতির সপরিবারে মর্মান্তিক মৃত্যু

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ জানুয়ারি ০২ ১১:০৬:৫৬
লিফট ছিঁড়ে শিল্পপতির সপরিবারে মর্মান্তিক মৃত্যু

মধ্যপ্রদেশে পাটালপানিতে নিজের খামার বাড়িতে পরিবারের সদ্যেদের নিয়ে বর্ষবরণের পার্টি করছিলেন পুনিত আগরওয়াল। মঙ্গলবার সন্ধ্যায় বহুতল ভবন থেকে পরিবার ও বন্ধুদের কয়েকজনকে নিয়ে নিচে নামার পথে তার ছিঁড়ে সজোরে মাটিতে আছড়ে পড়ে লিফট। ঘটনাস্থলেই মৃ’ত্যু হয় পুনিতসহ ছয়জনের।

দুর্ঘ’টনায় পুনিত আগরওয়ালসহ মৃ’ত্যু হয়েছে তার ছেলে মুকেশ, মেয়ে পালক, জামাই পলোকেশ ও নাতি নভি এবং গৌরবের। গৌরব আগরওয়াল মুম্বাইয়ের বাসিন্দা। পুনিতের বন্ধু গৌরব ৩১ ডিসেম্বর রাতে সপরিবারে ওই পার্টিতে উপস্থিত ছিলেন। দুর্ঘ’টনায় গুরু’তর জ’খম তার তার স্ত্রী নিধির অবস্থাও আশ’ঙ্কাজ’নক।

অতিরিক্ত পু’লিশ কমিশনার ধর্মরাজ মীনা জানিয়েছেন, গতকাল রাতে লিফট আছ’ড়ে পড়ে ছয়জনের মৃ’ত্যু ছাড়াও বেশ কয়েকজন আ’হত হয়েছেন। আহ’তরা স্থানীয় হাসপাতালে চিকিৎ’সাধীন রয়েছেন। পু’লিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে লিফট ছিঁ’ড়ে পড়লে এ দুর্ঘ’টনা ঘটে।

ভারতের শিল্পপতিদের মধ্যে বেশ জনপ্রিয় পুনিত আগরওয়ালের ঠিকাদারির বিশাল ব্যবসা রয়েছে। তার কম্পানি ‘পাথ ইন্ডিয়া’ সেতু ও হাইওয়ে নির্মাণের কাজের সঙ্গে জড়িত। তিনি দেশটির নামকরা একজন শিল্পপতি।

ভারতে হিন্দু নারীর শেষ’কৃত্য করল মুসলিম যুবকরা

ভারতে বিজেপি সরকার নাগরিক তালিকা (এনআরসি) আর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চাপিয়ে দেওয়ার চেষ্টার কারণে এক ধরনের অশা’ন্তি বিরাজ করছে। হিন্দু–মুসলিম ‘‌বিভা’জন নীতি’‌ নিয়ে সমা’লোচনাও হচ্ছে।

আর তার মাঝেই উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। তামিলনাড়ুর ঘটনা। সেখানে দরিদ্র হিন্দু নারীর শেষ’কৃত্য সম্পন্ন করল একদল মুসলিম যুবক। ঘটনাটি ঘটেছে গত রবিবার তালিমনাড়ুর থানজাভুর জেলার আদিরামাপট্টিরাম শহরে।

সেখানেই দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন ৫৪ বছর বয়সী দেবী। গত সপ্তাহে অসু’স্থ হয়ে পড়েছিলেন তিনি। আদিরামাপট্টিরামের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত রবিবার মৃ’ত্যু হয় ওই হিন্দু নারীর।

দেবীর পরিবারে এমন কেউই নেই, যে তার দেখাশোনা করতে পারে। আর তাই এগিয়ে এলেন একদল মুসলিম যুবক। সবাই তারা শিক্ষার্থী। খাদির মৈনুদ্দিন কলেছের অধ্যাপক কে শইদ আহমেদ কবীর ও তার বন্ধুবান্ধবরাও এগিয়ে আসেন।

দেবীর মৃ’ত্যুর পর তার শেষ’কৃত্য সম্পন্ন করেন তারা। ভেন্দাপাত্তাইয়ে ওই নারীর শেষ’কৃত্যু করা হয়। গ্রাম প্রশাসন এবং পুলি’শের কাছ থেকে এজন্য অনুমতিও নিয়েছিলেন তারা।

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে