| ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

সিপিএলে রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে মাত্র ৩ রানের জয়

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ২০ ১১:১৭:৪০
সিপিএলে রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে মাত্র ৩ রানের জয়

নিজস্ব প্রতিবেদক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ এক রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে মাত্র ৩ রানের জয় তুলে নিয়েছে সেন্ট লুসিয়া কিংস। ব্যাট-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দলের জয়ের নায়ক হন রোস্টন চেজ। তার ৬১ রানের ইনিংস ও ২৭ রানে ২ উইকেটের পারফরম্যান্সে হার মানতে হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতের ম্যাচে প্রথমে ব্যাট করে সেন্ট লুসিয়া কিংস ৮ উইকেটে ২০০ রান তোলে। ইনিংসের হাল ধরেন জনসন চার্লস (৫২), রোস্টন চেজ (৬১) ও টিম ডেভিড (২৩ বলে ৪৬)। শেষদিকে উইকেট হারালেও এ তিনজনের ঝড়ো ব্যাটিংই দলকে বড় সংগ্রহ এনে দেয়।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল প্যাট্রিয়টস। আন্দ্রে ফ্লেচার ও কাইল মায়ার্স ৪.২ ওভারেই ৪৩ রান যোগ করেন। তবে মাঝপথে উইকেট হারিয়ে ধরা পড়ে চাপে। এক পর্যায়ে ৯ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৬৬/৪। সেখান থেকেই ম্যাচে ফেরান জেসন হোল্ডার। মাত্র ২৯ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের আশার আলো জ্বালান তিনি।

হোল্ডার আউট হওয়ার পর দায়িত্ব নেন নবীন বিদাইসি। দুর্দান্ত কয়েকটি শট খেলে ম্যাচকে টেনে আনেন শেষ ওভারে। শেষ ৬ বলে জয়ের জন্য দরকার ছিল ৪ রান। কিন্তু ডেভিড ভিসের করা শেষ ওভারের চতুর্থ বলে লং-অফে ক্যাচ তুলে দেন বিদাইসি (৫০)। সেই সঙ্গে ম্যাচও হাতছাড়া হয় প্যাট্রিয়টসের।

চেজের ইনিংসে ছিল শামীসিকে টানা বাউন্ডারি আর ড্রেকসকে এক ওভারে তিন চারের ঝড়। অন্যদিকে ডেভিড এক ওভারেই হোল্ডারকে মারেন তিন ছক্কা। কিন্তু শেষদিকে ব্যাটাররা চাপে পড়ে গতি হারিয়ে ফেলে।

অবশেষে চেজের ব্যাট-বলের ম্যাজিকেই প্রথম জয় পেল সেন্ট লুসিয়া কিংস। আর প্যাট্রিয়টসকে তৃতীয়বারের মতো হার মেনে নিতে হলো চলতি আসরে।

ম্যাচের সারসংক্ষেপ

সেন্ট লুসিয়া কিংস: ২০০/৮ (চার্লস ৫২, চেজ ৬১, ডেভিড ৪৬, মায়ার্স ২-২৪, ফারুকি ২-৩১, সালামখেইল ২-৩৪)সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস: ১৯৭/৬ (হোল্ডার ৬৩, বিদাইসি ৫০, পিয়েরে ২-২৫, চেজ ২-২৭)ফলাফল: সেন্ট লুসিয়া কিংস ৩ রানে জয়ীপ্লেয়ার অব দ্য ম্যাচ: রোস্টন চেজ (৬১ রান ও ২ উইকেট)

FAQsপ্রশ্ন: কে ম্যাচ সেরা হয়েছেন?উত্তর: রোস্টন চেজ ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন।

প্রশ্ন: জেসন হোল্ডারের ইনিংস কেমন ছিল?উত্তর: তিনি ২৯ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি।

প্রশ্ন: সেন্ট লুসিয়া কিংসের জয় কত ব্যবধানে এসেছে?উত্তর: তারা শেষ বলে ৩ রানের রোমাঞ্চকর জয় পায়।

ক্রিকেট

সিপিএলে রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে মাত্র ৩ রানের জয়

সিপিএলে রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে মাত্র ৩ রানের জয়

নিজস্ব প্রতিবেদক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ এক রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে মাত্র ৩ রানের ...

এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত

এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫-এর জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে বড় চমক দেখা ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি

শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতিমূলক ম্যাচ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ...

Scroll to top

রে
Close button