| ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ওকাম্পোসের জোড়া গোলে জয় পেল মোন্তেরেই

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ১৮ ০৯:৪১:১৫
ওকাম্পোসের জোড়া গোলে জয় পেল মোন্তেরেই

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর লিগা এমএক্স অ্যাপারচুরা ২০২৫–এর পঞ্চম রাউন্ডে দারুণ জয় পেয়েছে মোন্তেরেই রেয়াদোস। ঘরের মাঠ বিবিভিএ স্টেডিয়ামে মাজাতলানকে ৩-২ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় তারা। তবে ম্যাচের সবচেয়ে বড় খবর ছিল আর্জেন্টাইন তারকা লুকাস ওকাম্পোসের দুর্দান্ত প্রত্যাবর্তন। প্রায় আট মাস পর গোলের দেখা পেয়ে জোড়া গোল করে দলকে জয় এনে দেন তিনি।

ম্যাচের শুরুতেই চাপ

ম্যাচের ১২ মিনিটে জোয়াকিন এস্কিভেলের গোলে এগিয়ে যায় মাজাতলান। তবে মাত্র দুই মিনিটের ব্যবধানে সমতা ফেরান ভিক্টর গুজমান। হেসুস ‘টেকাতিতো’ কোরোনার ক্রস থেকে হেডে গোল করে গুজমান নিজের ১০০তম ম্যাচ স্মরণীয় করে রাখেন।

ওকাম্পোসের জোড়া গোল

২৬ মিনিটে ওকাম্পোসের প্রথম গোল এবং ৪৫ মিনিটে আরেকটি দারুণ ফিনিশে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রেয়াদোস। দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটে ওমর মোরেনো গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দীর্ঘ গোলখরা ভাঙলেন ওকাম্পোস

গত বছরের ডিসেম্বরের পর এই প্রথম গোল পেলেন লুকাস ওকাম্পোস। শেষবার গোল করেছিলেন অ্যাপারচুরা ২০২৪–এর কোয়ার্টার ফাইনালে পুমাসের বিপক্ষে। এবার ফিরেই জোড়া গোল করে প্রমাণ করলেন, কেন তিনি রেয়াদোসের আক্রমণভাগে সবচেয়ে বড় ভরসা।

গুজমানের জন্য বিশেষ মুহূর্ত

গোলের পাশাপাশি ম্যাচের আগে ভিক্টর গুজমানকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। রেয়াদোসের হয়ে তার ১০০ ম্যাচ পূর্ণ হওয়ায় ক্লাব প্রেসিডেন্ট হোসে আন্তোনিও ‘তাতো’ নরিয়েগা স্মারক উপহার দেন তাকে। তিনি সেই স্মৃতিকে আরও রাঙিয়ে তুললেন গোল দিয়ে।

দুই দলের পরবর্তী ম্যাচ

মাজাতলান এখনো অ্যাওয়ে ম্যাচে জয়ের মুখ দেখেনি এই মৌসুমে। তিন ম্যাচে তাদের অর্জন মাত্র একটি পয়েন্ট। আগামী সপ্তাহে তাদের প্রতিপক্ষ হবে শক্তিশালী তিগ্রেস। অন্যদিকে, জয় তুলে নেওয়া রেয়াদোস ১২ পয়েন্ট নিয়ে উঠে গেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। তারা পরের ম্যাচে মুখোমুখি হবে নেকাকসার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

১২ রানে জয়ে শেষ হলোট্রিনবাগো নাইট রাইডার্স বনামসেন্ট কিটসের ম্যাচ

১২ রানে জয়ে শেষ হলোট্রিনবাগো নাইট রাইডার্স বনামসেন্ট কিটসের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চতুর্থ ম্যাচে দুর্দান্ত লড়াই শেষে সেন্ট কিটস অ্যান্ড নেভিস ...

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি ঘোষণা

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ শেষ হতেই আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। ...

ফুটবল

ওকাম্পোসের জোড়া গোলে জয় পেল মোন্তেরেই

ওকাম্পোসের জোড়া গোলে জয় পেল মোন্তেরেই

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর লিগা এমএক্স অ্যাপারচুরা ২০২৫–এর পঞ্চম রাউন্ডে দারুণ জয় পেয়েছে মোন্তেরেই রেয়াদোস। ঘরের ...

নেইমারকে সান্ত্বনা দিলেন দিনিজ, চোখ ভিজলো ফুটবল বিশ্বের

নেইমারকে সান্ত্বনা দিলেন দিনিজ, চোখ ভিজলো ফুটবল বিশ্বের

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের সবচেয়ে বড় হার মেনে নিতে পারলেন না নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারকে ৬-০ গোলে ...

Scroll to top

রে
Close button