নেইমারকে সান্ত্বনা দিলেন দিনিজ, চোখ ভিজলো ফুটবল বিশ্বের

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের সবচেয়ে বড় হার মেনে নিতে পারলেন না নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ফার্নান্দো দিনিজের কোচিংয়ে খেলা ভাস্কো দা গামা। সান্তোসের জার্সিতে এমন লজ্জাজনক হারের পর মাঠে কান্নায় ভেঙে পড়েন নেইমার। সেই মুহূর্তে এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেন প্রতিপক্ষ দলের কোচ ফার্নান্দো দিনিজ।
শনিবার রাতে মরুমবিস স্টেডিয়ামে খেলা শেষে হতাশায় মাটিতে বসে পড়েন নেইমার। ম্যাচ শেষের বাঁশি বাজার পর ভাস্কো কোচ দিনিজ এসে দীর্ঘক্ষণ জড়িয়ে ধরেন তাকে। সেই আলিঙ্গনেই যেন লুকিয়ে ছিল দিনিজের ভালোবাসা ও সম্মান।
দিনিজের আবেগঘন মন্তব্য
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে আবেগঘন কথা বলেন দিনিজ। তিনি বলেন,“নেইমারের সঙ্গে আমার সম্পর্ক ভিন্ন রকম। আমরা খুব বেশি সময় একসঙ্গে কাটাইনি, তবে জাতীয় দলে কাজ করার সময় ওকে কাছ থেকে দেখেছি। আমি নেইমারকে সত্যিই ভালোবাসি। সে শুধু ব্রাজিল নয়, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। আমি সবসময় বলি, সে এক রকমের ফুটবলীয় ‘অ্যাবারেশন’। প্রকৃত প্রতিভা।”
জাতীয় দলে একসঙ্গে কাজের স্মৃতি
২০২৩ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে ছিলেন ফার্নান্দো দিনিজ। সে সময় নেইমারকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। দিনিজ মনে করেন, তার দায়িত্বগুলোর একটি ছিল নেইমারকে সাহায্য করা। তিনি বলেন,“আমি সবসময় মনে করতাম, জাতীয় দলে আমার অন্যতম কাজ হলো নেইমারকে সাহায্য করা। তার প্রতিভাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য মানসিক স্থিতি দেওয়া। আমি ওর জন্য আজীবন শুভকামনা করব, শুধু ফুটবলে নয়, ব্যক্তিগত জীবনেও।”
সামনের ম্যাচগুলো
এই হার সান্তোসের জন্য বড় ধাক্কা। নেইমার আগামী ম্যাচে মাঠে নামতে পারবেন না, কারণ তিনি নিষিদ্ধ হয়েছেন। ফলে আগামী রোববার (২৪ আগস্ট) বাহিয়ার বিপক্ষে অ্যারেনা ফন্তে নভায় নামতে হবে সান্তোসকে নেইমারকে ছাড়াই। অন্যদিকে দিনিজের ভাস্কো দা গামা বুধবার (২০ আগস্ট) ব্রাজিলের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (আলফ্রেডো জ্যাকোনি স্টেডিয়াম) ব্রাজিলের সেরি-আ’র স্থগিত ম্যাচে নেমে পড়বে।
- এইমাত্র পাওয়া : নতুন ঘোষণা দিলেন সেনা প্রধান
- শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি
- "বৈধ ভিসা নিয়েও ফিরতে হচ্ছে বাংলাদেশিদের
- ব্যাংকে গভীর সংকট: মূলধন সংকটে ২৩ ব্যাংক
- ডাকসু জিএস প্রার্থী মাহিনের এনসিপি থেকে বহিষ্কার, ফেসবুকে দিলেন বিস্ফোরক মন্তব্য
- ভিসা কেলেঙ্কারি! বাতিল করা হলো ৬ হাজারের বেশি ভিসা
- শক্তি বাড়াচ্ছে হারিকেন অ্যারিন, সরে যাওয়ার নির্দেশ
- এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত
- ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে ফ্লাইট
- দিল্লির মুখ্যমন্ত্রীকে বাসভবনে গিয়ে প্রকাশ্যে চড়! তোলপাড় রাজধানী
- ওমানি মুদ্রার আজকের রেট ( ১৯ আগস্ট )
- লাইভ করছিলেন বিএনপি নেতা, অত:পর ঘটে গেলো অবিশ্বাস্য ঘটনা
- ভিসা নিয়ে সুখবর : মালয়েশিয়ায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নিয়োগের ঘোষণা
- “দ্য হান্ড্রেডে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড : দেখেনিন সকল হ্যাটট্রিকের তালিকা
- ডাকসু নির্বাচন: মনোনয়ন জমা, জমে উঠেছে ভোটের মাঠ