ইতালিতে ৪০ হাজার বাংলাদেশির আবেদন বাতিল, নতুন চুক্তিতে জোর বৈধ অভিবাসনে

নিজস্ব প্রতিবেদক: ইতালিতে আশ্রয় প্রার্থনায় বাংলাদেশিদের বিপাকে পড়তে হচ্ছে ভয়াবহ হারে। দেশটিতে আশ্রয় চাওয়া প্রায় ৪০ হাজার বাংলাদেশির মধ্যে ৯৮ শতাংশের আবেদন বাতিল করেছে ইতালি সরকার। অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সরকারের সহযোগিতাও চেয়েছে তারা।
বৈঠকে কী আলোচনা হলো?
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রোর সঙ্গে বৈঠকে এ বিষয়গুলো উঠে আসে। বৈঠকে আলোচনায় ছিল—
বৈধ অভিবাসন সহজ করা,
মানব পাচার প্রতিরোধ,
অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন।
সূত্র জানায়, বর্তমানে ইতালিতে প্রায় ২ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন, আর অবৈধভাবে আছেন ৭০ হাজারের মতো। অনেকেই সেখানে পৌঁছাতে ভুয়া কাগজপত্র ও ভুল তথ্য ব্যবহার করেন। এর ফলেই সম্প্রতি ৩০ হাজার বাংলাদেশির কাজের অনুমতি বাতিল করেছে ইতালি সরকার।
কেন উদ্বিগ্ন ইতালি?
ইতালিতে প্রবেশে অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশির সংখ্যাই সবচেয়ে বেশি। দেশটি আশঙ্কা করছে, এ প্রবণতা অব্যাহত থাকলে তাদের শ্রমবাজার ও সামাজিক নিরাপত্তা হুমকিতে পড়বে। ফলে তারা বাংলাদেশ সরকারের সহযোগিতা চাইছে অবৈধ অভিবাসন বন্ধে।
নতুন চুক্তি (SOP)
ভবিষ্যতে বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও ইতালি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) স্বাক্ষর করেছে। এর আওতায় বাংলাদেশি কর্মীরা বৈধ পথে ইতালি যেতে পারবেন এবং সেখানে কাজের অনুমতি ও সুরক্ষা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান জানান,
“বাংলাদেশি নাগরিকেরা কীভাবে ইতালি যাচ্ছেন এবং সেখানে গিয়ে কী সমস্যায় পড়ছেন—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে অবৈধ অভিবাসন বন্ধে আইন প্রণয়নের কথাও উঠেছে।”
ইতালির আগের অবস্থান
এর আগে গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ানতেদোসি ঢাকা সফরে এসে বাংলাদেশ থেকে বৈধ শ্রমিক নিয়োগ ও অবৈধ অভিবাসন বন্ধে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন।
সারসংক্ষেপ
বাংলাদেশি অভিবাসীরা ইউরোপে সবচেয়ে বড় সম্প্রদায়গুলোর একটি হলেও অবৈধ প্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহারের কারণে বড় ধরনের সংকটে পড়ছে। ইতালির নতুন পদক্ষেপ প্রবাসীদের জন্য সতর্কবার্তা—শুধুমাত্র বৈধ উপায়ে গেলে স্থায়ী নিরাপত্তা ও কাজের সুযোগ পাওয়া সম্ভব হবে।
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
- নুরুল হক নুরকে যে দেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
- "ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশকে নিয়ে এইমাত্র নতুন ঘোষণা দিলো দ:কোরিয়া
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য হাইকোর্টের যুগান্তকারী রায়
- মাত্র ১২ বলে ১১ ছক্কা হাঁকিয়ে গড়লেন বিশ্বরেকর্ড
- কমে গেলো এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম
- আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা: কখন, কোথায় ও কিভাবে দেখবেন
- বিসিবি নির্বাচন তামিম বনাম বুলবুল: ক্লাবগুলোর সমর্থনে এগিয়ে আছেন যিনি
- এমন পদক্ষেপ নেওয়ায় প্রশংসায় ভাসছে বিএনপি
- রাতেই ঝড়ের আভাস: ৬ অঞ্চলে সতর্কবার্তা
- নতুন দামে বিক্রি হচ্ছে সোনা: ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভোরি সোনা ও রুপার দাম
- নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: জনমনে উদ্বেগ, করণীয় নিয়ে প্রশ্ন
- ভিসা নিয়ে বাংলাদেশকে যে বার্তা দিলো ইতালি
- বিএনপিকে 'ফাঁদে ফেলার’ পরিকল্পনা চলছে